মাতিয়ে নিন আপনার জিমেইল কে – ঝাকানাকা থিমে !!

গুগল তার মেইল এর ইন্টারফেস ডিজাইনিং এর ক্ষেত্রে এই প্রথম কোন থার্ড পার্টি কে সংযুক্ত করল। জিমেইলের জন্যে চোখ ধাধানো থীম গুলো ডিজাইন করেছে "গ্লোবেক্স" ডিজাইন।

skins_grid.png

তবে ওই থিমগুলো এখনও জিমেইলের ইন্টেগ্রাল পার্ট হিসেবে সংযুক্ত করা হয় নাই। তবে আপনি এই পরিবর্তনের স্বাদ ঠিকই নিতে পারবেন। তাই ভাবলাম এই জোসস্ নিউজটা সব্বাই কে জানানো দরকার।

আপনাদের কাছে কয়েকটি থিম তুলে ধরলাম -

১. নিনজা

ninja.png

২. গ্রাফিটি

graffiti.png

৩.প্লানেটস

planets.png

৪. ক্যান্ডি

candy.png

৫. শাইনি

shiny.png

৬.  মাউন্টেইনস

mountains.png

৭. টার্মিনাল

terminal.png

তবে একটি অনাকাঙ্খিত ব্যাপার হল আপনি এখনও জিমেইলে লগইন করার পর  এই থীম ট্যাব সেটিংস এর কোন মেনু দেখতে নাও পেতে পারেন। এই জন্যে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। সেই পেজ এ আপনি উপরের উল্লেখিত থীমগুলো এবং আরো অন্যান্য থিমগুলো খুজে পাবেন। সেখান থেকে বেছে নিয়ে OK করে দিলেই সেই থিম এ্যাকটিভেটেড হয়ে যাবে।

তথ্য ও ছবিঃ উইকি এবং গুগল ব্লগ

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জোস, টিনটিন ভাই। আপনি আসলেই বস্।

ভাই আমারে খামাখা কেন বস বলছেন? যারা কষ্ট করে এইসব বানায় তাদের বস বলেন। আমি ত জাষ্ট শেয়ার করলাম।

জিমেইল টাতো পুরো স্বর্গ মনে হইতেছে.. নাইস.. ধন্যবাদ টিনটিন ভাই..

আমার কাছে Desk থিমটা বেশি ভাল লেগেছে। এটা এখন আমার ডিফল্ট থিম।

hmmm.. আমারও desk(মেহদী হাসান ভাইয়ের recommendation..)থিমটা বেশি পছন্দ হইছে। ধন্যবাদ টিনটিন ভাইকে।

আমার কাছে টার্মিনালটা ভাল লাগছে। কেমন জানি একটা ম্যাটিক্স ম্যাট্রিক্স ভাব আছে। ধন্যবাদ টিনটিন ভাই।

আমি অবশ্য আরও দুইদিন আগে থেকেই ব্যবহার শুরু করে দিয়েছি। আমার পছন্দের থিম হল ক্যান্ডি।

শফিউল ভাই একদম ঠিক বলেছেন ……. পুরা ম্যাট্রিক্স মুড!!

Level 0

সত্যি দারুণ থ্যাংকসসসসসসসসস