কেমন আছেন সবাই। আশা করা যায় ভালোই আছেন। ভালো যদি না থাকেন তাহলে সব দোষ আমার। কারন আমি আপনাদের জন্য দোয়া করি নাই। এর জন্য আবার আমাকে কেউ বদ দোয়া দিয়েন না। এমনিতেই আমি অনেক কষ্টে আছি, তার উপর আপনারা যদি বদ দোয়া দেন তাহলে আমি তো শেষ। যাই হোক অনেক ফাজলামি করলাম এখন কাজের কথায় আসি। আজ আমি আপনাদের একটা উপহার দিবো। উপহার টা আপনাদের কাছে হয়তো অনেক ছোট কিন্তু এটা আমার জন্য অনেক কিছু। যাই হোক, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ আমি আপনাদের যে উপহার দিবো তা হলো একটা ওয়েবসাইট। যা আমরা কয়েকজন অপদার্থ বন্ধু মিলে শেষ ১০ মাসে বানিয়েছি। আর এই সাইট টা বানানোর সাহস পেয়েছি এই টেকটিউন্স থেকে। এই টেকটিউন্স এর এডমিন আর মডারেটরদের কাছে আমার একটা বিনীত আবেদন, দয়া করে আমার এই পোস্ট টা মুছবেন না। আমি তো আপনাদের কাছ থেকেই অনুপ্রেরনা পেয়েছি সাইট টা বানানোর। এই সাইটটা তৈরী হয়েছে আমাদের আর আপনাদের ভালোবাসায়। আর আমাদের কারো কাছে এত টাকা নেই যে সাইটের বিজ্ঞাপন দিবো। টাকার জন্য আমাদের লেখাপড়াই আটকে আছে।
এটা আমাদের প্রধান সাইট। এখানে আপনি পাবেন বাংলাদেশের আলোচিত সব খবর, টেকনোলজির খবর, মিডিয়া গসিপ এবং আরো এই ধরনের খবর। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
সাইট টা মোবাইলেও সাপোর্ট করে।
বিঃ দ্রঃ আপনারা সাইট টা দেখে আমাদের কে জানাবেন যে সাইট টাতে আর কি কি করতে হবে।
এটা কেনা বেচার সাইট। এই সাইটে আপনি আপনার প্রোডাক্ট খুব সহজে বিক্রি করতে পারবেন। এই সাইট টা ১০০% ফ্রি। আর খুব সহজে আপনি কোন কিছু বিক্রির জন্য বিজ্ঞাপন দিতে পারবেন। এর জন্য রেজিস্ট্রেশনের দরকার নেই। এই সাইট টা মোবাইলেও সাপোর্ট করে।
বিঃ দ্রঃ যদি সাইটের কোন ত্রুটি থাকে বা আপনারা যদি কোন বাড়তি ফিচার চান তাহলে আমাদের জানান।
বাংলাদেশের জন্য এই প্রথম তৈরী হলো নিলামের মাধ্যমে কেনা বেচার সাইট। এই সাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন খুব সহজে।
আপনি আপনার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিবেন, যারা আগ্রহী আপনার প্রোডাক্ট কিনতে তারা বিড করবে।
আপনি দুইভাবে প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিতে পারবেন।
১- আপনি একটা মুল্য চাইতে পারবেন। আর সবাই যে কোন এমাউন্ট বিড করতে পারবেন।
২- আপনি বিড শুরুর জন্য একটা মূল্য নির্ধারন করে দিতে পারবেন।
বিঃ দ্রঃ টেকটিউন্স এর ইউজারদের জন্য এর ফিচার লিস্টিং একদম ফ্রি।
এই সাইটে আপনি পাবেন বাংলাদেশে যেসব মটর সাইকেল চলে তার সম্পূর্ন বিবরন এবং বাংলাদেশের বর্তমান মূল্য। আপনি কোন বাইক কেনার আগে এই সাইটে ঢুকে ইউজার দের মন্তব্য দেখে নিতে পারেন। এতে করে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে আপনি কি ধরনের বাইক চান।
বিঃ দ্রঃ আমার যা মনে হয়, বাইকের তথ্যের জন্য এটা আপনাদের অনেক উপকারে আসবে।
এই সাইট টা এখনো পুরা কমপ্লিট হয় নাই। এই সাইটে আপনি পাবেন ঢাকার ভিতরে যে কোন জায়গার শপিং মল, অফিস অথবা না না দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার। এই সাইট টা আপনাদের অনেক উপকারে আসবে।
বিঃ দ্রঃ আপনাদের কাছে একটা অনুরোধ। কেও যদি এই সাইটের জন্য তথ্য দিয়ে আমাদের সাহায্য করেন তাহলে সাইট টা পরিপূর্ণ হবে।
আমি আশা করবো আপনারা সবাই এই সাইট টা আপনাদের হোমপেজ করে রাখবেন। এই সাইটের মাধ্যমে আপনি একই জায়গা হতে google, twitter, mediafire, wikipedia ও mp3 গান সার্চ করতে পারবেন।
বিঃ দ্রঃ খুব শিঘ্রই টেকটিউন্স এর সার্চ এড করা হবে।
এই সাইট টা তে আপনি পাবেন বাংলাদেশ ক্রিকেট এর সব তথ্য।
এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সাইট টা অনেক কাজের। এটা হলো বাংলাদেশী এন্ড্রয়েড ফোরাম। এখানে আপনি যে কোন সমস্যার জন্য সাহায্য চাইতে পারবেন।
বিঃ দ্রঃ আপনি যদি কোন কিছু শেয়ার করতে চান এন্ড্রয়েড এর জন্য, তাহলে এটা হবে আপনার জন্য আদর্শ প্লাটফর্ম।
আমরা এমন একটা কিছু তৈরী করতে চেয়েছি যে একটা বাংলাদেশী নেট ইউজার যাতে একটা জায়গা থেকেই সব কিছু পায়। আমার মনে হয় এটা একটা ইউজার এর জন্য অনেকটা comfortable হবে।
আপনারা যদি এই সাইট এর নিয়মিত গ্রাহক হোন এবং আমাদেরকে advise করেন যে আর কি কি করতে হবে, একমাত্র তাহলেই আমার সপ্ন টা বাস্তবে রূপ নিবে। আমি একান্ত ভাবে আপনাদের সাহায্য কামনা করছি।
আমাদেরকে মেইল করুনঃ [email protected]
আমাদের ওয়েবসাইটঃ http://www.barno24.com
আপনি চাইলে ফেসবুকেও আমাদের কে advise করতে পারেন।
আমাদের ফেসবুক পেজঃ http://www.facebook.com/Barno24
টুইটারে আমরাঃ http://www.twitter.com/barno_24
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/s.j.carzon
আশা করছি খুব শীঘ্রই আপনাদের মতামত জানতে পারবো।
ভালো থাকবেন সবাই।
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ প্রিয়তে নিয়ে রাখলাম পরে কাজে লাগবে।