31 মার্চ এ বিশ্বের সকল স্বরনীয় ইতিহাস

  • ১৫৯৬ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী দার্শনিক ও বিজ্ঞানী রেনে দেকার্তের জন্ম।
  • ১৬৩১ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি জন ডানের মৃত্যু।
  • ১৬৬৩ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সেনাপতি মীর জুমলার ইন্তেকাল।
  • ১৭১৩ খ্রিস্টাব্দের এই দিনে ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
  • ১৭২৭ খ্রিস্টাব্দের এই দিনে বিজ্ঞানী আইজাক নিউটনের মৃত্যু।
  • ১৭৭৪ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
  • ১৮০৭ খ্রিস্টাব্দের এই দিনে খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
  • ১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
  • ১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
  • ১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে প্যারিতে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
  • ১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি অক্তাভিও পাজের জন্ম।
  • ১৯২১ খ্রিস্টাব্দের এই দিনে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৫৪ সালের এ দিনে জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
  • ১৯৬৬ সালের এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
  • ১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
  • ১৯৭৯ সালের এ দিনে আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পপতি এ কে খান-এর ইন্তেকাল।
  • ১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
সুযোগ পেলে আমাদের ছোট সাইটটিতে ঘুরে আসতে পারেন----------  http://blog.itsoft24.com/

Level 0

আমি শাকিল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://natboltu.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

1996 saler ei dine amar jonmo
1983 saler ei dine Hashim Amla(rank no 1 batsman now) er jonmo