সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট এর তথ্য শেয়ার করবো। এটা এমন একটা সাইট যেখানে আপনি আপনার জিনিস বিক্রি করতে পারবেন নিলামের মাধ্যমে। আবার আপনি কোন কিছু কিনতে চাইলে তাও কিনতে পারবেন বিড করে।
যাই হোক কিভাবে কিভাবে সাইটে জয়েন করবেন সেটা বলি।
প্রথমে এখানে ক্লিক করে সাইটে যান।
Register now এ ক্লিক করুন।
যেই রেজিস্ট্রেশন ফর্ম টা পূরন করে রেজিস্ট্রেশন করুন।
আপনার মেইল এ একটা activition link পৌছে গেছে।
মেইল এ লগিন করে ওই activation link এ ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করুন।
আপনি এখন BD Auction এর একজন সদস্য। 😆
এখন আসুন দেখি কিভাবে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন ।
সাইটে ঢুকে লগিন করুন।
sell an item এ ক্লিক করুন
এখন আপনি সিলেক্ট করুন কোন category র প্রোডাক্ট বিক্রি করবেন।
Item title এ আপনার প্রোডাক্ট এর নাম লিখুন
description বক্স এ আপনার প্রোডাক্ট এর বর্ণনা লিখুন
এখন আপনার প্রোডাক্ট এর ছবি আপলোড করুন
এই অংশ টা খুব গুরুত্বপূর্ন। Auction's type এ দেখুন standard auction এবং dutch auction দুইটা অপশন আছে। গ্রাহকরা কত থেকে বিড শুরু করবে তা যদি সেট করতে চান তাহলে standard auction সিলেক্ট করুন। আর যদি আপনি asking price (আপনি যেই দাম টা আশা করছেন) যোগ করতে চান তাহলে dutch auction সিলেক্ট করুন।
shipping fee তে কোনো এমাউন্ট দেয়া দরকার নাই।
Durationঃ আপনি আপনার প্রোডাক্ট কত দিনের জন্য রাখতে চান বিড এর জন্য সেটা সিলেক্ট করুন।
Shipping conditionsঃ এমন কেও আপনার প্রোডাক্ট কিনলো যে আপনার এলাকা থেকে অনেক দূরে থাকে। তাহলে তাকে আপনি প্রোডাক্ট পাঠাতে পারেন DHL এ payment condition দিয়ে। অথবা আপনি চাইলে আপনারা আপনাদের প্রোডাক্ট আদান প্রদান করতে পারেন এই কোম্পানীর মাধ্যমে। এইসব কারনে আপনি Shipping conditions এ Buyer pays shipping expenses সিলেক্ট করে দিন। তাহলে আপনার প্রোডাক্ট যে মাধ্যমেই পাঠান এর খরচ দিবে প্রোডাক্ট যে কিনেছে সে।
Shipping termsঃ আপনি যদি কোন কিছুর মাধ্যমে যে প্রোডাক্ট কিনেছে তার কাছে পাঠান আর এর জন্য যদি আপনার কোনো শর্ত থাকে তাহলে এখানে লিখতে পারেন। কোন কিছু না লিখলেও সমস্যা নাই।
Payment methodsঃ এখানে ব্যাঙ্ক ট্রান্সফার দেয়া আছে। এটা সিলেক্ট করে দিন। যদিও এর কোন দরকার নেই।
Additional optionsঃ আপনি যদি আপনার প্রোডাক্ট এর পোস্ট ফিচার করতে চান, বোল্ড করতে চান অথবা হাইলাইট করতে চান তাহলে এই অপশন আপনার কাজে আসবে। (Additional options এর জন্য কিন্তু টাকা লাগবে। এটা তে কোন কিছু সিলেক্ট করা দরকার নাই।)
সব ঠিকমত করা হলে এখন submit auction এ ক্লিক করুন।
এখন আপনাকে আপনার প্রোডাক্ট এর একটা রিভিও দেখাবে। সব ঠিক থাকলে আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন। ব্যস আপনার প্রোডাক্ট এখন বিডিং এর জন্য তৈরী।
এখন আসুন দেখি কি করে বিড করবেন।
লগিন করুন।
যেই প্রোডাক্ট এ বিড করতে চান সেটাতে ক্লিক করুন।
এখন দেখুন এখানে বিড করার বক্স আছে, অইটাতে আপনার এমাউন্ট লিখুন এবং price bid এ ক্লিক করুন।
এখন আপনার এমাউন্ট আবার কনফার্ম করুন এবং আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
সর্বোচ্চ বিড যে করবে সেই ওই প্রোডাক্ট কিনতে পারবে।
আপনাদের জন্য এখনো সাইটের সব সুবিধা ফ্রি তে ব্যবহার করতে পারবেন।
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন কাজে লাগবে