আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি। আজকের এই পোষ্ট তাদের জন্য যারা ফেসবুকএ ফ্যানপেজ চালায় এবং যারা একধিক ফ্যান পেজ চালাতে চায় এবং একপেজে অন্য পেজএর লিংক দিতে চায়, যেখানে ulr দেখা যাবেনা শুধু বিস্তারিত, আরোজানতে এ ধরনের ক্লিক লিংক দেখাযাবে। শুরুতেই বলেনেই একটু বড় পোষ্ট বিস্তারিত লেখা আছে এজন্য, কষ্ট করে পড়লে আপনিও পারবেন আপনার পেজ এ অন্যপেজ এর text লিংক দিতে।
(যাদের প্রয়োজন)।
এবার শুরু করা যাকঃ-
প্রথমেই বলতে হয় ফেসবুক HTML code support করে না তাই লিংক তৈরী করার জন্য HTML code এর লিংক পোষ্ট করলে কাজ করবেনা এবং ক্লিক লিংক তৈরী হবেনা।
ফেসবুকএ ফ্যান পেজ বা নিজের প্রোফাইল পেজ এর লিংক, ফেসবুক আইডি এর উপর ভিত্তিকরে তৈরী করতে হয়। আইডি সাধারণত প্রথম অবস্হায় পেজ বা নতুন ফেসবুক একাউন্ট তৈরী করার সময় প্রফাইল URL এর সাথে থাকে নিচের লিংক দুটি লক্ষ্য করুনঃ-
http://www.facebook.com/profile.php?id= 164754370333475
http://www.facebook.com/profile.php?id= 186823884763771
আমরা অনেকেই ফেসবুক পেজ বা নতুন ফেসবুক একাউন্ট তৈরী করার পর নিজেদের সুবিধার্থে লিংকটিকে পরিবতন করি নিচের লিংক দুটি লক্ষ্য করুনঃ
http://www.facebook.com/aamirkhanfanspage
http://www.facebook.com/commentkorina
এক্ষেত্রে আইডি এর জায়গায় ইউজারনেম “aamirkhanfanspage” এবং ”commentkorina” ব্যবহার করা হয়েছে। লিংক তৈরী করার আগে আমাদের আইডি সংগ্রহ করতে হবে।
জেনে নেই তা কিভাবে করব।
যারা URL লিংক পরিবতন করেননি তারা browser এর address bar এ যে URL দেয়া আছে সেখান হতে সংগ্রহ করে নিন । আর যাদের URL লিংক পরিবতন করা হয়েগেছে তারা নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
ক. প্রথমে আপনি ফেসবুকএ লগইন করুন।
খ. ফ্যানপেজ বা নিজের প্রফাইল এ যান, যেটার আইডি যানতে চান।
গ. এবার http://www.facebook.com/ এর “/”এর পর যা আছে (ইউজারনেম) তা কপি করুন বা লিখে নিন।
ঘ. address bar এ https://graph.facebook.com/ টাইপ করুন এবং “/” এর পর কপি করা বা লিখে রাখ (ইউজারনেম) নামটি টাইপ করুন । লিংকটি হবে ”https://graph.facebook.com/ইউজারনেম” এরকম। এবার এন্টার দিন লিংকটিতে যাবার জন্য। যে পেজ আসবে সেখানে "id": "1426159433" এধরনের আইডি পাবেন এবং এটিই হচ্ছে আপনার প্রোফাইল বা ফ্যন পেজ এর ক্ষেত্রে ফ্যন পেজ এর আইডি। আবারও একটা কথা বলছি ফ্যনপেজ এর ক্ষেত্রে ফ্যনপেজ এর ইউজারনেম এবং প্রোফাইল এর ক্ষেত্রে প্রোফাইল ইউজারনেম ব্যবহার করতে হবে আইডি পাবার জন্য।
আইডি তো পেলেন এবার তা ব্যবহার করে লিংক তৈরী করতে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ-
ক. প্রথমে পোষ্ট করার জন্য STATUS এর নিচে ক্লিক করুন যেখানে “Write Something…” ফ্যনপেজ এর ক্ষেত্রে এবং “What’s on your mind…” নিজের প্রোফাইল পেজ এর ক্ষেত্রে লেখা আছে সেখানে ক্লিক করুন।
খ. এবার নিচের কোডটি টাইপ করুন এবং আইডি এর জায়গায় যে আইডি এর আগে সংগ্রহ করেছেন তা দিন এবং পোষ্ট করুন। কাজশেষ দেখেন নীল রং এর ক্লিক লিংক তৈরী হয়েছে।
@@[0:[আইডি:1: Your Text Here]]
@[আইডি:]
আমার পেজ এ দেয়া ক্লিক লিংক সহ পোষ্ট এর উদাহরন নিচে দিলাম প্রথমে প্রয়োজনে কপি করে STATUS এ পোষ্ট করে দেখেনিতে পারেন ।
উদাহরন:
আজ আপনাদের পরিচয় করিয়ে দিব @[395480920521055:]
ফেসবুকের শুধুমাএ মেয়েদের জন্য একটি জনপ্রিয় পেজ পেজের সাথে@[395480920521055:]।জানতে চান 14 হাজারমানুষ কেন লাইক করেছে @[395480920521055:] এই পেজটি? @[395480920521055:]তাহলে আর দেরি না করে এখনি লাইক দিন এই পেজটি । 文
পেজ লিংক: @[395480920521055:]
আপ্নাদের সাহায্যৌর জন্য আমরা একটি ফেসবুক গ্রুপ খুলেছি চাইলে জইন করতে পারেন http://www.facebook.com/groups/144696985707483/
আমি প্রত্যয় ব্যক্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আইডি কি দুই বার লিখতে হবে…??? আমি আমার ইউজার নেম পরিবর্তন করেছি ==> http://www.facebook.com/shahidujzamaan.shahid সেক্ষেত্রে কি করব…??? আর, নিচের লাইন দুটি উদাহরন সহ ব্যাখ্যা করলে কৃতজ্ঞ থাকব।
@@[0:[আইডি:1: Your Text Here]]
@[আইডি:]