লিখেছিলাম সময় নষ্ট করার মত সাতটি সাইট নিয়ে। পোস্ট টি পড়া হল অনেক।মন্তব্য আসল। ৭৫ এর উপরে দেখি প্রিয়তেও চলে গেছে! এই অবস্থায় তো আর বসে থাকা যায় না। অতএব সময় নষ্ট করার মত সাত টি সাইটের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। তবে জানি না এই পর্ব পাঠক প্রিয়তা পাবে কি না। তবে যাইহোক, সময় যখন আছে, ভালো কাজে ব্যয় হোক।
বি দ্রঃ এই পোস্ট শুধুমাত্র ফান করার জন্য। সিরিয়াস লোকদের জন্য নয়।
১। মোবাইল ট্র্যাকঃ
মোবাইল কীভাবে ট্র্যাক করবেন নাম্বার দিয়ে। ধরেন আপনার কোন বন্ধু। সে এখন কোথায় তা জানতে চান। নাম্বার দিয়ে খোঁজ চালিয়ে দেখতে পারেন।
খোঁজ চালানোর জিনিস। পুরা হলিউডের ফিল্মি ট্র্যাকিং।
২। ক্লেবার বটের সাথে চ্যাট করতে পারেন বিরক্ত মুডে থাকলে। এই চ্যাট বট অন্যগুলো থেকে একটু আলাদা।
৩। আপনি গে কি না একটা টেস্ট হয়ে যাক এবার। ফ্রি গে টেস্ট করার জন্য চলে যান এখানে।
৪। পিয়ানো বাজাতে পারেন মন খারাপ থাকলে।
৫। চিৎকার করে "না" বলার মুডে থাকলে চলে যান এখানে।
৬। এই সাইট টা ভুতুরে টাইপ লাগলো। দেখতে পারেন।
৭। ফ্ল্যাশ ভিডিও এবং গেমের মজার একটি সাইট।
৮। নিকোলাস কেইজ রে নিয়া একটি ফাইজলামি সাইট।
৯। ব্যাঙ নিয়ে সাইট। ব্যাঙ সম্পর্কে তথ্য জানতে জানতে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তবে নিশ্চিত অজানা এবং মজার কিছুই জানবেন।
ব্যাঙ নিয়ে এই টি ও দেখতে পারেন। পেইজ রেংক ৫ এর পেইজ। কেউ কমেন্ট করে ওখানে একটি হাই পেজ র্যাংক ব্যাকলিংক ও পেয়ে যেতে পারেন।
১০। বাউন্সিং বল নিয়েও কাটাতে পারেন সময়।
১১। বিভ্রান্ত হতে চাইলে স্ট্রব ইল্যুশন।
১২। গ্রহ নক্ষত্র প্রেমীদের জন্য প্ল্যানেটোরিয়াম। সহ আরো অনেক সময় নষ্ট করার মত জিনিস পাবেন নেইব এ।
১৩। সল্ট ফিল্ম সাইট টি ফর প্লেয়িং উইথ সল্টস।
১৪। এটাও ভালো লেগেছে। সিজন ট্রি। একই গাছ ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিন তিনটি সিজন।
১৫। উইন্টার বেল গেমস। ব্যাক গ্রাউন্ড মিউজিক সহ গেমটা অসাধারন।
১৬। আপনি যেদিনে জন্মেছিলেন সেদিনে পৃথিবীতে বড় ঘটনা কি কি হয়েছিল তা জানতে হলে এখানে যেতে পারেন। জন্ম তারিখ, সাল দিয়ে দিলেই হেড লাইন গুলো চলে আসবে।
১৮। বল পুল। প্রথমে একটা বলকে ড্র্যাগ করবেন। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে মাউস নাড়ালেই চলবে।
১৯। এবারের সাইটে ঢোকার আগে কিন্তু একটা ওয়ার্নিং আছে।দেখে নিন।
সব কিছু ঠিক ঠাক ভিতরে গিয়ে থাকলে দেখতে পারেন।
২০। এবার হচ্ছে সবচেয়ে মজার সাইট। অনলাইনে যারা কাজ করেন বা বিভিন্ন প্রয়োজনে থাকেন তাদের বেশীরভাগেরই অনেক সময় কোন সাইটের উপর মেজাজ খারাপ হয়। কেউ গুগল থেকে ট্রাফিক পাচ্ছে না, তার গুগলের উপর মেজাজ খারাপ। কেউ অডেস্কে কাজ পাচ্ছে না, তার মাঝে মাঝে ইচ্ছা হয় অডেস্ক টাই উড়ায়া দেই।
এইরকম মনের ইচ্ছা পুরনের জন্য ডেস্ট্রয় সাইট। যেকোন সাইট আপনি মনের ইচ্ছামত ভেঙে রাগ কমাতে পারবেন।
ভাঙার জন্য আছে পাহাড়ি পিপড়া থেকে শুরু করে হ্যামার, টাইম বোম, গানশট সহ অনেক কিছু। একটার পর একটা সিলেক্ট করে, যে সাইট ভাঙতে চান তার লিংক দিয়ে শুরু করুন ভাঙা।
উদাহরন স্বরুপ আমি প্রথম আলোর সাইট ভেঙে দেখালাম। আমার কোন রাগ নেই আলোর প্রতি । শুধু মাত্র দেখাতেই- 😀
হ্যামার দিয়েঃ
টাইম বোমা দিয়েঃ
গানশট দিয়েঃ
টমেটো দিয়েঃ
আমি মুরাদ ইচ্ছামানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগার।
valo lagce amar kaceo thank’s