অনেকটা প্রথম থেকেই টেকটিউন্স এর সাথে আছি। কিন্তু আমি খুব কম পোস্ট দেই। আর আমার প্রায় সব পোস্টই android নিয়ে। আর আজ কোনো android নিয়ে পোস্ট দিচ্ছি না। আজ আমি বলবো আমি কেন জিপি'র ফ্রি নেট ব্যবহার করার পক্ষে।
আমাদের এই টেকটিউন্স পরিবারে অনেক সুশীল সমাজ আছেন। যারা দেখলাম ফ্রী নেট ব্যবহারের বিপক্ষে কথা বলছেন। এই সুশীল সমাজ রা এই কথা বলার পিছনে যেইসব কারন দারা করেছেন তা হলো
১- গ্রামীনফোন একটা কোম্পানী
২- একটা কোম্পানী'র সোজা হয়ে দাঁড়ানো চাট্টিখানি কথা না।
৩- মানুষ ফ্রি নেট ব্যবহার করার ফলে তাদের সার্ভারে বেশী লোড পড়ে, তখন যারা টাকা দিয়ে নেট ব্যবহার করেন তারা পর্যাপ্ত পরিমান স্পিড পায় না।
৪-পরিশেষে তারা যা বলেন তা হলো কি দরকার আছে অন্যের ক্ষতি করার।
এখন আমি কিছু বলতে চাই। শ্রদ্ধেয় সুশীল সমাজ, আপনারা যা যা বলেছেন বা বলেন আমি সবই মেনে নিলাম। কিন্তু আপনি যেই কোম্পানী'র চিন্তা টা করলেন আমি কিন্তু ওই কোম্পানীর কথা এভাবে চিন্তা করতে পারবো না। কেন পারবো না? (আমি জানি আপনাদের মনে এই প্রশ্নটাই থাকবে)
তাহলে শুনুন আমি কেন এই মোবাইল কোম্পানী'র বিপক্ষে কথা বলছি।
১- আমার যতদুর মনে পড়ে এটা ২০০৩ এর কথা ( সালটা নিয়ে আমার মনে একটু সন্দেহ আছে। কারো মনে থাকলে কমেন্ট এ জানাবেন ) তখন জিপি প্রথম ডিজুস সিম বের করলো। বিজ্ঞাপন দিলো যে এই সিম ছাত্রদের জন্য। সাধারন সিম তখন ৩৫০ টাকা আর ছাত্রদের ডিজুস সিম ৭৫০ টাকা। ( ছাত্রদের যে এত টাকা তখন বুঝি নাই )
২- তৎকালীন সময় বা তার কিছু আগে তারা একটা অফার দিয়েছিল যে ৩০০ টাকা রিচার্জ করে কি একটা যেন লিখে ম্যাসেজ দিয়ে রেজিস্ট্রেশন করলে ৪০ টাকা কেটে নিবে এবং তার বিনিময়ে ওই ব্যবহারকারী রেজিস্ট্রেশনের পর একমাস ৪.৫০ টাকা মিনিট এ কথা বলতে পারবে। অনেকেরই হয়তো মনে আছে গ্রামীন ফোন এর ওই বিজ্ঞাপন টার কথা যে প্রথমে ৭ টা ডিম দেখায়, তারপর ওইখান থেকে প্রথমে ২ টা ডিম গায়েব এবং শেষে আরেকটা ডিম এর অর্ধেক গায়েব। যাই হোক আমি তাদের এই অফার টার কথা তুললাম এই কারনে যে তারা বলেছিলো রেজিস্ট্রেশন করার পরের একমাস পর্যন্ত ৪.৫০ টাকা রেট কাটবে। আদতে যা হতো তা হলো ওই ৩০০ টাকা শেষ হলেই তাদের এই সুবিধাও শেষ। এখন আপনারাই বলুন এই অফারে কার লাভ হলো আর কার লস হলো।
৩- অনেকদিন থেকেই দেখছি যে সামাজিক যোগাযোগের অনেক সাইট এবং ব্লগিং সাইটগুলোতে নেট বিল কমানোর জন্য অনেক আন্দোলন চলছে। (আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি) আমি এখান থেকেই জানতে পারি যে নেট এর Bandwidth এর দাম ৮০,০০০/= থেকে কমিয়ে ৮০০০/= করা হয়েছে। আমি যেদিন থেকে মোবাইলে নেট ব্যবহারের বিজ্ঞাপন দেখি তখন থেকেই দেখে এসেছি যে ১জিবি ডাটা ভ্যাট সহ ৩৪৫ টাকা। তাহলে এই bandwidth এর দাম কমানোর কি সুফল আমজনতা পেল?
৪- জিপি'র আমাদের কে ১জিবি ডাটা ব্যবহারের জন্য গতি দেয়ার কথা ২৫৬ kbps। যার ডাউনলোড এবং পেজ লোড হওয়ার কথা প্রতি সেকেন্ডে ৩২ কিলোবাইট করে। কিন্তু আমরা কত পাচ্ছি?
৫- বাংলাদেশের মোবাইল অপারেটর এর মধ্যে একমাত্র গ্রামীনফোনই লাভের মুখ দেখেছে। এই সুবাদে তো আমরা জিপি'র কাছেই সবচেয়ে বেশী সাশ্রয় আশা করতে পারি, তাই নয় কি? কিন্তু বিষয় টা যা দাঁড়াচ্ছে তা হলো জিপি ১ জিবি ডাটা'র জন্য নেয় ৩৪৫ টাকা ভ্যাট সহ, এয়ারটেল এবং সিটিসেল ১ জিবি ডাটার জন্য নেয় ৩১৮ টাকা ভ্যাট সহ, টেলিটক তাদের ৩জি কানেকশন এ ১জিবি ডাটার জন্য নেয় ২৩০ টাকা ভ্যাটসহ।
তো এখন সবার কাছে পরিস্কার হলো কেন আমি জিপি'র ফ্রি নেট ব্যবহারের পক্ষে?
আমি যতটুকু বুঝি তা হলো জিপি সবসময় আমাদের পকেট কেটেছে। আমরা এখন সুযোগ পাচ্ছি জিপি পকেট কেটে যা নিয়েছে তার কিছুটা উসুল করার। তাহলে কেন আমরা সুজোগ টা ছাড়বো? আপনারা ছাড়লে ছেড়ে দিন। কিন্তু আমি পারবো না।
সুতরাং এসব নানাবিধ কারনে আমি জিপি'র ফ্রি নেট ব্যবহারের পক্ষে।
আমি গ্রামীনফোনকে কিছু বলতে চাই এই টেকটিউন্স এর বদৌলতেঃ
My dear GP,
আপনাকে বলছি। জীবনে ব্যবসা তো অনেক করলেন, যাদের উপর ভিত্তি করে ব্যবসা করছেন তাদের satisfiction এর জন্য এবার কিছু করেন। কিছুদিন আগেও দেখলাম আপনাদের অফিস এর অনেক কর্মচারীকে ছাটাই করেছেন বিনা নোটিশ
এ। তাদের পেটে লাথি মারার আগে নিজের পেটে একটা খোচা দিয়ে দেখেন কেমন লাগে। বাংলাদেশে মোবাইল অপারেটর কোম্পানী'র মাঝে একমাত্র আপনারাই তো লাভের মুখ দেখেছেন। তাহলে আপনারা কেন খালি খাই খাই করবেন? আমাদের মুসলমান ধর্মে বলা আছে ব্যবসায় আল্প লাভ করার কথা। তাতে নাকি অর্থের বরকত হয়। এই যে আপনার কাস্টোমার রা চুরি করে ফ্রি নেট ব্যবহার করছে এর জন্যেও কিন্তু দায়ী আপনারা। আপনারা যদি আপনাদের ব্যবহারকারীদের খুশী রাখতেন তাহলে তারা এভাবে নেট ব্যবহার করতোনা। একটা কথা জানেন তো যে চুরি করে এবং যে চুরি করার উৎসাহ যোগায় ২ জনই সমান অপরাধী। কিন্তু রাশিয়া তে যে চুরি করার উৎসাহ যোগায় তার শাস্তি টা অনেক বেশী হয়। Bandwidth ৮০০০০/= থেকে ৮০০০/= হয়েছে। তাহলে ওইভাবে হিসেব যদি আমরা করি তাহলে ১জিবি ডাটা আমরা কত টাকা তে পাবো একটু কষ্ট করে হিসেব করে দেখে নিয়েন। গ্রামীনফোন, আপনাকে একটা বিষয়ে সাবধান করে দিতে চাই। বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়। ব্লগারদের ডাকে শাহাবাগে কি হয়েছে দেখেছেন। এইসব ব্লগেই কিন্তু আপনাদের নেট এর বিল কমানোর কথা বলা হচ্ছে। এইসব তরুনরা যদি আপনাদের উপর খেপে গিয়ে আপনাদের অফিস এর সামনে গিয়ে স্লোগান দেয় " ন তে নেট বিল- কমাতে হবে, কমাতে হবে" তখন কি হবে বলেন তো? (এই কথাটুকু সব অপারেটর দের কে উৎসর্গ করে বললাম) যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি। আশা করি আমরা অতি শিঘ্রই আপনাদের বন্ধুত্বপুর্ণ মনোভাব দেখতে পাবো।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক
আমি জানি এই পোস্ট এর পর অনেক বাজে মন্তব্য শুনতে হবে, অনেকে অনেক কিছু বুঝাবে। কিন্তু আমার সব সহ্য করতে হবে। যাই হোক সবাই ভালো থাকবেন। আজকের মত এখানেই বিদায় নিলাম।
আমি সবসময় টেকটিউন্স এ পোস্ট এর পড়ে আমার সাইটের একটা লিঙ্ক দিয়ে যাই। কিন্তু আজকে আর দিলাম না। বাংলাদেশের এন্ড্রয়েড ফোরাম এ যদি কেউ তাদের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে চান তাহলে কমেন্ট এ আওয়াজ দিয়েন। কেও যদি কোনো সাহায্যের জন্যও যেতে চান তাহলে কমেন্ট এ আওয়াজ দিয়েন আমি লিঙ্ক দিয়ে দিব।
আমার পেজ এ লাইক দিনঃ http://facebook.com/Barno24
ফেসবুক এ আমিঃ http://facebook.com/s.j.carzon
আমার ওয়েবসাইটঃ http://www.barno24.com
আমি চেস্টা করবো কিছু উপায় বের করার জন্য যাতে সব মোবাইল অপারেটর আমাদের ক্ষোভ এর ব্যাপার টা অবগত হন।
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
am jontar taka bachle govt er e to luv hobar katha:) gp te BD er share koto? 37 % may be….ar baki taka ke nicche? telenor …so amar je bash dicchi ta telenor ke ….POst ta jotil hoyeche:)