কেন গ্রামীনফোনের ফ্রি নেট ব্যবহার করা আমাদের জন্য হালাল। পোস্ট টা দেখে যান। (Updated)

অনেকটা প্রথম থেকেই টেকটিউন্স এর সাথে আছি। কিন্তু আমি খুব কম পোস্ট দেই। আর আমার প্রায় সব পোস্টই android নিয়ে। আর আজ কোনো android নিয়ে পোস্ট দিচ্ছি না। আজ আমি বলবো আমি কেন জিপি'র ফ্রি নেট ব্যবহার করার পক্ষে।

আমাদের এই টেকটিউন্স পরিবারে অনেক সুশীল সমাজ আছেন। যারা দেখলাম ফ্রী নেট ব্যবহারের বিপক্ষে কথা বলছেন। এই সুশীল সমাজ রা এই কথা বলার পিছনে যেইসব কারন দারা করেছেন তা হলো

১- গ্রামীনফোন একটা কোম্পানী

২- একটা কোম্পানী'র সোজা হয়ে দাঁড়ানো চাট্টিখানি কথা না।

৩- মানুষ ফ্রি নেট ব্যবহার করার ফলে তাদের সার্ভারে বেশী লোড পড়ে, তখন যারা টাকা দিয়ে নেট ব্যবহার করেন তারা পর্যাপ্ত পরিমান স্পিড পায় না।

৪-পরিশেষে তারা যা বলেন তা হলো কি দরকার আছে অন্যের ক্ষতি করার

এখন আমি কিছু বলতে চাই। শ্রদ্ধেয় সুশীল সমাজ, আপনারা যা যা বলেছেন বা বলেন আমি সবই মেনে নিলাম। কিন্তু আপনি যেই কোম্পানী'র চিন্তা টা করলেন আমি কিন্তু ওই কোম্পানীর কথা এভাবে চিন্তা করতে পারবো না। কেন পারবো না? (আমি জানি আপনাদের মনে এই প্রশ্নটাই থাকবে)

তাহলে শুনুন আমি কেন এই মোবাইল কোম্পানী'র বিপক্ষে কথা বলছি।

১- আমার যতদুর মনে পড়ে এটা ২০০৩ এর কথা ( সালটা নিয়ে আমার মনে একটু সন্দেহ আছে। কারো মনে থাকলে কমেন্ট এ জানাবেন ) তখন জিপি প্রথম ডিজুস সিম বের করলো। বিজ্ঞাপন দিলো যে এই সিম ছাত্রদের জন্য। সাধারন সিম তখন ৩৫০ টাকা আর ছাত্রদের ডিজুস সিম ৭৫০ টাকা। ( ছাত্রদের যে এত টাকা তখন বুঝি নাই )

২- তৎকালীন সময় বা তার কিছু আগে তারা একটা অফার দিয়েছিল যে ৩০০ টাকা রিচার্জ করে কি একটা যেন লিখে ম্যাসেজ দিয়ে রেজিস্ট্রেশন করলে ৪০ টাকা কেটে নিবে এবং তার বিনিময়ে ওই ব্যবহারকারী রেজিস্ট্রেশনের পর একমাস ৪.৫০ টাকা মিনিট এ কথা বলতে পারবে। অনেকেরই হয়তো মনে আছে গ্রামীন ফোন এর ওই বিজ্ঞাপন টার কথা যে প্রথমে ৭ টা ডিম দেখায়, তারপর ওইখান থেকে প্রথমে ২ টা ডিম গায়েব এবং শেষে আরেকটা ডিম এর অর্ধেক গায়েব। যাই হোক আমি তাদের এই অফার টার কথা তুললাম এই কারনে যে তারা বলেছিলো রেজিস্ট্রেশন করার পরের একমাস পর্যন্ত ৪.৫০ টাকা রেট কাটবে। আদতে যা হতো তা হলো ওই ৩০০ টাকা শেষ হলেই তাদের এই সুবিধাও শেষ। এখন আপনারাই বলুন এই অফারে কার লাভ হলো আর কার লস হলো।

৩- অনেকদিন থেকেই দেখছি যে সামাজিক যোগাযোগের অনেক সাইট এবং ব্লগিং সাইটগুলোতে নেট বিল কমানোর জন্য অনেক আন্দোলন চলছে। (আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি) আমি এখান থেকেই জানতে পারি যে নেট এর Bandwidth এর দাম ৮০,০০০/= থেকে কমিয়ে ৮০০০/= করা হয়েছে। আমি যেদিন থেকে মোবাইলে নেট ব্যবহারের বিজ্ঞাপন দেখি তখন থেকেই দেখে এসেছি যে ১জিবি ডাটা ভ্যাট সহ ৩৪৫ টাকা। তাহলে এই bandwidth এর দাম কমানোর কি সুফল আমজনতা পেল?

৪- জিপি'র আমাদের কে ১জিবি ডাটা ব্যবহারের জন্য গতি দেয়ার কথা ২৫৬ kbps। যার ডাউনলোড এবং পেজ লোড হওয়ার কথা প্রতি সেকেন্ডে ৩২ কিলোবাইট করে। কিন্তু আমরা কত পাচ্ছি?

৫- বাংলাদেশের মোবাইল অপারেটর এর মধ্যে একমাত্র গ্রামীনফোনই লাভের মুখ দেখেছে। এই সুবাদে তো আমরা জিপি'র কাছেই সবচেয়ে বেশী সাশ্রয় আশা করতে পারি, তাই নয় কি? কিন্তু বিষয় টা যা দাঁড়াচ্ছে তা হলো জিপি ১ জিবি ডাটা'র জন্য নেয় ৩৪৫ টাকা ভ্যাট সহ, এয়ারটেল এবং সিটিসেল ১ জিবি ডাটার জন্য নেয় ৩১৮ টাকা ভ্যাট সহ, টেলিটক তাদের ৩জি কানেকশন এ ১জিবি ডাটার জন্য নেয় ২৩০ টাকা ভ্যাটসহ।

তো এখন সবার কাছে পরিস্কার হলো কেন আমি জিপি'র ফ্রি নেট ব্যবহারের পক্ষে?

আমি যতটুকু বুঝি তা হলো জিপি সবসময় আমাদের পকেট কেটেছে। আমরা এখন সুযোগ পাচ্ছি জিপি পকেট কেটে যা নিয়েছে তার কিছুটা উসুল করার। তাহলে কেন আমরা সুজোগ টা ছাড়বো? আপনারা ছাড়লে ছেড়ে দিন। কিন্তু আমি পারবো না।

সুতরাং এসব নানাবিধ কারনে আমি জিপি'র ফ্রি নেট ব্যবহারের পক্ষে।

আমি গ্রামীনফোনকে কিছু বলতে চাই এই টেকটিউন্স এর বদৌলতেঃ

My dear GP,

আপনাকে বলছি। জীবনে ব্যবসা তো অনেক করলেন, যাদের উপর ভিত্তি করে ব্যবসা করছেন তাদের satisfiction এর জন্য এবার কিছু করেন। কিছুদিন আগেও দেখলাম আপনাদের অফিস এর অনেক কর্মচারীকে ছাটাই করেছেন বিনা নোটিশ

 এ। তাদের পেটে লাথি মারার আগে নিজের পেটে একটা খোচা দিয়ে দেখেন কেমন লাগে। বাংলাদেশে মোবাইল অপারেটর কোম্পানী'র মাঝে একমাত্র আপনারাই তো লাভের মুখ দেখেছেন। তাহলে আপনারা কেন খালি খাই খাই করবেন? আমাদের মুসলমান ধর্মে বলা আছে ব্যবসায় আল্প লাভ করার কথা। তাতে নাকি অর্থের বরকত হয়। এই যে আপনার কাস্টোমার রা চুরি করে ফ্রি নেট ব্যবহার করছে এর জন্যেও কিন্তু দায়ী আপনারা। আপনারা যদি আপনাদের ব্যবহারকারীদের খুশী রাখতেন তাহলে তারা এভাবে নেট ব্যবহার করতোনা। একটা কথা জানেন তো যে চুরি করে এবং যে চুরি করার উৎসাহ যোগায় ২ জনই সমান অপরাধী। কিন্তু রাশিয়া তে যে চুরি করার উৎসাহ যোগায় তার শাস্তি টা অনেক বেশী হয়। Bandwidth ৮০০০০/= থেকে ৮০০০/= হয়েছে। তাহলে ওইভাবে হিসেব যদি আমরা করি তাহলে ১জিবি ডাটা আমরা কত টাকা তে পাবো একটু কষ্ট করে হিসেব করে দেখে নিয়েন। গ্রামীনফোন, আপনাকে একটা বিষয়ে সাবধান করে দিতে চাই। বলা তো যায় না কি থেকে কি হয়ে যায়। ব্লগারদের ডাকে শাহাবাগে কি হয়েছে দেখেছেন। এইসব ব্লগেই কিন্তু আপনাদের নেট এর বিল কমানোর কথা বলা হচ্ছে। এইসব তরুনরা যদি আপনাদের উপর খেপে গিয়ে আপনাদের অফিস এর সামনে গিয়ে স্লোগান দেয় " ন তে নেট বিল- কমাতে হবে, কমাতে হবে" তখন কি হবে বলেন তো? (এই কথাটুকু সব অপারেটর দের কে উৎসর্গ করে বললাম) যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি। আশা করি আমরা অতি শিঘ্রই আপনাদের বন্ধুত্বপুর্ণ মনোভাব দেখতে পাবো।

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি জানি এই পোস্ট এর পর অনেক বাজে মন্তব্য শুনতে হবে, অনেকে অনেক কিছু বুঝাবে। কিন্তু আমার সব সহ্য করতে হবে। যাই হোক সবাই ভালো থাকবেন। আজকের মত এখানেই বিদায় নিলাম।

আমি সবসময় টেকটিউন্স এ পোস্ট এর পড়ে আমার সাইটের একটা লিঙ্ক দিয়ে যাই। কিন্তু আজকে আর দিলাম না। বাংলাদেশের এন্ড্রয়েড ফোরাম এ যদি কেউ তাদের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে চান তাহলে কমেন্ট এ আওয়াজ দিয়েন। কেও যদি কোনো সাহায্যের জন্যও যেতে চান তাহলে কমেন্ট এ আওয়াজ দিয়েন আমি লিঙ্ক দিয়ে দিব।

আমার পেজ এ লাইক দিনঃ http://facebook.com/Barno24

ফেসবুক এ আমিঃ http://facebook.com/s.j.carzon

আমার ওয়েবসাইটঃ http://www.barno24.com

আমি চেস্টা করবো কিছু উপায় বের করার জন্য যাতে সব মোবাইল অপারেটর আমাদের ক্ষোভ এর ব্যাপার টা অবগত হন।

Level 0

আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

am jontar taka bachle govt er e to luv hobar katha:) gp te BD er share koto? 37 % may be….ar baki taka ke nicche? telenor …so amar je bash dicchi ta telenor ke ….POst ta jotil hoyeche:)

Level 0

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

ভাই আমিও আপনার সাথে একমত।

Onek Sundor Sundor Kotha Valoi Laglo

Level 0

জিপি, সিটিসেল, এয়ারটেল, বাংলালিঙ্ক, রবি এই সব গুলার নেট বিল- কমাতে হবে, কমাতে হবে । আমাদের দাবি মানতে হবে ।

    @sabuj4u: আমার দেখা একমাত্র রবি তেই ফেয়ার ইউজ পলিসি নাই । আনলিমিটেড আনলিমিটেডই । রবি উদয় প্রথম ৬ মাস আনলিমিটেড ইন্টারনেট ভ্যাট সহ ৫০০ টাকা, খুলনায় আমি সর্বক্ষন ডাউনলোড স্পীড 26-29 পাই । এর কম নয় ।

      Level 0

      @Aowlad Hossain: ভাই ভালো একটা কথা মনে করেছেন। জিপি তে একটা প্যাকেজ আছে রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত আনলিমিটেড। কিন্তু ৫ জিবি ব্যবহারের পর fair usage policy, এটা তারাই বলে দেয়। কিন্তু আমি যখন এই প্যাকেজ ব্যবহার করতাম প্রতিদিন ভোর ৫ টার পর আমি fup তে পরতাম। তারা কিন্তু daily কোনো লিমিট দেয় নাই। তারপরেও এই অবস্থা।

      @Aowlad Hossain: ami nije Robi use kori ,, onnoke robi use korte boli ,, robi udoy hoilo bangladesh er sera package ,,, kajer kaj sob e kora jay ,, 24 hour e 1300-1400 MB easily download kora jay ,, no fair use policy ,, 16 takay 1400 MB data use korar facility ar ke diche ? mase bill 480 tk .. ar ami GP postapaid use korchi 1 year … ekhon robi use kore , dekhlam je GP post paid er caite kono dike kom na ,,

Level New

ami o akmat tuner vaier shate.

GP রে লাথি মাইরা দেশ থাইকা বাইর কইরা দিমু।

kintu ami robi k bas d tee chai; robi aamar onek taka khaice net bill a; please findout some trick

Level 0

Vai just awesome.

Level 0

just like a awesome post!!! 🙂 thanks bro!! so much.

খুব ভাল লিখেছেন।

Level 0

ধন্যবাদ আপনার গঠনশীল লেখার জন্য। যারা এর আগে বাঁকা পথে হাটছিল এলেখা দেখার পর দেখেন তারাও সোজা হয়েছে ।

    Level 0

    @sislsm: আপনাকেও ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য

Ami o apnar motoi chinta kori and thats why free use kori…..:)
but vaai,churi to churi e:(

    Level 0

    @Sadiq Nayeem: ভাই আমি কিন্তু উপরে সব লিখেছি যাতে সবাই বুঝে যে প্রায় ১১ বছর ধরে আমরা তাদের বানানো রেট এর উপর জিম্মি। মানুষ আর কত সহ্য করবে বলেন। এটাকে আমি নিজেও চুরি বলেছি। কিন্তু এই চুরি তে কিন্তু কোনো পাপ নাই।
    আপনি এভাবে চিন্তা করেন। ১০ বছর ধরে আমরা xtra যে টাকা টা দিয়েছি, তা দিয়ে এখন নেট চালাচ্ছি।

ভাই চোরের কাছ থেইকা চুরি করলে কিছু হয় না অইটা হালাল।

Level 0

আমি শুনেছি ৫১২কেবিপিএস(বিট) স্পিডের বিটিসিএল কানেকশন আনলিমিটেড । সে তুলনায় হারামির ফোন (থুক্কু,আপনাদের কাছেই শুনেছি ) তো ফাউল ! একবার বিলাই হইছে , এবার হারামির ফোন ।

Level 0

আমিও একমত। যদি ফ্রিকল করা যেত তাহলে অনেক ভাল হতো। দেখেনতে এইটার কোন ব্যবস্তা করা যায় কিনা।

Level 2

মুখে সবাই বলে কিন্তু শক্ত করে এই কোম্পানি গুলকে আমরা কেউ বাধ্য করসিনা আমাদের দাবি মানার জন্য । আসুন আজ হতে আমরা সবাই একত্র হই আমাদের দাবি গুলো আমরা আগে সরকারকে জানাই ও এই কোম্পানি গুলকে দেখাই বাংলার মানুষ কারো শোষণ মানবেনা । ও আরেকটা কথা আপ্নারা যারা অভিজ্ঞগ তারা প্রমাণ সহকারে সরকারকে জানাতে হবে । আমরা শোষিত হতে হতে আমদের প্রতিবাদের ক্ষমতা হারিয়ে ফেলছি ।

Level 2

জিপি, সিটিসেল, এয়ারটেল, বাংলালিঙ্ক, রবি এই সব গুলার নেট বিল এমনিতেই কমাবে যদি গ্রামীণ কে বশে আনা হয় !!!!!!!!!!!!!!!!!!!

Level 0

আমরা কি শাহবাগের মত আন্দোলন এখন থেকেই শুরু করতে পারি না…. অনেকদিন তো দেখা হলো এবং অনেক লেখালেখিও তো হলো কোন কাজ হলো না.. সরকারও দেখলো না অপারেটরও দেখলো না…

Level 0

akmot..

Level 0

gp re bamboo dia comment korlam 😉

Level New

ভাইরা আপনারা অনেকে এখন থেকে চিন্তা শুরু করেছেন যে, গ্রামীনফোন যদি ফ্রী ব্যাবহারের ট্রিক্সগুলো বন্ধ করে দেয়? কোন সমস্যা নেই এক-দুইটা ট্রিক্স বন্ধ হলে কি হবে। এমন এমন টিক্স আছে যা দ্বারা গ্রামিনের সফটওয়ার দ্বারা কানেক্ট না দেওয়া ছাড়াও ফ্রী ইন্টারনেট ব্যাবহার করা যায়। আপনারা কেউ হতাস হবেন না।

    @Habibrubel: BRO plz shair with me [email protected]
    pd আর কাজ করে না । অনেক বেশি ইউজার হয়ে গেছে । প্লজ ভাই অন্য কোন পদ্দতি থাকনে দেন প্লজ ।

    Level 0

    @Habibrubel: ভাইজান, বাঙ্গালী একটা জিনিস খুব ভাল জানে আর তাহলো চুরি বিদ্যা। আমরা যে সময় টুকু এই বিদ্যা অর্জনে কাটাই তা যদি, ভাল কাজে লাগাই তবে আমরা অনেক ভাল কিছু করতে পারতাম।

Level 0

সব ঠিক ই আছে যতদিন নেট এর বিল কমাবেনা তত দিন এভাবে চলতে থাকবে। সবার সাথে আমি ও এক মত…….

darun hoeche post ta… <3

Level 0

যতদূর জানি, বিটিআরসি এখন ইন্টারনেট বিলের উপর ভ্যাট বন্ধ করেছে, তারপরও আমাদের ভ্যাট দিতে হয়!
সিম ওয়ালা কোম্পানী এবং ওয়াইম্যাক্স ওয়ালা সবই রক্ত চোষা!

Level New

GP ke bash jokhon diyeci aro dibo tao free net use kora theke picu hotbonaa inshaallah.

Level New

haa haa sottoi jotil

ঠিক

Level 0

আপনার কথা ঠিক, ১০০% ঠিক। কিন্তু তাই বলে আমরা তো আর তাদের মত অন্যায়কারী হতে পারিনা। যদি গ্রামীন ফোন এই ধরনের ফ্রী ব্যবহারে আপত্তি না জানায় তবেই কেবল আমরা সেটা করতে পারি, অন্যথায় না। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কেউ এই ধরনের অন্যায় কাজ করবেন না।

    @rblrana:ভাই আমরা তো আমাদের পয়সা উসুল করছি,এটা কিভাবে অন্যায় হয় বলুন?আর আপনি ব্যাপারটা এত সহজ ভাবেন কেন যে এদের বললেই শুনবে?এরা ব্যবসা করতে এসেছে,আপনার আর্তিতে তাদের কি যায় আসে?
    আর তাছাড়া আমরা কেবল এই চোরদের ব্যবসায় ধস(!) নামানোর জন্য এসব করছি।আপনার ইচ্ছে হলে করবেন,না হলে করবেন না,আমাদের বাধা দেবার আপনি কে? 😐

ভ্যাট সহই গ্রামীণ ফোনের ১জিবি ইন্টারনেটের দাম হবার কথা ১১২টাকা।আর ভ্যাট ছাড়া ৯৬টাকা।এবার আপনিই বলেন ওদের আসলে কি করা উচিত? :/

Mobile free net er tricks chai. Amar mobile nokia 6120c symbian s60v3. Please

টিউনার ভাইয়ের সাথে আমিও একমত।

awesome.jalia jan vai!!!!!!!!!!!

গ্রামীনফোন যদি এতই খারাপ হয় তাহলে ইউজ করেছিলেন কেন??? গ্রামীন ফোন যদি অন্যায় করেও থাকে আর এর বিপরীতে যদি আপনিও অন্যায্য কাজ করেন তাহলে আপনি আর ভাল রইলেন কই??? আমি জিপির কোন হিতাকাঙ্খি নই, মডেম ছাড়া নিজের জন্য কখনও জিপির সিম ব্যাবহার করিনি।আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কেউ এই ধরনের অন্যায় কাজ করবেন না,কারন এটি ফ্রী নেট ব্যাবহার নয়, এটি হচ্ছে কারও অমতে অনধিকার প্রবেশ।

    @Ahmed Mohammad Rasel:ভাই আপনি তাহলে এসব কম্পানির দেয়া বাঁশ খেতে থাকেন।আপনাদের মত সুশীল সমাজের মানুষদের আর কিছু বলার নেই।
    আর আমরা যা করছি তা অন্যায়!
    আমরা তো আমাদের পয়সা উসুল করছি,এটা কিভাবে অন্যায় হয় বলুন?আমার প্রথম কমেন্টটা একটু দেখুন তারপর কথা বলুন।
    আর আপনার ইচ্ছে হলে এসব করবেন,না হলে করবেন না,আমাদের বাধা দেবার আপনি কে?যত্তোসব ভেজাল এসেছে কোথাথেকে :/

    Level 0

    @Ahmed Mohammad Rasel: বাঁশ খেতে থাকেন।……………………………………..

Level 0

10000000….% akmot vai and post ta chorom hoise

Level 0

ভাই আমি আপনার সাথে একমত

Level 0

ah khub moja pailam harimir phonk asto bambo jhar dia ditae hobae

Level 0

আমি আপনার সাথে ১ মত…।

onek onek donnobad post tar jonno

Level 0

আমি টেকটিউনের অন্ধভক্ত। তবে একান্ত বাধ্য না হলে বা নিরব থাকা অসম্ভব না হলে আমি সাধারনত লগইন করি না। ফ্রী নেট ইউজের বিপক্ষে অনেককে অনেক সময় কথা বলতে দেখেছি। যারা আজ এই পোস্টে ফ্রী নেট ইউজের বিপক্ষে বলেছেন বা বলার ইচ্ছা পোশন করছেন- তাদেরকে বলছি “শ্রেফ অফ যান, বাড়তি আর একটা কথাও এই পোস্টে শুনতে চাই না। উপদেশ বহুত দিয়েছেন, দয়া করে এখানে আর কোন উপদেশ দিতে আসবেন না। খুব বেশি ইচ্ছা থাকলে কষ্ট করে ফ্রী নেট ইউজের বিপক্ষে আর একটা পোস্ট দিন।” এই পোস্টে সহজ সরল ভাষায় ফ্রী নেট ইউজের পক্ষে যে বক্তব্য দেয়া হয়েছে, আমার ধারনা সেটা ৯০% ব্যাবহারকারীর মনের কথা। নেট কস্ট কমানোর যে কোন পদক্ষেপে আমার অকুণ্ঠ সমর্থন থাকবে। পুনশ্চঃ মিসকল কর্মসূচীতে খুব অনুপ্রাণীত হয়েছিলাম, কিন্তু পরবর্তিতে আর কোন কর্মসূচী না আসায় কিছুটা হতাশ। তারপরও আশা- তরুণ বন্ধুরা অবশ্যই বেনিয়াদের বাধ্য করতে পারবে।

Level 0

Ami ai poster sate 100% akmot poson korci. akdin ai harami phone amak agam kono sms nadia amar account theke 300tk kete ney. (moloto ami p6 use kortesi jei matro ama MB ses hoy gelo r amar a/c a thaka 300 tk katte thaklo ami kisu bujte parlam na. many amar p6 er mb ses hoa matro auto p1active hoy gelo r sate sate amak basta die dilo.)

    Level 0

    @net_pagla: আরেকটা ভালো কথা মনে করায়ে দিলেন। এটা হলো গ্রামীন এর আরেকটা ধান্দা। কোন মোবাইল অপারেটরদের এইভাবে টাকা কাটার নিয়ম নাই। কারন যারা মোবাইল দিয়ে নেট চালায় তারা এক মাস চালানোর পর হয়তো আর নাও চালাতে পারে।
    আপনাকে ধন্যবাদ

ব্রু মনের কথা গুলু তুলে ধরেছেন অনেক অনেক ধন্যবাদ, চালিয়ে যান সাথেই আছি । আপনার অমতে এটি আমার এফ বি তে শেয়ার করলাম ।

    Level 0

    @হানিফ মাহমুদ: আপনারা শেয়ার না করলে অন্যরা জানবে কি ভাবে? আপনাকে ধন্যবাদ

Level 0

এই মাত্র আমি একটা পোস্ট দিলাম যে আমরা কিছু একটা করতে চাই নেট বিল কমানোর জন্য।
কাইফ হাসান নামের এক টিউনার ভাই লিখলেন যে আমি নাকি ব্যবসা করছি। কষ্ট লাগলো খুব। যাই হোক ভালো থাকবেন সবাই। আমি খুবই আশাহত হলাম।

Level 0

my opinion is gp is bad in fact very bad but if one is bad why i will be bad too?that is not good.

    @rakibboss:বাঁশ খেতেই থাকুন-হারামির ফোন

gp ইচ্ছে করলে ফ্রী নেট বন্ধ করে দিতে পারে। কিন্তু আমি বুঝতেছিনে এরা এটা চালু রাকছে কেন।
এর পিছনে কারন টা কি। এরা কি Server configaration এ সমস্যায় পরেছে নাকি ফাদে ফেলানোর জন্য এ কাজটা করতেছে, টিক বুঝতেছিনা।
এরা ইচ্ছে করলে Server কে Protected Mode ও Open Port বন্ধ করে রাখতে পারে।
কি কারনে এটা চালু রাখছে , সন্দেহ থেকেই যায়।

Level 0

Carzon@ভাই আমি আপনার সাথে একমত । ahmed-mohammad-rasel@ +++rblrana @ ই বাঁশ খেতে থাকেন।জিপি, সিটিসেল, এয়ারটেল, বাংলালিঙ্ক, রবি এই সব গুলা RAZAKAR……

Level New

আমি চাই সকল মোবাইল কম্পানি কে ফ্রী ১০০% নেট এর বাঁশ দিলে ওদের লেজ ঠিক হবে, আমাদের কথা চিন্তা করবে ,আপনাকে অনেক ধন্যবাদ।

ভাই আমাদের আর একটুও কালক্ষেপন না করে এদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অহিংস আন্দোলন করা উচিত।একই সাথে লাগাতারভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার ও মিসকল প্রতিবাদ চালানো দরকার আর এদের বিজ্ঞাপনের পোষ্টার গুলো উপরে ফেলা ও এদের মালিকদের কুশপুত্তলিকা দাহ কর্মসুচিও চালান দরকার।
প্লিজ,আর আলসেমি নয়,এবার গর্জে ওঠ বাঙ্গালী,দেশ,জাতি ও মানুষের রক্ষায় অহিংস অবদান রাখো।-এক ভুক্তভুগির আর্তনাত ও আহাজারী।

দয়া করে আমার উপরের কমেন্টটা ও এই টিউনটা গণশেয়ার চালান হোক।

এত দিন হারামিনফোন বাঁশ দিয়েছে এবার আমাদের পালা
জোর সে বল,
দাও বাঁশ ।
আরো জোরে,
অঝোরা বাঁশ ।
হচ্ছে না রে ভাই,
দাও ডাবল বাঁশ ।

Level 0

খুব ভাল লিখছেন।

http://rechargebd8.blogspot.com/

sherokom baaash hoise boss!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

সহমত পোষন করছি… আমিও এই Comment টি করলাম জিপির ফ্রী নেট ব্যবাহার করে।

Level 0

1GB= 30tk kora ucit

R8

Unlimited internet ১০০ টাকায় করা উচিত। তাহলে সঠিক হবে।

ভাই আপনার পোষ্টের হেড লাইন দেখে আমি খেপে গিয়েছিলাম, কিন্তু এখন আপনার বিস্তারীত পড়ে দেখলাম, আমি যেদের বসে সব কিছু করছে, কিন্তু আমি যার জন্য পোষ্টটি পড়লাম, “কেন গ্রামীনফোনের ফ্রি নেট ব্যবহার করা আমাদের জন্য হালাল “ এই হেড লাইনটি আপনি ভুল করেছেন, আপনি যেদে করেন আর যাতেই করে কিন্তু হালাল শব্দটি কিন্তু ইসলাম থেকে আসা আর এই শব্দটি এখানে ব্যবহার করা উচিৎ হয়নি আপনার, কারন সে যা ই করুক তার হিসাব সে দিবে, আর আপনি যা করবেন তার হিসাব একমাত্র আপনিই দিবেন। তাই ইসলামের ব্যপারে পরিপূর্ন না যেনে শব্দগুলো ব্যবহার না করার অনুরোধ রইল।

fvB Avcwb wVK e‡j‡Qb , Zviv Avgv‡`i †K A‡bK evuk w`‡q‡Q GLb Avgv‡`i mgq evuk
†`Iqvi , , , , , ,

ভাই আপনি ঠিক বলেছেন , তারা আমাদের কে অনেক বাঁশ দিয়েছে এখন আমাদের সময় বাঁশ দেওয়ার , , , , , ,

Level 0

valo. I am with you.

Level 3

akmot

বড় ভাই,
আপনার কথা গুলা অবশ্যই ঠিক। Grameenphone আসলেই আমাদের কাছে অতিরিক্ত দামে ডেটা প্যাকেজ বিক্রি করে।

আপনার কথাই যদি ঠিক ধরি যে তারা আমাদের কাছ থেকে টাকা চুরি করছে তবুও আমাদের ফ্রি নেট ব্যবহার করা জায়েজ হবে না, কারন ফ্রি ইন্টারনেট ব্যবহার করা চুরি করার শামিল, আর চুরি তো হারাম তা আপনে যে কারনেই GP এর ইন্টারনেট কেনার বদলে চুরি করেন না কেনো,,, যেটা হারাম সেটা হারামই।

তবে ডেটা প্যাকেজ বেশি দামে বিক্রি করার অধিকার Grameenphone এর আছে!! ওটা কখনোই চুরির মধ্যে পরে নাহ…। তাদের উচিত ছিল ডাটা প্যাকেজ গুলো ‘কম দামে’/’ন্যায্য দামে’ বিক্রি করা।

সবাইকে বলবো ফ্রি ইন্টারনেট ব্যবহার করে নিজের হাত নষ্ট করবেন নাহ।।।

হাশরের ময়দানে আমাদের কারো প্রতি মহান আল্লাহ অবিচার কারবেন নাহ….ঐ তথাকথিত চোর GP এর সাথেও নাহ…..যদি এমন হয়ে যায় যে এই উত্তেজনার বসে ব্যবহার করা ফ্রি নেট আমাদের জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাড়াছে!!!তখন কি হবে!! আপসোস তো তখন হবে যখন বিনা চেষ্টায় ব্যার্থ হব!

আমরা যারা এখানে কমেন্ট করতেছি তারা কেউই কিন্তু ‘মুফতি’ নই যে হালাল হারামের সমাধান দেব,,, যিনি পোস্টটি করেছেন তিনিও মনে হয় না ‘ইফতা’ পড়েছেন বা পড়ছেন। আমি নিজেও পড়ি নাহ।

এই যে আমারা বলেছি GP আমাদের টাকা চুরি করছে তা আমরা উশুল করছি ফ্রি ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে!!!! এখানেই তো হারাম!!!!

চুরি যদি GP করেও(যদিও তাদের অতিরিক্ত দামে ডেটা প্যাকেজ বিক্রি করা চুরির মধ্যে পরে নাহ..) থাকে তাহলে তারা যা চুরি করেছে তা কিন্তু শুধু আপনার আমার ব্যাক্তিগত সম্পদ নয়..বরং অনির্দিষ্টভাবে আপনার আমার মতো অনেক সাধারন ইউজারদের…. আপনে কিভাবে নিশ্চিত হবেন যে আপনি আপনার চুরি হওয়া অংশ থেকেই অপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন!!এমনও তো হতে পারে যে আপনি এখন যে ফ্রি ইন্টারনেট ব্যবহার করছেন তা অন্যকোনো ইউজারের যিনি কোনোদিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন নাহ… যার কাছে থেকে GP এক সময় চুরি করেছিল !! এখান থেকে বোঝা যাচ্ছে যে, এই GP কারবারের ঘটনার ক্ষেত্রে আমাদের ‘চুরির বদলে চুরি’ কনসেপ্টটাতেই গলদ আছে।।।।

আমি কিন্তু কোনো হাদিস বা কুরআনের বানী নিয়ে আসিনি আপনাদের সামনে।।। কারন আমার বিশ্বাস এ সম্পর্কে আমার চেয়ে আপনারাই বেশি ভালো জানেন ।।।

তাই, সবাইকে বলবো—-
চলুন সবাই নিজে হারাম থেকে বেচে থাকি অপরকেও হারাম থেকে বাচিয়ে রাখি,,,,

আর এই পৃথিবী তো আমাদের কারো জন্য চিরস্থায়ী শান্তির জায়গা নয়।।বরং এখানে শুখ দুঃখ দুটিই আছে।।

আমাদের চিরস্থায়ী বা অনন্তকালের শান্তির জন্য তো আল্লাহ জন্নাত তৈরি করে রেখেছেনই!!!! এখন শুধু নেক আমলের মাধ্যমে সেখানে পৌছানোর অপেক্ষা।।।।

এই পৃথিবীতে মার খাইলে, ইক্টু মনের ইচ্ছা মতো না চললে তেমন কিছুই হবে নাহ।।

হুজুগের বসে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে কি লাভ।।।।

চোর যদি চুরি করেই থাকে তাইলে কি আমিও চোর হবো!!! কুকুরের কাজ কামরানো তো কামুর মারবেই তাই বলে আমি আপনিও কি কুকুরকে কামরাবো!!!!

তবে হ্যাঁ,, আমি আপনে চাইলেই কুকুরকে কামরাতে, চোর হতে পারবো!!!!

কিন্তু, আমরা যদি এই সামান্য কাজ করা থেকে যদি বিরত থাকতে পারি তাহলে আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত যেখানে রয়েছে এমনসব নেয়ামত / রহমত,,,,, যা কোনো চোখ কোনো দিন দেখে নি, কোনো কান কোনো দিন শোনে নি, কোনো হৃদয় কোনো দিন কল্পনা করে নি!!!!

যদি GP এর অফার ভালো না লাগে, GP এর Skitto সিমের অফার গুলোও ভালো না লাগে তাইলে GP ব্যবহার করা ছেড়ে দেন তবুও হারাম কাজ করবেন নাহ।।।।

চলুন, আমরা এখন থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করি নিজে হারাম কাজ করবো না অপরকেও হারাম কাজে জরাবো নাহ।।।।

আর একটা কথা কোনো হারাম হালালের বিষয়ে নিজের আবেগের উপর ভর করে সিদ্ধান্ত নিবেন নাহ.. কারন একবার ভেবে দেখুন আমার আপনার মন শুধু খরাপ কাজেই বেশি শান্তি পায়।…… যদি হারাম হালালের সিদ্ধান্ত নিতেই হয় তাহলে কোনো ‘দারুল ইফতা’এ গিয়ে বা কোনো মুফতির কাছে গিয়ে হালাল হারামের সমাধান নিবেন।