লিনাক্স সমন্ধে জানেনা এমন লোক অন্তত আমরা যারা আইটি সেক্টরে কাজ করছি তাদের মধ্যে এটা একটা অসাভাবিক ব্যপার। উইন্ডোজ এর পাশাপাশি লিনাক্স একটি ব্যপক সমাদুত অপারেটিং সিস্টেম যা ওপেন সোর্স হিসেবে পরিচিত। লিনাক্স এর অনেকগুলো ভার্সন এর মধ্যে উবুন্টু একটি অন্যতম্ যার গ্রাফিকেল ভিউ খুবই চমৎকার । আপনারা কি জানেন আপনি চাইলেই এই উবুন্টু সিডিটি বিনামুল্যে পেতে পারেন। অনেকে বলতে পারেন কিভাবে? নেটে একিট মাত্র ফরম ফিলাপ করে চলে আসবে নেদারল্যন্ড থেকে ইনটেক করা সিডি । এর জন্য আপনাকে এই লিংকে যেতে হবে। এবং সেখানে একটা একাউন্ট তৈরি করতে হবে। Create a New Account এ ক্লিক করেত হবে।
নতুন একটি উইন্ডো আসবে সেখনে Not Regestered Yet ? এর নিচে ইমেইল বক্সে আপনার ইমেইল এড্রেস টাইপ করুন এবং রেজিষ্টার এ ক্রিক করুন ।
এবার আপনাকে একটা মেসেজ দিবে আপনাকে আপনার মেইল চেক করতে বলবে,
এবার মেইলে গিয়ে সেখানে আপনাকে একটি উবুন্টু লিংক দিবে। এবার আপনি সেখানে ডিসপ্লে নেমে আপনার নাম, এবং পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড টাইপ করে কন্টিনিউতে ক্লিক করবেন।
এবার আপনাকে দুটি সিডির নাম দেখাবে। সেখান থেক আপনি Request for a Destop Verson এ ক্লিক করবেন। আপনি সেখানে ক্লিক করে একটি ফরম পাবেন। সেখানে আপনি আপনার পুর্ন ঠিকানা অর্থাত যে ঠিকানায় আপনার সিডি আসবে সেই ঠিকানা টাইপ করবেন। সবিকছু ঠিক থাকলে এবার আপনি সাবমিট করেন । আশা করি ছয় থেকে আট শপ্তাহের মধ্যেই আপনি আপনার সিডি বারিতে পেয়ে যাবেন।
ধন্যবাদ
মোহাম্মদ তানভীর আলম
কম্পিউটার আই লিঃ
নারায়নগঞ্জ
আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It's Only the word Change what we need
হা আপনি পারবেন। ইনসটলল করার পুরবে ফরমাট ওথবা পারটিসোন সেট করে নিতে পারবেন। সিডি লাইভ চালু করার পর ডেসকটোপ এ system -> administraror গেলে পারটিসন দেখতে পাবেন। খুব ই সোজা। আর ন ট ই ফ স রেখে ও করা জাই। আপনি উবুনটু তে ও ওননও ফরমেট র ডাটা দেখতে পারবেন।
বাবু ভাই আপনার সমস্যা টা নতুন নয়। উবুন্টুতে উইন্ডোজ এর অনেক ফিচার কাজ করেনা । প্রথমটির সমাধান আপনি পেয়েছেন রাজিব ভাইয়ের কাছ থেকে, আর উবুন্টু থেকে আপনি MP3, MPEG যেসব উইন্ডোজে চলে সেগুলো চালাতে পারবেননা। উবুন্টু কেবল মাত্র Wav ফরমেটটি সাপোর্ট করে। এর জন্য আপনাকে যেসব গান উবুন্টুতে প্লে করতে চান সেগুলো এমপি থ্রী থেকে কনভার্ট করে WAV ফরমেট করতে হবে। আর আপনি যদি পারমানেন্ট উবুন্টু ইউজার হন তাহলে আপনাকে Ubuntu VLC Media Player Software টি ডাউনলোড করে নিতে হবে।
http://www.ubuntugeek.com/install-vlc-media-player-in-ubuntu.html
আশা করি আপনার সব ধরনের ফরমেটের গান চলবে।
ধন্যবাদ
তানভীর ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ। VLC Media Player নিয়ে চিন্তিত ছিলাম যে, আদউ এটা কাজ করবে কি না। আপনি সেই চিন্তা দূর করলেন। আশা করিছ উবুন্টু ধিরে ধিরে পূর্ণাঙ্গ রুপে আমাদের মাঝে আসবে। কোন ফিচারই অপূর্ন থাকবে না। তখন কষ্টের টাকা খরচ করে OS কিনতে হবে না।
আমি উইন্ডোজ ভিস্তা হোম এডিশন ব্যবহার করি। এখন এর পাশাপাশি উবন্টু ব্যবহার করতে চাই। বিভিন্ন হার্ডওয়্যারের যে ড্রাইভার উইন্ডোজে ব্যবহার করেছি তা উবন্টুতে কাজ করবে? একই ড্রাইভে (যেখানে উইন্ডোজ আছে) উবন্টু ইনষ্টল করা যাবে?
আমি কিছুদিন আগে ২টি ভার্সনই সংগ্রহ করেছি। সমস্যা হলো- আমার হার্ড-ড্রাইভে পাটির্শন গুলি কনভার্ট করা ছারা ইনস্টল করতে পারছি না। এটা কি কোন ভাবে সম্ভব যে আমি শুধু আমার ‘সি’ ড্রাইভ কনভার্ট করে অন্য ড্রাইভ এন.টি.এফ.এস ফরমেট এ রেখেই উবুন্টু ইনস্টল করব? এতে করে কি অন্য ড্রাইভ গুলো একসেস করতে পারব? এছারা সিডি থেকে রান করলে মিডিয়া ফাইল গুলো প্লে করতে পারছি না। এর জন্য কি আমাকে কোন প্লেয়ার ব্যবহার করতে হবে? লিন্যাক্স এর জন্য সফ্টঅয়ার এর কোন লিঙ্ক দিতে পারেন?