ওয়েবসাইট বিক্রির ব্যবসা বেশ লাভজনক।আবার অনেকে টাকার অভাবেও সাইট বিক্রি করেন।তো ওয়েবসাইট বিক্রি সাধারণত কোন ফোরামে লিখে বায়ারদের জানান যে আমি ওয়েবসাইট বিক্রি করব।তখন বায়াররা তা কিনে নেন।কিন্তু তাতে কম লোক জানে যে একটা ওয়েবসাইট বিক্রিহবে।ফলে আপনি দাম কম পেতে পারেন।সেজন্যই বিভিন্ন সাইট তৈরি হয়েছে যাদের মাধ্যমে আপনি ন্যাজ্যমুল্যে আপনার ওয়েবসাইট বিক্রি করতে পারবেন।
এখানে আপনি যখন কোন ওয়েবসাইট বিক্রি করার ণোটিশ দিবেন তখন বায়াররা তার উপর বিড করবে।সবচেয়ে বেশি দাম যে বলবে তার কাছেই আপনি বিক্রি করতে পারবেন।ফলে দাম অনেক বেশি উঠে।
flippa.com (এই সাইটির সুবিধা সবচেয়ে বেশি।তাই এদের কে লিস্টিং ফী হিসেবে প্রথমে ১৯ডলার এবং প্রতি সাইট বিক্রির জন্য ৫% ট্যাক্স দিতে হয়।)
আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।
ধন্য (বাদ নয়)
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂 🙂