কয়েকটি উইন্ডোজ অ্যাপ্লিকেশান এর গোপন তথ্য (প্রথম পর্ব)

আজকের ইন্টারনেট দুনিয়ায় আপনি ব্রাউযার ,মেসেঞ্জার , মেইল ক্লাইন্ট অনেক কিছুই ব্যবহার করে থাকেন।  এর মদ্ধে বেশির ভাগ অ্যাপ্লিকেশান proprietary methods ব্যবহার করে আপনার তথ্য এর নিরাপত্তা দায়। কিন্তু বেসিরভাগ অ্যাপ্লিকেশান খুব সাধারন ভাবে আপনার তথ্য সংরক্ষন করে। আপনার পিসি থেকে যে কোন অভিজ্ঞ  লোক  সেসব তথ্য হাতিয়ে নিতে পারে।

তাই আজকে এই ব্লগ এর মাদ্ধমে আমি সেই জায়গাগুলোতে আলোকপাত করব আর অ্যাপ্লিকেশান গুলো কোথায়  কিভাবে সেগুল রাখে এবং তাদের secret storage location , encryption mechanism সম্পর্কে আলোচনা করব।
Password Secrets of Windows Applications
Firefox
ফায়ারফক্স এর ৩.৫ বা এর আগের ভারসন গুলো এর ভেতরে প্রোফাইল ডিরেক্টরি তে 'signons.txt' নামে এর ভেতর সেভ করা সকল পাসওয়ার্ড যমা রাখে। 3.5  এর পরের থেকে ফায়ারফক্স Sqlite database  এ  'signons.sqlite'. নামের ফাইলে সেগুল যমা রাখা শুরু করে। ফায়ার ফক্স পাসওয়ার্ড এর  লোকেশন আপনি পাবেন এখানে।
[Windows XP]
C:\Documents and Settings\<user_name>\Application Data\Mozilla\Firefox\Profiles\<random_name>.default

[Windows Vista & Windows 7]
C:\Users\<user_name>\AppData\Roaming\Mozilla\Firefox\Profiles\<random_name>.default
আপনার পাসওয়ার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি সেটা এখান থেকে পেতে পারেন এই টুল এর সাহায্যে।

http://securityxploded.com/download.php#firepassword
ফায়ারফক্স এর আরেকটি অপশন আছে মাস্টার পাসওয়ার্ড নামে আপনি tools>options>security থেকে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে নিরাপত্তা বাড়া তে পারেন।

Opera
অপেরা সাধারনত 'Magic Wand File' নামে  'Wand.dat' এ সব ধরনের তথ্য যমা রাখে।  কিন্তু বিভিন্ন ভারসন এর জন্য এর পথ টা ভিন্ন। নিচে এটি দেয়া হল।
For Opera Version 10 and above
[Windows NT/2K/2k3/XP]
C:\Documents and Settings\<username>\Application Data\Opera\Opera\wand.dat

[Windows Vista/Windows 7]
C:\users\<username>\AppData\Roaming\Opera\Opera\wand.dat

For Opera Version less than 10
[Windows NT/2K/2k3/XP]
C:\Documents and Settings\<username>\Application Data\Opera\Opera\profile\wand.dat

[Windows Vista/Windows 7]
C:\users\<username>\AppData\Roaming\Opera\Opera\profile\wand.dat
আপনার অপেরার পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি এই টুল এর সাহায্যে সেটি রিকভার করতে পারেন।
http://www.softpedia.com/get/Security/Decrypting-Decoding/OperaPasswordDecryptor.shtml

Google Chrome
গুগল ক্রম সাধারনত sqlite database  এ  'Web Data' নামের ফাইল এ তথ্য যমা রাখে। এটিও প্রোফাইল directory তে পাবেন ।
নতুন ভারসন গুল 'Login Data' নামের ফাইল এ সকল তথ্য জমা রাখে।
নিচে এর পথ দেখান হলঃ
[Windows XP]
C:\Documents and Settings\<user_name>\Local Settings\Application Data\Google\Chrome\User Data\Default

[Windows Vista & Windows 7]
C:\Users\<user_name>\Appdata\Local\Google\Chrome\User Data\Default

আপনার হারান তথ্য গুলো আপনি এই টুল এর সাহায্যে রিকভার করতে পারবেন।
http://www.chromeplugins.org/google/chrome-tools/chromepassworddecryptor-google-chrome-password-recovery-tool-7953.html

উপরে বর্ণিত সকল টুল এর মাদ্ধমে আপনার মুছে যাওয়া  তথ্য। পাসওয়ার্ড, ইউযারনেম সবকিছু ফিরে পাবেন।
তাহলে  আজকের পর্ব  এই পর্যন্ত।
আমিঃhttps://www.facebook.com/techfreak.unknown
এরকম অনেক কিছুঃ http://www.facebook.com/CY133R
আবার ফিরে আসব।সে পর্যন্ত.........
আল্লাহ হাফেয।

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস