আমি বিগত ২০০৯ থেকে টেকটিউনস এর একজন ্নিয়মিত পাঠক।যদিও আমি নিয়মিত ভাবে টেকটিউনস এ আসি কিন্তু কোনো পোস্ট করা হয় না। আজ আমি অন্য রকম একটি আর্জি নিয়ে আপনাদের সামনে এসেছি ,আপনারা আমাকে অবশ্যই সহযোগীতা করবেন।আমরা যারা অনলাইন এ বিভিন্ন ব্লগ কিংবা ফোরামে লেখালেখি কিংবা ঘোরাঘুরি করি,মোদ্দাকথায় ইন্টারনেট ব্যবহার করি,আমাদের যেই সকল সমস্যা গুলোর আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি তার মধ্যে অন্যতম হল স্পীড অনুযায়ী দাম এবং বিশেষ করে ফেয়ার ইউজেস পলিসি।আজ আমি আমার অভিজ্ঞতার কথা বলছি
আমাদের সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের কি কোনো মূল্য নেই???
বড় আশা করে নিয়েছিলাম সরকারী প্রতিষ্ঠান টেলিটক হইতে একখান থ্রী-জি মডেম প্লাস সিম এর প্যাকেজ।ভেবেছিলাম অন্যান্য জালিম অপারেটর দের মত টেলিটক আমাদেরকে ঠকাবে না।
ভেবেছিলাম অন্যান্য অপারেটরদের মত সরকারী প্রতিষ্ঠান টেলিটকের কোনো ফাপ(FUP) থাকবেনা।
কিন্তু আমি ছিলাম ভূল।টেলিটক অন্যান্য জালিম অপারেটর এর মত আমাদের উপর ফাপ(FUP) বসাইছে,যেটা আমি মেনে নিতে পারছি না।আমি আশা করব আমার মত হাজার হাজার গ্রাহক এটা মেনে নিতে পারছেন না।
এই ফাপ(FUP) এর নামে ৪০ জিবি(40GB) ডাটার লিমিটেশন মানি না মানব না।আনলিমিটেড মানে পুরা আনলিমিটেড হতে হবে।এটাই আমাদের এক দাবী,না হলে আমরা টেলিটক বয়কট করব।
টেলিটক,গ্রামীন ফোন,বাংলালিঙ্ক,রবি,সিটিসেল,বাংলালায়ন,কিউবি,ওল্লো সহ সকল ইন্টারনেট সেবা দান কারী প্রতিষ্ঠানের নিকট আমাদের এক দাবীঃ-
*** ১ জিবি ডাটা ১০০৳ করতে হবে এবং সর্বনিম্ন স্পীড ২৫৬ কেবিপিএস করতে হবে এবং আনলিমিটেড মানে আনলিমিটেড হতে হবে কোনো ফাপ(FUP) চলবে না।
প্রিয় টেকটিউনস এর সম্মানীত টিউনার ভাই,বোন ও বন্ধুগণ আসুন আমরা এক হয়ে এদের মোকাবেলা করি।এত বড় কমিউনিটির সকল সদস্য যদি এক হয়ে প্রতিবাদ করতে পারি তাহলে আরা আমাদের দাবী আদায়ে সক্ষম হব ইনশাআল্লাহ।সকলে ভাল থাকুন আর শেয়ার করে জনমত গড়ে তুলুন ধন্যবাদ।
আমি রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সহমত