এই মাসে বাসা বদল করলাম।চিন্তা করলাম এবার ওয়াইফাই করে নেট ব্যাবহার করব।বাজারে শুনলাম বিভিন্ন কোম্পানির ব্রডব্যান্ড-টু -ওয়াইফাই রাওটার পাওয়া যায়।মাল্টিপ্লান থেকে টিপি লিঙ্ক এর ৫৪ এমবি স্পীড এর একটা রাওটার কিনলাম।দাম পরল ১৪৫০ টাকা।বাসায় এসে দীর্ঘ ৬ ঘণ্টা নষ্ট করে কনফিগার করলাম।বলতে ভুলে গেছি,কানেকশান নিলাম ৩২০ কেবি।কনফিগার করার পরতো মজাই মজা। মোট ২ টা ল্যাপটপ, একটা ডেস্কটপ,৪ টা ওয়াইফাই এনাবল মোবাইল একসাথে ব্যাবহার করলাম। স্পীড খুবই ভাল।ব্রাউস করতে কারো কোন প্রবলেম হয়নাই।
আসল কথা হল আমি স্কাইপ ব্যাবহার করে কথা বললাম কোন ধরনের ঝামেলা ছাড়াই!!!
আমার সবচেয়ে বেশী উপকারটা হল আগে আমি একাই নেট ব্যাবহার করতাম।মাসে খরচ পড়ত ১০০০ তাকা।এখন সবাই মিলে টাকা শেয়ার করায় মাসে খরচ যাবে মাত্র ২০০ টাকা।
ওয়াইফাই করতে আপনার যা লাগবেঃ
১। ব্রডব্যান্ড কানেকশান।(৬ জন ব্যাবহার করলে ৩২০ কেবি যথেষ্ট)
২। ওয়াইফাই রাওটার।(বিভিন্ন দাম এবং রেঞ্জে পাওয়া যায়)
৩। কনফিগারেশান।(ইউজার ম্যানুয়াল দেখেই করা যায়।অথবা আপনার কানেকশান যে দিবে সেই করে দিবে )
আমার ৫৪ এমবি রাওটারে ৩ রুম খুব ভালভাবে কাভার করে।তবে খুব ভাল হয় যদি এন্টেনা সহ রাওটার কিনেন।
এটা নিয়ে হয়তবা আগে পোস্ট হতে পারে।আমার সিস্টেমটা অসাধারন লাগল।আমার মত যারা মেসে থাকেন তাদের উপকার হবে ভেবে পোস্টটা দিলাম।ভাল লাগলে জানাবেন।উপকার হলে নিজেকে ধন্য মনে করবো।
কিছু জানতে টিউমেন্ট করতে ভুলবেননা...।
🙂 🙂
আমি Ahmed Russell। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন