আপনার ব্রডব্যান্ড কানেকশানকে রূপান্তর করুন ওয়াইফাই জোনে…

এই মাসে বাসা বদল করলাম।চিন্তা করলাম এবার ওয়াইফাই করে নেট ব্যাবহার করব।বাজারে শুনলাম বিভিন্ন কোম্পানির ব্রডব্যান্ড-টু -ওয়াইফাই রাওটার পাওয়া যায়।মাল্টিপ্লান থেকে টিপি লিঙ্ক এর ৫৪ এমবি স্পীড এর একটা রাওটার কিনলাম।দাম পরল ১৪৫০ টাকা।বাসায় এসে দীর্ঘ ৬ ঘণ্টা নষ্ট করে কনফিগার করলাম।বলতে ভুলে গেছি,কানেকশান নিলাম ৩২০ কেবি।কনফিগার করার পরতো মজাই মজা। মোট ২ টা ল্যাপটপ, একটা ডেস্কটপ,৪ টা ওয়াইফাই এনাবল মোবাইল একসাথে ব্যাবহার করলাম। স্পীড খুবই ভাল।ব্রাউস করতে কারো কোন প্রবলেম হয়নাই।

আসল কথা হল আমি স্কাইপ ব্যাবহার করে কথা বললাম কোন ধরনের ঝামেলা ছাড়াই!!!

আমার সবচেয়ে বেশী উপকারটা হল আগে আমি একাই নেট ব্যাবহার করতাম।মাসে খরচ পড়ত ১০০০ তাকা।এখন সবাই মিলে টাকা শেয়ার করায় মাসে খরচ যাবে মাত্র ২০০ টাকা।

ওয়াইফাই করতে আপনার যা লাগবেঃ

১। ব্রডব্যান্ড কানেকশান।(৬ জন ব্যাবহার করলে ৩২০ কেবি যথেষ্ট)

২। ওয়াইফাই রাওটার।(বিভিন্ন দাম এবং রেঞ্জে পাওয়া যায়)

৩। কনফিগারেশান।(ইউজার ম্যানুয়াল দেখেই করা যায়।অথবা আপনার কানেকশান যে দিবে সেই করে দিবে )

আমার ৫৪ এমবি রাওটারে ৩ রুম খুব ভালভাবে কাভার করে।তবে খুব ভাল হয় যদি এন্টেনা সহ রাওটার কিনেন।

এটা নিয়ে হয়তবা আগে পোস্ট হতে পারে।আমার সিস্টেমটা অসাধারন লাগল।আমার মত যারা মেসে থাকেন তাদের উপকার হবে ভেবে পোস্টটা দিলাম।ভাল লাগলে জানাবেন।উপকার হলে নিজেকে ধন্য মনে করবো।

কিছু জানতে টিউমেন্ট করতে ভুলবেননা...।
🙂 🙂

Level 0

আমি Ahmed Russell। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন

আপনার ঘরে ল্যাপি আছে? তাহলে “Connectify” দিয়ে ল্যাপি এর ওয়্যারলেস ল্যান কার্ড দিয়ে নেট শেয়ার করতে পারবেন। পুরাই রাউটার এর মত!!! 😉 😉 😉 😛 😛 😛 😆 😆 😆

” মোট ২ টা ল্যাপটপ, একটা ডেস্কটপ,৪ টা ওয়াইফাই এনাবল মোবাইল একসাথে ব্যাবহার করলাম।”
“বাসায় এসে দীর্ঘ ৬ ঘণ্টা নষ্ট করে কনফিগার করলাম”

    Level 0

    ভাই ডেস্কটপ পিসি কি ভাবে ওয়াইফাই করলেন। এর জন্য কি ধরনের ডিভাইস দরকার হয়। কত টাকা দাম। আমার এখানে ওয়াইফাই করা আছে। ল্যাপটপে কাজ করছে, কিন্তু ডেস্কটপে কিভাবে কানেকশন করব, তা ভালোভাবে বুঝতে পারছেনা।

আমার ১টা ল্যাপটপ ও ১টা ডেস্কটপ আছে। বাংলালায়ন ব্যবহার করি। আমি ল্যাপটপ থেকে ডেস্কটপে নেট শেয়ার করতে চাই। সেক্ষেত্রে আমাকে কী ক্রয় করতে হবে এবং কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে। দয়া করে কেউ জানাবেন কী?

    @Shakil Ahmed: amar mone hoy apnake ekta LAN card kine nite hobe desktop er jonno. oita lagale apni wifi signal receive korte parben. tarpor laptop theke connectify pro othoba onno kono hotspot software die hotspot toiri korun, and desktop ke hotspot e connect korun,

    Expert ra aro valo bolte parben ,,

@sakil ahmed
আপনি ডেস্কটপের জন্যে একটা USB WLAN card নিতে পারেন। এর ফলে উভয় দিক থেকে আপনি Connectify me সফটওয়্যার দ্বারা নেট শেয়ার করতে পারবেন।

আমার শুধু ডেস্কটপ আছে। আমি যদি ব্রডব্যান্ড কানেকশান ওয়াইফাই করে ব্যবহার করতে চাই আমার কি কি Device কিনা লাগবে? কত খরচ হতে পারে?

ভাই,আমার লেপটপ থেকে কানেকটিফাই আমিও ব্যাবহার করসি।রেঞ্জ একটু কম।বড় কথা হল আমি আমার ওয়াইফাই রাওটার দিন রাত ২৪ ঘণ্টা অন করে রাখতে পারব।আপনি কি পারবেন?@নিয়াজ মেহেদী খান।

ইউএসবি ওয়াইফাই এর দাম ১৩০০-২০০০ এর মধ্যে পাওয়া যাওয়ার কথা।এটা কিনলে কানেকটিফাই ইউস করে ব্রডব্যান্ডকে ওয়াইফাই করতে পারবেন।@nizamuddin212

    @Ahmed Russell: vai, sobchaite kom damer wifi router er dam koto ? 1400tk to vai amar 2 masher net er khoroch ,, aro kom dame paile valo hoy ,,

আমার ব্লগে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে আপনি ইচ্ছে করলে দেখে আসতে পারেন http://bd-dreamland.blogspot.com/2013/03/wi-fi.html

Level 0

hmm, valo tune

আমিও কিনলাম ভাই আজকে ১৫০ এম্বিপিএস মাত্র ১৪৫০ টাকা।

ay hay 320 kbps dea 6 jon.khisay ray

Level 0

ধন্যবাদ আপনাকে……………

Mohammad Aslam Ali ভাই,আপনি কি এন্টেনা ছাড়া কিনসেন?আমারটা এন্টেনা সহ।

বাপ্পি ভাই,আমাদের ৩২০ হল প্রাথমিক স্পীড।এটা ৩ ধাপে বাড়ে।এই কারনে চলে।

Level 0

ভাই আমার ওই ছবির মতো একটা রাউটার ছিল। কিছু বুঝতাম না। আজকে আপনার টিউন দেখে লাগিয়ে নিলাম। আমার বাসায় ৩ টা কম্পিউটার। Thank you very much
আপনি কি একটু আমার ওয়েবসাইট টাতে ঘুরে আসতে পারবেন???
http://www.earnbd.net http://www.earnz.net

ভাইয়া আমি কি ভাবে ব্রডব্যান্ড বাড়িতে তৈরি করতে পারব আমাকে একটু বলবেন । আমার বাড়ি গ্রাম এ তো তাই আমি নিজেই ব্রডব্যান্ড তৈরি করতে চাচ্ছি যদি একটু হেল্প করতেন খুব উপকৃত হতাম । এবং কত টাকা খরচ পরবে ।

আপনাকে অভিনন্দন…lovequize.

ব্রডব্যান্ড সম্পর্কে যতটুকু জানি আপনাকে একটা কোম্পানি থেকে Bandwidth কিনতে হবে।আপনার গ্রামে Bandwidth কেও বিক্রি করে কিনা দেখেন।খরচ হবে আপনার চাহিদা অনুযায়ী।@mahmuds_d2k