৫ গুন বাড়িয়ে নিন টরেন্টের গতি !

টরেন্টের সাথে মোটামুটি সবাই পরিচিত। টরেন্ট হচ্ছে অনলাইন ফাইল শেয়ারিং প্রযুক্তি অনেকেই এটা ব্যবহার করে থাকে নেট থেকে ফাইল ডাউনলোডের জন্য। টরেন্ট দিয়ে আপনি মুভি, গেইম, মিউজিক ভিডিও ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। এই টিউনটিতে টরেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটা কাজ করে ধীর গতিতে তাই হয়তো অনেকের কাছে আবার বিরক্তি লাগে.. কিন্তু আপনি সহজে এর পারফমেন্স বাড়াতে পারেন ছোট্ট একটি সফটয়্যারের মাধ্যমে। সফটয়্যারটি মাত্র 2.4 মেগাবাইট... সফটয়্যারটির নাম uTorrent Ultra Accelerator

এটির কাজ হলো টরেন্টের গতি বাড়নো... ৫ গুন গতিতে টরেন্ট ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।আর কাজে লাগেলই আমার টিউনটি সার্থক হবে 🙂  বাংলা টরেন্ট ফাইল লিঙ্ক পাবেন বাংলাটরেন্ট.কম এই সাইটে।

http://hotfile.com/dl/27233986/335ff4d/uTorrent_Ultra.Accelerator_v1.3.9_-_NaBiL.zip.html

uTorrent Ultra Accelerator সম্পর্কে এই লিঙ্কে আরো জানতে পারবেন।

সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো....  সেই কামনা রইল..

শুভ কামনায় -

না বি ল

http://nabilaamin.blogspot.com

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ । তবে Mediafire এ লিংক দিলে ভালো হত ।
আমার Premium Account নেই ।

.ধন্যবাদ ।

আরে ভাই আপনি টিউন করতেছেন uTorrent Ultra Accelerator নিয়ে ।আর সেটার ব্যবহারের নিয়ম না দিয়ে নিঝের ব্লগের লিংক মেরে দিলেন।আশা করি এর পর থেকে নিজের ব্রগের লিংক না দিয়ে টেকটিউনে বিসম্তারিত লিখবেন।এতে টেকটিউনের আমাদের আসা কাজে লাগবে

    Oppss !!! আরে শুভো / শুভ ভাই, টেকটিউনকে শুধু আপনি একা ভালোবাসেন না আমিও ভালোবাসি। লিঙ্ক ক্লিক করে আপনি যদি আমার ব্লগে যান তবে নতুন একটি পেজ খুলবে এই পেজ ছেড়েতো আপনি যাচ্ছেন না। আর আমি টিউনটি খুব কম সময় নিয়ে পোষ্ট করেছি তাই বিস্তারিত তেমন কিছু লিখতে পারিনি.. এই সফটয়্যার নিয়ে বিস্তারিত লেখার তেমন কিছু নেই খুব সহজ, জাস্ট সেটআপ করে স্টার্ট এ ক্লিক করলেই হবে,,, আর মনে থাকবে আপনার আদেশ… আমি অক্ষরে অক্ষরে পালন করব.. হা হা হা.. 🙂 ধন্যবাদ

    আমি আপনাকে আদেশ করি নাই ।অনুরোধ করেছি।আশা করি কিছু মনে করবেন না।

মাঝে মাঝে টরেন্ট হতে ডাউনলোড করি ।দেখি আপনার টিউনটা কতটা কাজে লাগে।
@ শুভো সহমত

vai jinish ta vua ami 2 monyh age download kore try korese……………llz

বাংলা টোরেনট কিভাবে registration korbo?5 dollar chai or karor invitation lagbe.Apnar account thakle,ektu help korben ki?

Mediafire Link, plz…

Level 0

ভাই Download speed তো একই বাড়ছে না ……………আপনি কি ব্যবহার করে দেখছেন………..?

    ভাই Torrent এর গতিতো এমনিতেই কম তবে অবশ্যয় স্পিড বাড়ে, ইন্সটল করার পর স্ক্রীনে স্পীড দেথাবে।Torrent থেকে খুব বেশি স্পিড আশা করা ঠিক না । আর সফটয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় তা একটু কষ্ট করে গুগলে সার্চ দিলেই পাবেন…