টরেন্টের সাথে মোটামুটি সবাই পরিচিত। টরেন্ট হচ্ছে অনলাইন ফাইল শেয়ারিং প্রযুক্তি অনেকেই এটা ব্যবহার করে থাকে নেট থেকে ফাইল ডাউনলোডের জন্য। টরেন্ট দিয়ে আপনি মুভি, গেইম, মিউজিক ভিডিও ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। এই টিউনটিতে টরেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটা কাজ করে ধীর গতিতে তাই হয়তো অনেকের কাছে আবার বিরক্তি লাগে.. কিন্তু আপনি সহজে এর পারফমেন্স বাড়াতে পারেন ছোট্ট একটি সফটয়্যারের মাধ্যমে। সফটয়্যারটি মাত্র 2.4 মেগাবাইট... সফটয়্যারটির নাম uTorrent Ultra Accelerator।
এটির কাজ হলো টরেন্টের গতি বাড়নো... ৫ গুন গতিতে টরেন্ট ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।আর কাজে লাগেলই আমার টিউনটি সার্থক হবে 🙂 বাংলা টরেন্ট ফাইল লিঙ্ক পাবেন বাংলাটরেন্ট.কম এই সাইটে।
http://hotfile.com/dl/27233986/335ff4d/uTorrent_Ultra.Accelerator_v1.3.9_-_NaBiL.zip.html
uTorrent Ultra Accelerator সম্পর্কে এই লিঙ্কে আরো জানতে পারবেন।
সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো.... সেই কামনা রইল..
শুভ কামনায় -
না বি ল
http://nabilaamin.blogspot.com
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ । তবে Mediafire এ লিংক দিলে ভালো হত ।
আমার Premium Account নেই ।