একটি আপরিচিত কিন্তু ভাল মানের ইন্টারনেট ব্রাউজার :

প্রথমেই আমার শুভেচ্ছা গ্রহন করুন । এটা আমার প্রথম টিউন । আমি জানি এখানে আমার চেয়ে আনেক ভাল ভাল টিউনার রয়েছেন । আজকে আমি আপনাদের একটা আপরিচিত কিন্তু ভাল মানের ইন্টারনেট ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিব । কেউ যদি এটা নিয়ে আগে টিউন করে থাকেন  তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

ব্রাউজারটির  নাম হল টচ বাউজার  (Torch Browser)।  আসুন এর বৈশিষ্ট্য গুলো দেখে নেই :-

. উন্নত ব্রাউজিং স্পীড

. সিকিউর ব্রাউজার

. বিল্ট-ইন ওয়ান ক্লিক মিডিয়া গ্রেবার

. বিল্ট-ইন  টরেন্ট  ডাউনলোডার

. বিল্ট-ইন ডাউনলোড এসিলারেটর

ব্রাউজারটি ক্রোমিয়াম বেজড তাই সহজেই ব্যাবহার করতে পারবে । ব্রাউজারটি ক্রাশ করে না বললেই  চলে । তাছাড়া ক্রোমিয়ামের সকল এক্সটেনশন গুলো এতে ব্যবহার করতে পারবেন । ব্রাউজারটি ইনস্টল করলে ডেস্কটপে ইউটিউব ও ফেসবুকের দুটি শটকাট আইকন তৈরি হবে । এতে করে এক ক্লিকেই ইউটিউব ও ফেসবুক ব্রাউজ করতে পারবেন । আমি জানি বেশির ভাগ মানুষই মজিলা  ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার  ইত্যাদি ব্রাউজার  ব্যবহার  করে । তবে এই ব্রাউজারটিও ব্যবহার করতে পারেন । আমি আনেক দিন ধরে এটা ব্যবহার করছি । আমার কাছে বেশ ভালই মনে হচ্ছে । ব্রাউজারটির ডাউনলোড লিংক নিচে দিলাম ।

ডাউনলোড  লিংক- http://download.torchbrowser.com/TorchSetupFull.exe

টিউনটি ভাল লাগলে কমেন্ট  করবেন  ।

Level 0

আমি Syed Mahatab Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটা তো ক্রোম ব্রাউজার এর কপি

আমার পছন্দের ব্রাউজার! কিছুদিন ধরে ব্যবহার করছি। ভাবছিলাম এটি নিয়ে টিউন করবো কিন্তু আপনিই করলেন। ব্রাউজিং এর অভিজ্ঞতাই বদলে দেবে এই উচ্চগতি সম্পন্ন ব্রাউজারটি।

use krci besh kicudin theke.tune ar jnne dhonnobad

Level 0

একদম বাজে মাল, খালি মেশিন hang করে। রাগ করবেন না , আমি প্রোডাক্ট তা কে গালাচ্ছি ।

vai ei browser dia torrent kivabe download kore????ami zbigz dia kori

Address Bar Er Dan Dike Dekhen Torrent Lekha Button Ace Seta Click Kore On Kore Nin. Tarpor Abar Oy Torrent Lekhate Click Korun. Tarpor Torrent Downloader Ti Asbe.Tarpor Add A Click Kore Torrent File Add Kore Nin O Download Korun.
R Amio zbigz use kori kintu eta majhe majhe problem kore.