প্রথমেই আমার শুভেচ্ছা গ্রহন করুন । এটা আমার প্রথম টিউন । আমি জানি এখানে আমার চেয়ে আনেক ভাল ভাল টিউনার রয়েছেন । আজকে আমি আপনাদের একটা আপরিচিত কিন্তু ভাল মানের ইন্টারনেট ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিব । কেউ যদি এটা নিয়ে আগে টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ব্রাউজারটির নাম হল টচ বাউজার (Torch Browser)। আসুন এর বৈশিষ্ট্য গুলো দেখে নেই :-
১. উন্নত ব্রাউজিং স্পীড
২. সিকিউর ব্রাউজার
৩. বিল্ট-ইন ওয়ান ক্লিক মিডিয়া গ্রেবার
৪. বিল্ট-ইন টরেন্ট ডাউনলোডার
৫. বিল্ট-ইন ডাউনলোড এসিলারেটর
ব্রাউজারটি ক্রোমিয়াম বেজড তাই সহজেই ব্যাবহার করতে পারবে । ব্রাউজারটি ক্রাশ করে না বললেই চলে । তাছাড়া ক্রোমিয়ামের সকল এক্সটেনশন গুলো এতে ব্যবহার করতে পারবেন । ব্রাউজারটি ইনস্টল করলে ডেস্কটপে ইউটিউব ও ফেসবুকের দুটি শটকাট আইকন তৈরি হবে । এতে করে এক ক্লিকেই ইউটিউব ও ফেসবুক ব্রাউজ করতে পারবেন । আমি জানি বেশির ভাগ মানুষই মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি ব্রাউজার ব্যবহার করে । তবে এই ব্রাউজারটিও ব্যবহার করতে পারেন । আমি আনেক দিন ধরে এটা ব্যবহার করছি । আমার কাছে বেশ ভালই মনে হচ্ছে । ব্রাউজারটির ডাউনলোড লিংক নিচে দিলাম ।
ডাউনলোড লিংক- http://download.torchbrowser.com/TorchSetupFull.exe
টিউনটি ভাল লাগলে কমেন্ট করবেন ।
আমি Syed Mahatab Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো ক্রোম ব্রাউজার এর কপি