সবাই আশা করি ভালো আছেন।একটা নতুন জিনিস দেখলাম এবং শেয়ার না করে পারলাম না।এই টিউনটা তাদের জন্য যারা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করেন বা কৌতুহল আছে।
নিউজ টি আমার সাইটে আজকেই প্রকাশিত হয়েছে। দেখে আসতে পারেন।
আশা করি আপনাদের ভালো লাগবে।
ইন্টারনেটে সার্চ দেবার জন্য কোন সন্দেহ ছাড়াই আপনি বলবেন গুগল আপনার প্রথম পছন্দ।কোন কিছু সার্চ দেবার সাথে সাথে চোখের পলকে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে আপনার কাঙ্খিত সাইট বা পেজ গুলো।যারা প্রযুক্তির খোজ খবর রাখেন তারা হয়ত জেনে থাকবেন গুগলের সার্চ এ্যলগরিদম এর সাহায্যে আপনার উত্তর দিয়ে থাকে।কিন্তু আপনি কি আসল প্রসেসটি জানেন?
আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে দেখে আসতে পারে এখান থেকে।গত শুক্রবার গুগল তাদের এই নতুন সাইট "How Search Works," এ দেখায় একটি এনিমেশনের মাধ্যমে।তারা এর মাধ্যমে শুধূ প্রসেসটাই দেখায়নি আরো দেখিয়েছে কিভাবে স্পাম রিমোভাল করা হয়,কিভাবে একটা পেজকে র্যাঙ্ক করা হয় ইত্যাদি।
গুগল ক্রল এবং ট্রাক করে ট্রিলিওন বা তার বেশি ওয়েব পেজকে এবং র্যাঙ্ক করে প্রায় ২০০ এ্যলগরিদম ফরমুলার উপর ভিত্তি করে।১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত গুগল ১০০ মিলিওন গেগাবাইট তথ্য সংগ্রহ করেছে।
যখন আমরা গুগলে কিছু সার্চ দিয় তা প্রায় ১৫০০ মাইলের মতন বিভিন্ন সার্ভার থেকে তথ্য নিয়ে আসে।মানে আমরা ১ সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে উত্তর পেয়ে যায়।
শুধু তাই না গুগল প্রতি মুহুর্তে স্পাম পেজ গুলোকে তার ইন্ডেক্স থেকে মুছে ফেলছে।বিশেষ করে ক্লকিং পেজ(মানুষ কে এক রকম দেখায়,সার্চ ইঞ্জিন কে অন্য রকম দেখায়)।আপনি ইচ্ছা করলে এখান থেকে দেখে আসতে পারেন তাদের নতুন সাইটএ ,শেষ ৩০ মিনিটে মুছে দেওয়া পেজ গুলো দেখা যাবে।
আপনি এই ভিডিও টাও দেখতে পারেন।
খারাপ লাগলেও প্লিজ মন্তব্য করেন না।তাহলে পরবর্তিতে টিউন করতে ভয় লাগবে।
আমি agro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা নিয়ে আগেও টিউন করা হয়েছে একটু ভিন্নভাবে।