সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম । আমি অনেক দিন থেকে techtunes এর একজন পাঠক ।এইটা আমার প্রথম tune| আমি খুব সুন্দর করে লিখতে হয়তো পারবোনা আপনাদের মতো তবুও লিখলাম । কারণ বেশী ঋণী হলে খবর আছে । যাই হোক আমার লিখতে সমস্যা হচ্ছে মুল কথাই আসি আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করবো তা পরিস্কার । আপনারা Kaspersky internet security 2013 version টা ওদের site থেকে নামিয়ে নিবেন অথবা ক্লিক ।
আর কি বলব বুঝতে পারছিনা।আপনারা অনেকেই দেখেছি Kasperskey internet security key এর জন্য বলেছেন কিন্তু কেউ দিতে পারেনি। এই বার আপনাদের key দেয়ার পালা । রীতি যেইভাবে সেই ভাবে install করুন । install শেষে আমার দেয়া key টা বসিয়ে অ্যাক্টিভ করে নিন । tune করা কি কষ্ট ।
internet connection on রাখুন কোন সমস্যা নাই। আমার লিখা ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দুয়া করবেন আমি দারুন মানুষিক জন্ত্রনার মধ্য আছি। ও ভাইয়েরা sorry , key তো ...
key : VY736-44QB8-4TXYC-9YWT2
যাদের key আর কাজ করছেনা তাঁরা bitdefender internet security 2013 use করেন । আটাও genuine । key দেখতে নীচের comment check করুন। আটাও অনেক ভালো security দেই।ranking number 1 security নাকি এইটা ।
আমি wakil ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কাছে bitdefender internet security 2013 এর key ও আছে । কারো দরকার থাকলে জানাবেন । tune করে অনেক ভাল লাগছে । key দিয়া কাজ হলে জানাবেন । এতে অনেক ভাল লাগে । যারা tune করে তারা জানে।