Kaspersky internet security ২০১৩ সাথে Genuine activation key

সবাইকে আন্তরিক শুভেচ্ছা  ও সালাম । আমি অনেক দিন থেকে techtunes এর একজন পাঠক ।এইটা আমার প্রথম tune| আমি খুব সুন্দর করে লিখতে হয়তো পারবোনা আপনাদের মতো  তবুও লিখলাম । কারণ বেশী ঋণী হলে খবর আছে । যাই হোক আমার লিখতে সমস্যা হচ্ছে মুল কথাই আসি আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করবো তা পরিস্কার । আপনারা Kaspersky internet security 2013 version টা ওদের site থেকে নামিয়ে নিবেন  অথবা  ক্লিক

আর কি বলব বুঝতে পারছিনা।আপনারা অনেকেই দেখেছি Kasperskey internet security  key এর জন্য বলেছেন কিন্তু কেউ দিতে পারেনি। এই  বার আপনাদের key দেয়ার পালা । রীতি যেইভাবে সেই ভাবে install করুন । install শেষে  আমার দেয়া key টা বসিয়ে অ্যাক্টিভ করে নিন । tune করা কি কষ্ট ।

internet connection on রাখুন কোন সমস্যা নাই। আমার লিখা ভুলগুলো একটু ক্ষমা  সুন্দর  দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দুয়া করবেন  আমি দারুন মানুষিক জন্ত্রনার মধ্য আছি। ও ভাইয়েরা  sorry , key তো ...

key : VY736-44QB8-4TXYC-9YWT2

যাদের key আর কাজ করছেনা তাঁরা bitdefender internet security 2013 use করেন । আটাও genuine । key দেখতে নীচের comment check করুন। আটাও অনেক ভালো security দেই।ranking number 1 security নাকি এইটা ।

 

Level 0

আমি wakil ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাছে bitdefender internet security 2013 এর key ও আছে । কারো দরকার থাকলে জানাবেন । tune করে অনেক ভাল লাগছে । key দিয়া কাজ হলে জানাবেন । এতে অনেক ভাল লাগে । যারা tune করে তারা জানে।

Level 0

waki bhi ….nyc tune …valo likhechen……..amar bitdefender internet security 2013 er key lagbe ….dile khusi hobo…….

Level 0

340 দিন মেয়াদ আছে । ধন্যবাদ ভাই…..

সবাই উসে করলে BlackList এ ফালায়া দিব! 😛 😆 😆 😆 😛

সবাই Use করলে BlackList এ ফালায়া দিব! 😛 😆 😆 😆 😛

Level 0

waaaaaaaw!!!! vai atodin koi silen???<a href="http://www.amaranggina.blogspot.com"marksitbd

ভাইয়া মানুষিক যন্তনার কারণে নিজের লাইসেন্স টাই শেয়ার করলেন না কি ভাইয়া?

Level 0

ভাইয়া Rong Activity Key. প্লিজ সমাধান দিন নতুন করে কি পাঠান।

Level 0

ভাইয়া দয়া করে আমাকে আবার কি টা দিন আপনার দেয়া এই কি টা কাজ করছে না।

    @ekrum: sorry brother key to aktai

    @ekrum: ekrum Bitdefender internet security ব্যবহার করেন । সেটাও অনেক ভালো।

একটা কী দিয়ে কয়টা পিসি চলবে ? কী কাজ করে না।

রুহুল আমিন ভাই আমি তো key দিতেই থাকতে পারবোনা । অনেকের উপকার হবে সেই জন্য দেয়া । আর আমি জানিনা একটা কী দিয়ে কইটা পিসি অ্যাক্টিভ করা যাবে । তবে আরও পেলে জানাবো নিশ্চয়ই ।

Level 0

ক্যাসপারস্কি কিনুন এবং জিতে নিন একটি আকর্ষনীয় টি শার্ট। কেনা অথবা লাইসেন্স রিনিউ করা, যাই হোক না কেন, মাউসের কয়টি ক্লিকে কাজ শেষ করুন ঝটপট, বাসা কিংবা অফিসে বসেই। আজকেই ঢু মেরে আসুন http://quikpay.weebly.com

ভাই key তা মনে হয় limit cross করছে আমি চেষ্টা করলাম কিন্তু হল না । ভাই আর কোনও key কি দেয়া যাবে আমার খুব দরকার । আর মাত্র ২৬ দিন মেয়াদ আছে। নিজের মেইল অ্যাড্রেস টা দিলাম থাকলে দিয়েন।
[email protected]

কাজ হয় না – মেইল অ্যাড্রেস টা দিলাম থাকলে দিয়েন।
[email protected]

Level 0

কাজ হয় না ভাই- মেইল এড্রেস দিলাম ।সম্ভব হলে কী টা দিয়েন।
[email protected]

Level 0

Vai Sarver PC te Kesper-2013 Use korte Hole Windows Sarver 2003 Enterprise Enterprise Edition Service pack-2 Instoll korle Saport Korbe Ki ?

Level 0

Garnic Host Program Vairas ti Ki vabe Dur Kora Jai Bolben ke ?