২৯.২৫ ডলাররের Proxy Switcher ফ্রী নিয়া নেন

আসসালামুয়ালাইকুম।।

সবাই কেমন আসেন ।আশা করি ভাল।

আমি techtunes এ নতুন ।আমি ক্লাস 8 এ পরি।এটাই আমের প্রথম পোস্ট কোন ভুল হলে ছোট ভাই হিশাবে

মাফ করে দিয়েন। জাক আর কথা বারাই না।

আজকে আমি আমার প্রথম post এ proxy hide নিয়া কথা বলব।আমাদের সবারি কোন না কোন কাজে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ip দরকার হয়।

আজকে জেতা বলব তা হল Proxy Switcher। এটার দাম ২৯.25 doller ।কিন্তু free নিএ নেন softwere টা এবং crack সহ । কাজের কথা হল এটতে কোন নেট স্পীড কমে না।soft টা ডাউনলোড করুন এখান থেকে
crack ডাউনলোড করুন এখান থেকে
CRACK এর password –==– mathakharap
কিছু screenshoot




যদি ভাল লাগে তাহলে please comment এ জানাবেন ।।

আল্লাহ হাফেজ।ভাল থাকবেন সবাই ।

Level 0

আমি mathakharap। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল আপনার টিউন দেখে। সাহস করে করার জন্য । আশা করি সামনে আরও টিউন করবেন। ধন্যবাদ

সপ্নীল সাগর ভাইয়া আমি আপনার থেকে ছোট । ক্লাস ৮ এ পরি ।। আমাকে তুমি করে দাকবেন please….
এবং সামনে আরও tune করার ইচ্ছা আছে।। দোয়া করবেন আমার সামনে JSC পরীক্ষা ।।

Level 0

I cannot download the Patch File. It requires not only Password but also Username. Can you please provide another link.

ok working…plz wait

thank you … mediafire upload করে দিএসি link –===– http://www.mediafire.com/?fsb9w4a6iul1vtc
password–==– mathakharap
ভাল লাগলে জানাবেন pleaseeee

Level 0

Vi Crack file jodi media fire a diten. valo hoto.

vai mediafire a disi please ektu check koren… 🙂

😀

Level 0

vi media fire file ta to download korar pore extract hoi na file damege. vi aktu valo kore check kore rar file dan. thank you

    @arkmusuf: ভাঈয়া DOWNLOAD করার পড়ে 7ZIP দিয়া extract করেন।extract er সময় একটা PASSWORD চাবে তখন এটা দিন mathakharap

ভাল চালিয়ে যাও কোন সমস্যা নাই। পড়াশোনা টা ঠিক রেখ।

Level 0

khub valo tune hoise. Tobe banan er dike kheyal rakhbe.

    @hasan_1223: জি ভাইয়া । ধন্যবাদ ।খেয়াল রাখবো ।।

ভালো পোষ্ট ……… চালিয়ে যাও…….. তোমাদের এইজ এ আসলে আমরা অত কিছু বুঝি নাই বা এত সুবিধা ছিল না……তোমাদের পারফরমেন্স দেখে অনেক ভাল লাগে…..তবে ছোট ভাই আগে কিন্তু লেখাপড়া …..ধন্যবাদ…

    @atiqtalukder: জি ভাইয়া ধন্যবাদ ।দোয়া করবেন।।

eroor mediafire

Eror crack file tar link kaj korce na update koro

Level 0

Crack হচ্ছে না।

তোমার টিউনার আইডি (নাম) টা ভাল লাগেনি আমার। কিন্তু ভাল শেয়ার। আশা করি ভবিষ্যতে অনেক কার্যকর টিউন করে সবার নজর কাড়বে। Carry on 🙂

vai tomra post koro na time lose koro bujhi na! media fire link check koro.

    @সাগর: link updated . . এখন try করেন ধন্যবাদ

      @mathakharap: কিছু করার নাই mediafire file delete করে দিতাসে ।। এখন try করেন আর এতাই আমের প্রথম পোস্ট কিছু ভুল হলে মাফ করে দিয়েন ।। ধন্যবাদ

Level 0

@mathakharap Crack হচ্ছে না।

Level 0

ভাই dw করছি কিন্তু কাজ করে না

চালিয়ে যাও ভাইয়া! ভাল হয়েছে ।

এত সুন্দর ডাউনলোড লিঙ্ক দাও?
You have to wait 9 minutes, 50 seconds till next download

Download files instantly with Premium-account

তোমাদের সমস্যা কি ভাই?

    @সাগর: ভাইয়া এখন গারেন্টি download করতে পারবেন ।। ধন্যবাদ

    Level 0

    @সাগর:

    উনারা এফিলিয়েট দিয়ে কিভাবে যে পার পেয়ে যায় বুঝি না :angry: । টিটি টাকা কামানোর জায়গা না।

crack কিভাবে করতে হবে তাতো বল্লেন না?

    @tarikulislam: Kivabe r, Run>Enter>ok

    @tarikulislam: ভাইয়া প্রথমে ক্র্যাক ফাইল টা –==– mathakharap password দিয়া extract করেন পরে যে টা ওপেন হবে তার মাঝখানে ” JANLAJUBALAM ” লেখাতে click করেন crack complet হইলে ok দেখাবে .। এবং আমি আওনের থাকে ছোট তাই তুমি করে ডাকবেন please… ধন্যবাদ

Aowlad Hossain ভাই একটু বিস্তারিত বলেন ভাই। আমি একটু দেরিতে বুঝি। দয়াকরে বিস্তারিত পার্ট পার্ট বলেন ভাই। আমি আপনার উত্তরের অপেক্ষাই বসে আছি ।

Aowlad Hossain ভাই কই আপনি?

mathakharap সাহেব বুজলাম কিন্তু সেটা কি proxy swicther ফোল্ডারের ভিতর গিয়ে করা লাগবে নাকি pc এর ডেক্সটপ এর থেকে করলে হবে। আমি proxy swicther ফোল্ডারের ভিতর গিয়ে করেছি কিন্তু তার পর ও unregistar দেখাই। বুজলাম না। আর একটা প্রস্ন তোমার কাছে সেটা হল এই সফটওয়ার দিএ আমি কিকি সুবিধা পাব। আমি কি ফ্রি নেট ব্যাবহার করতে পারব?

    @tarikulislam: ভাইয়া এটা proxy change করার softwere free net use korte parben na..আর unregistar দেখাক সমস্যা নাই।শুধুমাত্র crack korar somoy ok আসলেই হইল।।এতা দিয়া প্রাই ১০০০+ ip পাবেন।।ধন্নবাদ।।

    @tarikulislam: আর আপনি যেকোনো জাইগা থেকে করতে পারেন।।

      Level 0

      @mathakharap: @mathakharap: ১.১৬ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন।

      ১.১৭ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, ইউআরএল শর্টেনার বা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন।

      আপনি উভয় ধারাই লঙ্ঘন করেছেন। মডারেটরের/এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।

      টিউন করার আগে নীতিমালা দেখে নিন।

      হটফাইল একটি এফিলিয়েট ফাইল হোস্টিং। কাজেই, Mediafire অথবা অন্যান্য ইউজার ফ্রেন্ডলি নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।

Level 0

প্রথম টিউনেই এফিলিয়েট!!!! টিটির মান ডাউন হয়ে যাচ্ছে।

    @BotMaster: আরে ভাই এফিলিয়েট কি তাই তো জানি না।।

      Level 0

      @mathakharap: এফিলিয়েট বলতে কোন অর্থ সম্পর্কিত ব্যাপার বুঝায়। প্রতি ডাউনলোডের বিনিময়ে নির্দিষ্ট পরিমান অর্থ আপলোডারকে প্রদান করা হলে তাকেই এফিলিয়েট বলা হয়।

      Hotfile এর লিঙ্ক রিপ্লেস করার জন্য আপনাকে ধন্যবাদ।

        @BotMaster: ভাইয়া তাহলে ছোট ভাই হিসেবে একটু HELP করেন যে আমি কিভাবে আয় করতে পারবো PLEAZZEE

          Level 0

          @mathakharap: আপনি আসলে কি ধরনের কাজের মাধ্যমে আয় করতে পারবেন তা নির্ভর করে আপনার বয়স, কাজের যোগ্যতা, আগ্রহ এবং মেধার উপর।

          আয়ের ক্ষেত্রে নানা ধরনের উপায় আছে। আপনি ব্লগিং, ফ্রিল্যান্সিং, ইমেইল মার্কেটিং, SEO(Gray Hat), ওয়েব ডিজাইনিং, ফোটো এডিটিং, ভিডিও এডিটিং……………… ইত্যাদি অসংখ্য কাজের মাধ্যমে টাকা আয় করতে পারেন। বর্তমানে আমি ওয়েব ডিজাইনিং আর ফটো এডিটিং মাঝে মধ্যে করি(শখের বশে)। অবশ্য সেগুলোর মাধ্যমে আমি টাকা আয় করি না। (যদিও কাজগুলো যথেস্ট Time killing matter)

          আপনার বয়স আমি অনুমান করছি ১৩-১৪। এইবয়সে অনেকেই PTC এর পথে পা বাড়ায়। আপনি আশা করি তা করবেন না। আপনি আপনার বয়স অনুপাতে একটা ব্লগ খুলে ফেলুন। হতে পারে সেটা Blogger, WordPress কিংবা Joomla Powered. এরপর আপনি নিয়মিত লেখালেখি এবং SEO করুন। এরপর আপনি সাইটে Advertisement দিন। এতে করে আপনার আয় হবে।

          Some people earn even 100$ or upper per day. Others earn 100$ or lower per year :P. My earning from Internet till now is 000$!!! blah blah blah. But I could earn too much if I had a will of earning. But, I didn’t and don’t have any will of earning from internet. You have a will of earning. So, It’s a matter of time to earn.

        @BotMaster: ভাইয়া আমি html,css and javascript মুটামূটী পারি…। আমার কি করা উচিত??

Level 0

তুমার টিউন সুন্দর হইছে কিন্তু তুমার ইউজার নাম মাতা খারাপ এর পরিবর্তে পিচ্চি পুলা দিলে ভাল হয় 🙂

ছোট ছেলে হিসাবে টিউনটা ভাল হয়েছে তবে তোমাকে ছোট মনে হচ্ছেনা। যাই হোক এগিয়ে যাও। সামনে সুন্দর ভবিসত্‍

মজার ব্যাপার হলো, কেউ এখনো কমেন্ট করলো না যে সফটওয়্যারটা কাজ করে কিনা। আমি ৪ টা এ্যান্টিভাইরাস দিয়ে ক্র্যাক ফাইলটাকে স্ক্যান করলাম এবং প্রতিটি এ্যান্টিভাইরাস ফাইলটিকে WS.Malware1 হিসেবে সনাক্ত করলো। ঠিক বুঝে উঠতে পারছিনা ব্যবহার করবো কিনা। যদি কেউ সত্যি সত্যি ব্যবহার করে থাকেন তাহলে জানাবেন।

    অনেক সংশয়, সন্দেহ থাকার পরও vmware এ পরীক্ষা করে দেখলাম, কাজ করে না।

    Level 0

    @শামীম রাহমান: হুম। এইটা আসলেই একটা ভাইরাস। ব্যবহার না করাই ভাল। 🙂

    @শামীম রাহমান: ভাইয়া আমি নিজেই ব্যবহার করতাসি ।। আমি আপনাদের খারাপ কিছু দিতে চাই না ।।

Level 0

জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। আমিন।

Level 0

nice chali a jao sathe asi

    @skynet: দোয়া করবেন ভাইয়া……।।

Level 0

আমার কাছে টিউনটা অনেক ভাল লাগল । নতুন হয়ে ও খুব ভাল লিখেছ ।

    @sabuj4u: ধন্নবাদ ভাইয়া…।। দোয়া করবেন……।।