ডাটাএন্ট্রি এর ব্যপারে আমরা অনেকেই জানি। কিন্তু আজ আমি একটি সাইট সম্পর্কে বলবো যা আমার কাছে ভাল বলে মনে হয়েছে। যাইহোক কাজে নামা যাক। অভিজ্ঞতা হিসেবে প্রয়োজন হবে ভাল টাইপ করা আর তেমন কিছুই না। প্রথমে সাইটটি তে যান । অবাক হওয়ার কিছুই নেই। এটা একটা রাশিয়ান সাইট, রেজিষ্টেশনের পর ইংরেজি আসবে। এখন লাল বৃত্তের ভেতরে লেখা ১ এ ক্লিক করুন। এর পর নিউ রেজিষ্টার এর ফরম পূরন করুন এবং রেজিষ্টার করুন। আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে। সাইট টিতে লগ ইন করুন সাইট টির উপরের ওয়াক এ ক্লিক করুন এবং ডাটাএন্ট্রি করতে থাকুন। এই সাইটটিতে ০.৯৯$ হলেই পে-আউট করে। সুতরাং যারা ভাবছেন ফাউ তারাও ইচ্ছে করলে পরীক্ষা করতে পারেন আসলেই $ পাওয়া যায় কিনা। আর তা আপনাকে পে-আউট করতে হবে WebMoney এর মাধ্যমে। তো আর দেরি কেন শুরু করে দিন ...
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এই টিউন টার আপডেট দিলেন কেন বুজলাম না……………………… 🙁 🙁
আর ভাই আপনার একটা আছে 🙁 হয়ে যান মিলিনিয়ার 🙁 এই টিউন টা আপনার মুছে ফেলা দরকার , কারন ওটা একটা স্কাম সাইট । আপনার এই টিউন পড়ে অনেকে তার মুল্যবান সময় নস্ট করছে । ভালো মানের টিউন করার চেস্টা করে, এমন কোন টিউন করবেন না যাতে অন্য সময় অঝথা নস্ট হয়।