আপনাদের জন্য একটি Free Bandwith Monitor

এটা আমার 1st লেখা। আগে কোনদিন কোথাও কিছু লিখিনি।  কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।আর আগে কেউ এটা নিয়ে tune করে থাকলে ক্ষমা করে দেবেন।

যাই হোক কাজের কথায় আসি। এর আগে আমরা অনেক bandwith meter ব্যবহার করেছি। অনেক trial version ব্যবহার করেছি । আজ আমি একটা bandwith meter এর সন্ধান পেলাম যেটা আমার খুব কাজের মনে হল তাই সবার সাথে শেয়ার করলাম।

সফটওয়্যার তির নামCucusoft Net Guard. সাইজ মাত্র  ৪ এমবি।

এটা দিয়ে daily monthly net usage এর হিসাব রাখা যাবে। আর এটা free নয় but patch বা crack করতে হয় না। software টী download এর পর install করুন। তারপর আপনার e- mail id চাইবে । email id টা put করলে আপনার mail এ serial key পৌঁছে যাবে। ব্যাস serial key টা put করে দিলেই আপনার product activated. আর এটা windows 7 and 8 এ কাজ করে দেখেছি। বাকি os এ try করে দেখিনি।

ভাল লাগলে comment করে জানাবেন।

download link এ ক্লিক করে পেজ তই তে গিয়ে free download tab e click করে সফটওয়্যার টি download করুন।

download link

Level 0

আমি Islam_ani। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

software ti Ram onek beshi use kore. DU Meter 3 MB And NetGuard 23 MB.

Level New

Tobe design onek Nice.

thank u vi

ভাবছি এটা ইউস করব কিনা?কারণ একটা গেজেট ইউস করি যা সম্পূর্ণ ফ্রিতে ও ছোট সাইজ।আমি এটা থেকেই কত ব্যান্ডউইডথ খরচ হয়েছে তা জানতে পারি,আরো সুবিধে আছে।যদি কারো সেটা ইউস করতে ইচ্ছে হয় তবে রিপ্লাই করুন,লিন্ক তত্‍ক্ষনাত পেয়ে যাবেন আশা করছি।(ব্যান্ডউইডথ থাকা সাপেক্ষে)

    Level 0

    @Iron maiden: ভাইয়া, ব্যান্ডউইথ কম খরচ করে, পিসি কে স্লো করে না এমন জিনিস দরকার। লিংক দিলে খুশি হব।

Level 0

nice tune!

ভাই, আপনার এই টুলটি আমার খুব পছন্দ হয়েছে এবং কাজে লেগেছে সেজন্য আপনাকে ধন্যবাদ।

আমি ডী ইঊ মিটার ব্যবহারেঈ স্বাচ্ছন্দ্য বোধ করি,

    @তমাল: ভাই, উইন্ডোজ ৮ এর উপযোগী লেটেস্ট DU মিটার ক্রাক সহ লিঙ্ক দিতে পারবেন প্লিজ……..

Level 0

ধন্যবাদ Noman ভাই, Shafikul Islam ভাই, স্বার্থপর ভাই।

Level 0

তমাল ভাই আপনাকে বলি যে du meter সবারই পছন্দের কিন্তু free তো নয়। trial version এর পর crack নয় ত কিনতে হয়।

Level 0

@Iron maiden : কিন্তু সমস্যা টা হল যে আপনার gadget টি only desktop এ দেখা যাবে কোন পেজ খোলা থাকলে কি gadget টা দেখা যাবে? কিন্তু এই software টিতে floating window থাকায় যেখানে খুসি রেখে ব্যবহার করতে পারবেন। but gadget টিও খুব ভাল।

    @Islam_ani:দুঃখিত এটা আমি বানাইনি,বানাতে পারিও না। 😎

টিউনারগণ প্লিজ এটা একটু দেখুনঃ
https://www.techtunes.io/help-ask/tune-id/190110
স্প্যামিং করছি না।সাহায্য চাচ্ছি।

Level New

Du Meter er taskbar tool ta shob window tei dekhay tai oita khub valo legese.

Level 0

ভাই আপনারা কি খেয়াল করসেন DU মিটারে কিন্তু স্পীড বেশি দেখায়.. বিশ্বাস না করলে যারা মডেম ইউস করেন তারা খেয়াল করবেন মডেম সফটওয়্যারে দেখাইতেসে যেই স্পীড তার থেকে মিনিমাম ৬০ থেকে ১২০KB besi speed show করে… স্তাপীড দেখার জন্য ইউস করি কিন্তু স্পীড যদি ভুল দেখাই তাহলে লাভ কি ??? তাই DU মিটার আনইন্সটল করে দিছি…

এখন এইটাও একই রকম নিকি???