বরাবরের মত সবাইকে স্বাগতম আমার আজকের টিউনে। আমি আজকে একটি টিপ্স দিব যার মাধ্যমে আপনি যে কোন www সাইট ভিজিট করতে পারবেন আপনার প্রিয় মোবাইলে এমন কি টেকটিউনস'র মত সাইটও। এর মাধ্যমে আপনি আপনার মোবাইলে www সাইটের সকল সুবিধা পাবেন। প্রথমে আপনার মোবাইলের wap এ যান এবং Input address বা Input URL অথবা URL address এ যান। এবার সেখানে লিখুন http://www.google.com/gwt/n এবং URL টি ভিজিট করুন।
এখানে আপনি একটি address bar বা URL লেখার জন্য একটা বক্স পাবেন। সে বক্সে আপনার কান্ক্ষিত www সাইটটির address লিখুন ( যেমনঃ https://www.techtunes.io ) এবং Go তে ক্লিক করুন। এখন আপনি আপনার পছন্দের সাইটটি অনায়াসে ভিজিট করতে পারবেন।
বিঃ দ্রঃ - অনেক সময় সাইটের কিছু ছবি নাও আসতে পারে।
আশা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে আমাকে আবশ্যই Comment করবেন। আপনাদের Comment এর কারণেই আমি এখানে এত দূর আসতে পেরেছি, যদিও আমি টেকটিউনস'র একজন কনিষ্ঠ নিয়মিত টিউনার।
টিউনটির সূত্র দিয়েছেন টিউনার খালেদ ভাই।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
Thanks…Nice tunes.