অনলাইনে নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন!

অন/অফ লাইনে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে অনেক সময় আমরা নেটে সার্চ করে তথ্য ঘাটাঘাটি করি। সক্রিয় দুষ্টচক্র স্প্যাম এর মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এমন অনেক কিছু আপনার সম্মুখে এনে হাজির করবে, যার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। কিংবা আপনি এমন কম্পিউটারে কাজ করেন যেটা যৌথভাবে ব্যবহৃত হয়। নানান বয়সের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে সুস্থ পরিবেশ বান্ধব নেট ব্যবস্থা গড়ে তুলতেই K9 Web Protection সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করলাম। পোষ্টটিতে আলোচনা করবো কীভাবে সফটওয়্যারটি মূল ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেশান সহকারে ডাউনলোড করতে হয়।

প্রথমে এই লিঙ্কে মাউস কার্সর রেখে রাইট ক্লিক করে Open Link In New Tab এ ক্লিক করুন। তারপর নিচের ছবির মতো মূল ওয়েব পেজ টি প্রদর্শিত হবে। এরপর আপনার কম্পিউটার/ট্যাবলেট/ফোনের অপারেটিং সিস্টেম সিলেক্ট করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। (উইন্ডোজকে সিলেক্ট করা হলো)

এবার ১নং নির্দেশানুযায়ী রেডিও বাটনে ক্লিক করুন। কারণ এটি একসাথে ১টি পিসিতে ব্যবহারের জন্য বিনা মূল্যে ব্যবহার্য। এক সফটওয়্যার দিয়ে একাধিক পিসিতে চালানোর জন্য পরিশোধকৃত লাইসেন্সের প্রয়োজন পড়বে। ২নং নির্দেশনাতে আপনার ফার্স্ট নেইম, লাস্ট নেইম ও ২বার ইমেইল এড্রেস লিখে ৩নং সংকেত অনুসারে Request License বাটনে ক্লিক করুন।

এবার পরবর্তী পেজে বার্তা প্রদর্শন করবে যে, লাইসেন্স কী আপনার ইমেইল অ্যাড্রেসে পাঠানো হয়েছে।

এখন ইনবক্সে এরকম একটা মেইল আসবে। ১মে ডাউনলোড করতে করতে বলবে। ২য়তে পাসওয়ার্ড দিবে, যেটা ডাউনলোডের সময় কাজে আসবে। তাই কপি করে রেখে দিন। শেষে পাসওয়ার্ড স্মরণ রাখতে বলবে। কারণ আনইন্সটলের সময় পাসওয়ার্ড লাগবে। তো ১ম লিঙ্কে ক্লিক করে ডাউনলোড শুরু করে দিন।

এরপর পর্যায়ক্রমে ধাপগুলো অনুসরণ করুন।


১মে K9 User License যেটা মেইলের মাধ্যমে পেয়েছিলেন প্রবেশ করান। দ্বিতীয় ও তৃতীয়ার্ধে ১টি পাসওয়ার্ড দিবেন যেটা দিয়ে আপনি এই সফটওয়্যার পরিচালনা করবেন।

ইন্সটলেশন সম্পন্ন হয়েছে এবার কম্পিউটারকে রিস্টার্ট করুন।

এবার স্টার্ট মেন্যুতে গিয়ে প্রোগ্রামটি সিলেক্ট করুন।

নীচের মতো ওয়েবপেজ খুলবে। সেটআপ বাটনে ক্লিক করুন।

এখন পাসওয়ার্ড দিন।

পছন্দমতো সেটিংস নির্বাচন করুন।

এখন নিরাপদে ব্রাউজ করতে থাকুন।

এখন আপনার ইচ্ছা মতো হাই-লো-মিডিয়াম সিকিউরিটি অপশন সিলেক্ট করে নিরাপদে ব্রাউজ করুন। আপনার চাহিদা অনুযায়ী নিরাপত্তা বেছে নিবেন। কড়া নিরাপত্তার দরুন অনায়াসে ব্রাউজ করতে পারবেন না কিন্তু। ভালো থাকবেন। ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

আমি bdboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দৃষ্টি নন্দন বিস্তারিত টিউন। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

Level New

most welcome

Level 0

THanks for your post.keu ki amake aktu help korte parben?amar vaio vpcea23en er body
venge gace,tai ami eaita paltate chai,service centre chara ami eaita kothai pabo?
amar email [email protected]

Level 0

Khub valo bujhiechen.Aro post kore jaben.Dhonnobad

Level 0

Nice post…………….

Level 0

সবাইকে ধন্যবাদ।