ই-বুক আপনার দোরগোড়ায় :ইন্টারনেট থেকে বই নামোনোর কৌশল

‘কালচার এট সোসিওলজি’ বইটি অনেক খুজেও নীলক্ষেতে পায় নি সুভাস। দোকানদাররা বলছেন, ‘এ নামের বই বাংলাদেশে এখনও আসে নি।’ অথচ এ বইটি থেকে রেফার করছেন সুভাসের ইউনিভার্সিটির অধ্যাপক। তাই এ নিয়ে বেকায়দায় সে। যে করেই হোক সেমিস্টার ফাইনালের আগে বইটি তার চাই-ই-চাই। দেশী বিদেশী দু®প্রাপ্য ও অপ্রতুল বই সংগ্রহে সুভাসদের মত অনেকেই  সমস্যায় পড়েন। নেট থেকে বই নামানো যায় এ কথা বান্ধব,শিক্ষকদের থেকে শুনলেও কীভাবে যাবে তা কেউ বলে না। অথচ একটু চাইলে আপনিও পারেন দরকারী আর দারুন সব বই ডাউনলোড করতে!  সবার সুবিধার্থে ইন্টারনেট থেকে বই নামোনোর কৌশল

স্টেপ ১: ‘গুগল বই ডাউন লোডার’ আগে নামাতে হবে । এই সফটওয়ারটির মাধ্যমেই বই নামানো যায়। সফটওয়ার পেতে

http://download.cnet.com/Google-Books-Downloader/3001-2125_4-75453020.html?spi=bbaeb558a93d3abe5d378dfc97db78c9

এটা তে ক্লিক করুন আর ৭ সেকেন্ড অপেক্ষা সেভ এর অপশন আসবে।

স্টেপ ২: লিংকটি তে প্রবেশ করে ‘ফ্রি ডাউনলোড’ এর উপর কিক করুন।
স্টেপ ৩: কিছুক্ষণ পর ডাউনলোড শেষ হলে আপনার  কম্পিউটারের যেখানে লোড হয়েছে সেখানে ঢুকুন ( যেমন: লোকাল ডিস্ক,ডেস্কটপ ইত্যাদিতে খুজুন আপনার ডাউনলোডকৃত সফ্টওয়ারটি।)
স্টেপ ৪: এবার আপনার সফ্টওয়ারটি কম্পিউটারে সেট আপ করার কাজ। আপনাকে ডাউনলোডকৃত সফ্টওয়ারটির উপর ডাবল কিক করতে হবে। তারপর মাইক্রোসফ্টের একটি ডায়ালগ বক্স আসবে যাতে আপনি সেট আপ শুরু করতে চান কিনা তা জানতে চাবে। কিক করুন চাহিদামত  ‘ওকে,রান এস, নেক্সট,ইয়েস ইত্যাদি অপশনগুলোতে যা সেট আপ এর কাজকে অব্যাহত রাখবে। তবে সেটাপের সময় আপনার ইন্টারনেট কানেকশন থাকা চাই । নচেৎ সেটআপ আরম্ভ হবে না। বেশ কিছুট সময় অপেক্ষা করুন। সেটআপ শেষ হলে ডায়লগ বাক্স আসবে। এবার ফিনিশ এ কিক করুন! ডেস্কটপে দেখুন Google books downloader এর একটি আইকন দেখা যাচ্ছে।   এতক্ষণ ধরে আপনি নলক’প তৈরী করলেন যা ভ’গর্ভস্থ পানি উঠিয়ে আনবে। হ্যাঁ !এবার কাজের কাজটি। অর্থাৎ এই নলক’পকাজের সফ্টওয়ার কীভাবে বই উঠিয়ে আনবে সে প্রসঙ্গে আসা যাক।

প্রথমত:  গুগল বুকসে প্রবেশ করুন( গুগুলের হোম পেজে গিয়ে ওয়েব পেজটির উপরের দিকে more নামের অপশনটিতে গেলে দেখবেন  traslate,books ইত্যাদী অপশন আসে। তন্মধ্য থেকে  বুকস এ কিক করুন। এবার দেখছেন  দুটো বক্স এসেছে। যে বক্সের পাশে সার্চ লেখা তাতে আপনার বইর নাম লিখুন (যে নামের/ধরনের বই আপনি খুজছেন।) সংস্লিষ্ট অনেক বইর তালিকাসহ পরের পেজে আসবে ।
দ্বিতীয়ত:  পেজটিতে বইর নাম লেখার জন্য  যে বক্স দেয়া আছে তার পাশেই দেখুন লেখা আছে এডভান্সড সার্চ। তাতে কিক করলে আরেকটি নতুন পেজ আসবে। এখানে ‘ফুল ভিউ ’ অপশনে কিক করুন। এবার  পুনরায় বইর নাম সার্চ বক্সে লিখে সার্চ করুন। দেখবেন নতুন করে বইর তালিকা সম্বলিত একটি পেজ এসেছে। সেখান থেকে আপনার পছন্দের বই খুজুন এবং তার উপরইকক করুন।
তৃতীয়ত: বইটিতে প্রবেশের পর সার্চ বক্সটির দিকে তাকান। । দেখবেন বিরামচিহ্নসম্বলিত অনেক বড় একটি লাইন হয়ে গেছে । একে বলে URL. URL  আপনাকে কপি হবে। তজ্যন্য সার্চ বক্সে কিক করে রাইট বাটনে কিক করুন । সেখান থেকে কপি অপশনে কিক করুন।
চতুর্থত: ডেস্কটপে  এসে আপনার Google books downloaderসফ্টওয়ারটি ওপেন করুন ডাবল কিকের মাধ্যমে। দেখুন নিচের ডায়ালগ বক্সেটি ভেসে উঠেছে। এবার Google book URL এর নিচে যে খালি ঘরটি দেখা যাচ্ছে
তাতে কিক করে পেস্ট করুন কিছুক্ষণ আগে যে বইটির URL কপি করেছিলেন। পেস্ট করতে বক্সে গিয়ে মাউসের রাইট বাটনে কিক করলে দেখবেন পেস্ট অপশন আসবে।
এবার  start এর উপর কিক করুন।ব্যাস বই নামতে শুরু করে দিবে। কতটুকু ডাউনলোড সম্পন্ন হয়েছে তা দেখা যাবে নিচের ডায়ালগ বক্সটিতে

ডাউনলোড শেষ হলে নিচের বক্সটি আসবে। এবার দেখুন ডেস্কটপে পিডিএফ ফাইলাকারে  শোভা পাচ্ছে  আপনার আরাধ্য বইটি!!!
একই পদ্ধতি ব্যাবহার করে মনের মত বই নামাতে থাকুন ।আর জ্ঞানের বিকাশ করুন। মনে রাখা দরকার, আপনার ইচ্ছামত সব্ বই হয়ত গুগুল দেব না।কারণ কোম্পানী স্বত্ব বিষয়টি নেটের জগতেও বহাল তবীয়তে । তাই যেগুলো সবার জন্য উন্মুক্ত কেবল সে বইগুলোই আপনি পেতে পারেন।

Level 0

আমি রানা সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ok

সত্যি কথা বলতে আপনার টিউন টি খুব দরকারি । কিন্তু টিউন টি প্রান পাচ্ছে না । বলেন ত কেন ?
আপনার টিউন টির প্রতি টি স্টেপ এ যদি ছবি দিতে পারতেন তবে টিউন টি একটি সার্থক টিউন এ রুপ পেত । সামনে এই বিষয় টির প্রতি খেয়াল রাখবেন । এমনিতে অনেক ভাল হয়েছে টিউন টি ।

Level 0

বেশির ভাগ প্রয়োজনীয় বই গুগল মামু কপি রাইট মাইরা রাখসে…… শুধু ডেম হিসেবে কয়েকটা পেজ শো করে …… তার পরেও নেই মামার চাইতে কানা মামা বেটার ………… টিউনের জন্য ধন্যবাদ ……………

    Level 0

    @anikhan: asole googl hocche ad prodankary agency.addata kompanygola boi /soft bikryer opor komission dae google ke. free boi moloto sample. amazon jemon !

Wow!

Thanks for your tunes……helpful

Level 0

apnake dhonnobad Lalbabo vai

Level 0

😛

অনেক সুন্দর একটি টিউন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

সুন্দর কিন্তু সব পৃষ্ঠা দেথা যায় না । সমাধান আছে কি ?

    Level 0

    গুগলের বুক অপশনে যান। এডভান্স সেটিঙে গিয়ে ফুল view select kore search den, pora boi asbe