ব্লগিং স্কুলের ৪র্থ ক্লাসে সবাইকে স্বাগতম। মাতৃভাষা বাংলা দিয়ে আমরা ব্লগিং করতে পারছি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আশা করি বাংলা ভাষা আরও অনেকদূর এগিয়ে যাবে। যাই হোক কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই শুরু করছি।
আজকে আমরা ব্লগস্পট এ ব্লগ তৈরির সম্পূর্ণ নিয়ম দেখব। ব্লগস্পট এ ব্লগ তৈরি অনেক সহজ। আশা করি আজকের ক্লাশটির পরে আপনারা সবাই ব্লগস্পট এ ব্লগ তৈরি করতে পারবেন।
ব্লগস্পটে ব্লগ খুলতে আপনাকে প্রথমে ব্লগস্পট এর হোমপেজ http://blogger.com এ যেতে হবে।
এখানে আপনার Gmail আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করুন। Gmail আইডি না থাকলে তৈরি করে নিন।
কিছুক্ষণের মধ্যে আপনি ব্লগস্পট ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন।
এখানে আপনার ব্লগ গুলির লিস্ট দেখাবে। নতুন ব্লগ খুলতে New Blog এ ক্লিক করুন।
এখন আপনি নতুন ব্লগ খোলার একটি ফর্ম পাবেন।
এখানে আপনার নতুন ব্লগের ইনফরমেশন (যেমনঃ টাইটেল, এড্রেস, টেমপ্লেট) গুলি দিন। এড্রেস এর সময় একটা এড্রেস Not available দেখালে আরেকটি দিয়ে চেস্টা করুন। এখন Create blog এ ক্লিক করুন।
এখন ব্লগ লিস্টে আপনি আপনার ব্লগটি দেখতে পারবেন।
আপনার ব্লগ এর নামের উপর ক্লিক দিন। এখন আপনাকে আপনার ব্লগ এর কনট্রোল প্যানেল এ নিয়ে যাবে। এখান থেকেই আপনি আপনার ব্লগটি নিয়ন্ত্রন করবেন।
এখানে আপনি আপনার ব্লগের এনালাইটিক্স ট্রাফিক দেখতে পাবেন। আর ব্লগ কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। যেহেতু আপনার ব্লগে কোন পোস্ট নেই, সেহেতু আপনি আপনার ব্লগটি পরীক্ষা করতে পারছেন না। তাই পোস্ট করতে New post এ ক্লিক করুন।
এখন পোস্ট এডিটর ওপেন হবে।
এখানে আপনি আপনার পোস্টটি লিখুন। আশা করি, কিভাবে লিখবেন এটা বলে দিতে হবে না। পোস্ট লিখার পরে Publish বাটনে ক্লিক করুন।
Publish বাটনে ক্লিক করার পরে আপনার সামনে পোস্ট মেনু আসবে।
এখানে আপনি আপনার পোস্ট এর লিস্টগুলি দেখতে পাবেন। এখন আপনি আপনার ব্লগটি দেখতে পারেন। আপনার ব্লগটি দেখতে আপনার ব্লগ এর এড্রেস এ ঢুকুন (ব্লগ খোলার সময় যেটা দিয়েছিলেন) অথবা, View blog এ ক্লিক করুন। নতুন উইন্ডোতে আপনার ব্লগটি ওপেন হবে।
হয়ে গেল আপনার ব্লগ। আপনার এখন একমাত্র কাজ বেশী বেশী পোস্ট করা। কারন, যত বেশী পোস্ট তত বেশী ভিজিটর - যত বেশী ভিজিটর তত বেশী টাকা।
আজকের ক্লাসটি মনে হয় ভালো হয়নি। অসুস্থ ছিলাম, তাই মনোযোগ দিতে পারি নি। ক্ষমা করবেন। আর কোন ভুল হলে কিছু মনে করবেন না। ধন্যবাদ, আগামি ক্লাসে যেন সুস্থ থাকতে পারি এই দোয়া করবেন।
সৌজন্যেঃ ব্লগিং স্কুল
আমি অবুঝ বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনার তিওন এর মাধমে আমি ব্লগস্পট এ ব্লগ তৈরি করতে পারলাম।আবার ও ধন্যবাদ