নতুন ব্লগারদের বলছি,
আপনারা যারা ইতিমধ্যে ব্লগিং এর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টটি।
আপনারা যেহেতু নতুন, তাই আমি মনে করছি আপনারা কিছুই জানেন না। আর যদিও কেউ কিছু যেনে থাকেন, প্লিজ আপনারা অন্যদের শেখার স্বার্থে চুপ থাকবেন। আমি নতুনদের বলছি, আপনারা যদি আমার গাইড-লাইন মত এগিয়ে জান, ইনশাহ আল্লাহ আপনি একদিন সফল হবেনই। আর বিভিন্ন গাইড লাইন আপনারা এই গ্রুপটির মাধ্যমেই পাবেন।
আপনাদের সমস্যা, ভুল, অথবা কোন প্রকার সাহায্য প্রয়োজন হলে এই গ্রুপে লিখবেন। ইনশাহ আল্লাহ, খুব তাড়াতাড়ি সমাধান পাবেন।
যাই হোক, আমি কথা না বারিয়ে বলতে চাচ্ছি যে, আমি সপ্তাহে একদিন আপনাদের নিয়ে এই গ্রুপে ব্লগিং ক্লাশ করব ইনশাহ আল্লাহ।
...
ব্লগিং সম্পর্কে কিছু কথা বলে আজকে বিদায় নিব।
ব্লগিং কি, এই সম্পর্কে আশা করি আপনারা ইতিমধ্যেই যেনে গেছেন। আর আমি যেটা বলব, অনলাইনে আয়ের প্রথম ধাপ হচ্ছে ব্লগিং। অনেক ফ্রিলাঞ্চার আছেন যারা ব্লগিং দিয়েই তাদের অনলাইন লাইফ শুরু করেছেন।
আর সঠিক ভাবে ব্লগিং করলে, মাসে কয়েক লক্ষ টাকা আয় করা অসম্ভব কিছু না। আমার অনেক পরিচিত বড় ভাই আছেন যারা মাসে ৩ থেকে সাড়ে ৩ হাজার ডলার ইনকাম করেন, শুধুমাত্র ব্লগিং এর মাধ্যমে।
আপনাদের আরেকটা কথা বলব যে, আবেগের বশে ব্লগিং লাইফে আসা ঠিক হবে না। আপনার প্রচুর ধৈর্যের নিশ্চয়তা থাকলেই কেবল এদিকে ভিড়ুন, অথবা নয়।
আপনার যদি লেখালেখি করতে ভালো না লাগে তাহলে জোর করে ব্লগিং করা সম্ভব না। এক বড় ভাই বলেছিলেন, যাকে দিয়ে কোডিং হবে তাকে কোডিংই দেয়া উচিত ডিজাইন নয়। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে, আপনি এগিয়ে যেতে পারবেন কিনা। আপনার হয়ত মাস খানেক পর আর ভালো লাগবে না। এটা সবারই হয়, আমারও হয়েছিল। কিন্তু আপনাকে এই সময়টা পেরিয়ে যেতে হবে। আপনি যখন প্রথম মুনাফা পাবেন তখন আপনার সব কষ্ট মুছে যাবে নিশ্চিত।
তবে আজ নয়, পরবর্তীতে ব্লগিং এর প্রথম ক্লাশ নিয়ে খুব শিগ্রই আসছি।
আশা করি আপনাদের রেসপন্স পাব। দোয়া করবেন যেন ভালো থাকি।
Waiting for U Blogging Class.