ট্র্যাকিং নাম্বার না পেলেও এ্যাডসেন্স চেক ট্র্যাক করা সম্ভব (DHL)

এই ব্লগটা লেখা হচ্ছে মূল লেখার ভাবানুবাদ হিসেবে । মূল ইংলিশ ব্লগটা পাবেন - How to Track AdSense Cheque without Tracking Number?-Worldwide Applied

আপনারা যারা DHL এর মাধ্যমে এ্যাডসেন্সের চেক নেন তাদের জন্য এই সমস্যাটা হয় । আমার নিজের ক্ষেত্রেও বেশ কয়েকবার এ রকম হয়েছে, চেক বাসায় আসার পর গুগুল এ্যাকাউন্টে ট্র্যাকিং নাম্বার দিয়েছে । ২৮ ডলার ব্যয় করার পরও যদি আপনি জানতে না পারেন চেক কোথায় আছে তাহলে সমস্যা, তাই নয় কি? কিন্তু এটা সিস্টেমের সমস্যা, আমি আপনি তেমন কিছুই করতে পারবো না । বাংলাদেশে Security Express মূলত DHL এর কুরিয়ারের Agent. আমি যদি বলি আপনি যদি ট্র্যাকিং নাম্বার না পেলেও আপনার চেক ট্র্যাক করতে পারবেন!!? শেষবার যখন আমি ট্র্যাকিং নম্বর পেলাম না নেটে সার্চ দিলাম । কিছু তথ্য পেলাম ইন্ডিয়ান পাবলিসারদের নিকট থেকে, ওরা সিপমেন্ট রেফারেন্স নাম্বার ব্যবহার করে ব্লুডার্টে (DHL এর Indian Agent) এ্যাডসেন্স চেক ট্র্যাক করতে পারে । নিজের ক্ষেত্রে এটা দিয়ে চেষ্টা করলাম কিন্তু ইনকামিং রেজাল্ট ছিল শূন্য । এরপর যে কোনভাবেই হোক আমার পেমেন্ট নাম্বারের ১ম ০ (জিরো) বাদ দিয়ে ট্র্যাকিং করে ফেলি and Bingo!! আমি চেকের Full Details পেয়ে যাই ।

সুতারাং মূল বিষয় হচ্ছে আপনি ট্র্যাকিং নাম্বার না পেলেও পেমেন্ট নাম্বার দিয়ে এ্যাডসেন্স চেক ট্র্যাক করতে পারবেন, তবে আপনাকে অব্যশই ১ম ০ (জিরো) বাদ দিতে হবে ।

পয়েন্ট বাই পয়েন্ট –

DHL এর ওয়েবে যান - http://www.dhl.com/en/express/tracking/shippers_reference.html

আপনার এ্যাডসেন্সে লগইন করে পেমেন্ট থেকে লাস্ট পেমেন্টের ডিটেইলসে জাম্প করুন ।

পেমেন্ট টাইপ, পেমেন্ট তারিখ (সচারচর ২৫ হয়) এবং পেমেন্ট নাম্বার পাবেন ।

পেমেন্ট নাম্বারের ১ম শূন্য বাদ দিয়ে (699XXXXX) উপরের লিংকে Shipper’s Reference এ বসিয়ে দিন ।

পেমেন্ট তারিখ দিবেন আপনার এ্যাকাউন্টে যে তারিখ আছে । DHL – এ এ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না ।

Destination Bangladesh দিন ।

এখন ট্র্যাক করুন ।

[নোট – আপনার চেক আয়ারল্যান্ড (ডাবলিন) আসার আগ পর্যন্ত কোন তথ্য পাবেন না । তবে প্রতিদিন চেক করতে তো কোন সমস্যা নাই । আমার অভিজ্ঞতা থেকে বলছি পেমেন্ট ডেটের ৩-৫ দিন পর থেকে ট্র্যাকিং ইনফরমেশন আসা শুরু করে । আর এর মাঝে যদি ট্র্যাকিং নাম্বার পেয়ে যান তাহলে তো কোন সমস্যাই নাই । আপনি ট্র্যাকিং নাম্বার কখনো না পেলেও সমস্যা নাই । এ পদ্ধতি ১০০% সঠিকভাবে কাজ করে । প্রমাণ আমি ।]

Level 0

আমি writer2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    @এম আর ইসলাম: আপনাকেও ধন্যবাদ । আশা করি প্রয়োজনে এটা আপনাকে সাহায্য করবে ।

Amar kono somoyei problem hoy nai, Thanks… Nice ekta post debar jonno…

Level 0

আপনাকেও ধন্যবাদ । হ্যা, সমস্যা হলে অব্যশই কাজে লাগাবেন ।