রুটেড করে নিন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস 100% REAL WORKING!

“আসসালামু আলাইকুম”
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজ আমার পোষ্ট এন্ড্রয়েড এর রুটেড করা নিয়ে সবাই তারাতারি এদিকে আসেন।
Samsung কোম্পানির Galaxy সিরিজ সবার জানা। এই সিরিজ এন্ড্রয়েড চালিত স্মার্টফোন। তুলনামুলকভাবে কম দাম হওয়ায় অনেকেই এই সিরিজের সেট গুলোর প্রতি আকর্ষিত হচ্ছে।
এই সিরিজের উল্লেখযোগ্য ফোন গুলো হলঃ 1. Samsung Galaxy Ace
2. Samsung Galaxy Y (Young)
3. Samsung Galaxy S
4. Samsung Galaxy S II
5. Samsung Galaxy S III
6. Samsung Galaxy Note
7. Galaxy Tab ইত্যাদি………
এন্ড্রয়েড, ইউজার দের জন্য ফুল এক্সপেরিয়েন্স দেয় না। ফুল এক্সপেরিয়েন্সের এন্ড্রয়েড সেটগুলো রুট করা লাগে। রুট করলেই ফুল এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব। এটা মুলত এন্ড্রয়েড এর দোষ না। দোষ হল কোম্পানির যারা এন্ড্রয়েড এর উপর ভিত্তি করে সেট বানায়। এক্ষেত্রে আরো এগিয়ে Samsung. এরা কোনমতেই সেট রুট করতে দেয় না। অনেক কায়দা – কৌশল করে সেট রুট করতে হয়। কয়েক দিন আগে এক ভাই বলছিল যে অ্যান্ড্রয়েড এ ফ্রী ইন্টারনেট চালানোর কথা কিন্তু আমার দিভাইস তা রুটেড ছিল না বলে চালাতে পারলাম না। আমার মোবাইল হলো Samsung Galaxy Ace GT-s5830L. এই পোষ্ট পাওয়ার পর থেকেই আমি ভাবছিলাম কিভাবে রুট করা যায়।খুজতে খুজতে আজকে পেয়ে গেলাম অফিসিয়াল ICS update। যা আমি ব্লগের Samsung Galaxy Ace S5830 ইউজার দের সাথে শেয়ার করব। আমি যে ডাউনলোড লিঙ্ক দিব সেটাই ইন্সটল ও Cyanogen Mod 9 for ace ( যাদের Gio তারা Cyanogen Mod 9 for Gio ডাউনলোড করবেন ।Cyanogen Mod 10 এখন Beta ভার্সন এ আছে তাই এটা ইন্সটল না করাই বেটার।এরপর Dialandroid সাইটে দেখানো মত (এজন্য Clockwork recovery mode ইন্সটল করা থাকতে হবে) তারপর সব ডাটা ওয়াইপ করে ইন্সটল করবেন নিচের .zip ফাইলটি। ইন্সটল করতে সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। সেট বুট করতে লাগবে আরও পাচ মিনিট। তো আপনাকে ICS উপভোগ করতে লাগবে মাত্র ১০ মিনিট সময়।ফাইল টি (১২৭) এমবি
সুবিধা সমূহঃ
১। বিল্ট-ইন বাংলা সাপোর্ট পাবেন।
২। প্রসেসর আরো ফাস্ট হবে
৩। রুট সুবিধা পাবেন।
৪। সম্পূর্ণ নতুন নতুন ওয়ালপেপার ও লাইভ ওয়ালপেপার পাবেন। বিভিন্ন রিংটোন পাবেন।

এই সফটওয়্যার টি যদি আপনার দরকার হয় তাহলে

এখানে ক্লিক করুন।
http://www.mediafire.com/?qi9m8sqgs6qg399
নিয়ে নিন ওডেস্ক এর ১০০% পূর্ণ প্রোফাইল। গ্যারান্টি দিলাম আপনার প্রফাইল হবে প্রফেশনালদের মত। আয়ের অফুরন্ত সুযোগ, দরকার শুধু প্রফেশনাল লুক প্রফাইল আর জানা দরকার কাজ। এবার ইনশাআল্লাহ্‌ কাজ পাবেনই। এখানে ক্লিক করুন।

Level 0

আমি areyoumeem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

http://www.pchelplinebd.com/archives/48448 পূর্বে এখানে প্রকাশিত।

Level 0

bhai…..amar note 2 ki root korte parbo…..jodi pari….tobe process ta bolen……

Level 0

ভাই আমি সঠিক বলতে পারব না। তবে পারার কথা।

In this method can i root my ace 2

Level 0

ভাই জিপ ইনস্টল করবো কিভাবে ???/

ভাই রুট বিষয়ে আমার কোন জ্ঞান নেই আমি যে সেটটি ব্যবহার করছি সেটি Samsung galaxy music duos GTs6012 আমি শুধু জানি সেট রুট করলে এর ওয়্যারেন্টি থাকবেনা। কিন্তু সেট রুট করলে কি কি সুবিধা পাবো তা বিস্তারিতো জানিনা। আপনি শুধু বললেন “এন্ড্রয়েড, ইউজার দের জন্য ফুল এক্সপেরিয়েন্স দেয় না। ফুল এক্সপেরিয়েন্সের এন্ড্রয়েড সেটগুলো রুট করা লাগে। রুট করলেই ফুল এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব।” কিন্তু এই ফুল এক্সপিরিয়েন্স কি কি তা কি একটু ফুল করে জানানো যাবে? টিউনের জন্য ধন্যবাদ

ভাই আমার এ্যানরোইড সিমফনি w20. এটার রুট করব কিভাবে?? একটু জানান বসরা খুবই ফাপড়ে আছি।

সায়ানোজেন মড ইন্সটল করাকে আপ্নি স্যামসাং রুট করার পদ্ধতি বলে চালিয়ে দিলেন?

>>>>>সবাইকে বলছি, এই পদ্ধতিতে আপনার মোবাইলের অফিসিয়াল রম আনইন্সটল হয়ে যাবে। ফএল অরিজিনাল ফিচার গুলো পাবেন না আর। সাবধান থাকুন। <<<<<<

বিস্তারিত লিখেন কিছুই বুজলাম না । কিভাবে রুট করবো ? কি ? কি? সফটওয়্যার লাগবে ? কোন স্টেপ এর পর কোন স্টেপ যাওয়া লাগবে । ইত্যাদি