ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোড করার জন্য সব থেকে ভাল ডাউনলোডার হচ্ছে আই ডি এম। আমরা যারা আই ডি এম ব্যবহার করি এদের মধ্যে অনেকেই ব্যবহার করি আই ডি এম এর ট্রায়াল ভার্সন। যার কারনে এক মাস পর আর ব্যবহার করা যায় না। কিন্তু যদি রেজিস্ট্রেশন করে নেওয়া যায় তবে কোন সমস্য নেই। কিন্তু সমস্য হল রেজিস্ট্রেশন ভার্সন তেমন পাওয়া যায় না।
আমি অনেক চেষ্টা করে আই ডি এম ৫.১৮.২ এর রেজিস্ট্রেশন কী পেয়েছি। যদি কারো প্রয়োজন হয় নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
http://earnmoneydetails.blogspot.com/2010/01/free-download-idm-5182-full-version.html
ডাউনলোড করে জিপ ফাইল আনজিপ করুন । এবার আই ডি এম ইনস্টল করুন ( যদি ইনস্টল করা না থাকে )। এবার আই ডি এম ইনস্টল করতে idman518.exe ফাইলটি তে Click করেন। Setup শেষে PC Restart চাইবে , Restart দিন। এবার PC Open হলে IDM 5.18.2.full by chocolaty boy\IDM 5.18.2.full by chocolaty boy নামে ফোল্ডার এর ভিতর থেকে idm.reg ও IDMan.exe ফাইল দুটি কপি করুন। এবার C:\Program Files\ এ গিয়ে Internet Download Manager নামে ফোল্ডার টি Open করে এর ভিতর পেস্ট করুন। একটা মেসেজ দেবে OK করুন। এবার IDMan.exe ফাইল টি Open করুন। এবার idm.reg ফাইল টি Open করে OK করুন। এবার PC Restart দেন। এবার আই ডি এম এর আই কন (PC এর Taskbar এর ডান পাশে)এ Click করে Open করুন। এবার Registration মেনু তে Click করে দেখুন, Order Online এর নিচে Registration লেখাটি Hidden হয়ে গেছে। তার মানে রেজিস্ট্রেশন কম্পিলিট। এখন আপনার আই ডি এম ৫.১৮.২ ফুল ভার্সন হয়ে গেল।
আমি তানজিলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Lots of thanks…