অবৈধ 'ভিওআইপি'র ব্যবহার বন্ধে বেসরকারি খাতে আরো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক 'কল টার্মিনেশনে'র অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার সুযোগ রেখে টেলিকমিউনিকেশন সার্ভিস সংশোধিত নীতিমালা (আইএলডিটিএস) এর খসড়া অনুমোদন করায় যে কেউ ভিওআইপি ব্যবহারের অনুমতির আবেদন করতে পারবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "বৈঠকে ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকম্যুনিকেশনস সার্ভিস (আইএলডিটিএস) পলিসি, ২০০৯ (সংশোধন) এর খসড়া অনুমোদন করা হয়। বেসরকারি খাতে আরো লাইসেন্স দেওয়ার সুবিধার্থে মন্ত্রিসভায় এ খসড়া অনুমোদন দেওয়া হয়।"
খসড়া নীতিমালার বিষয়ে জানতে চাইলে টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে লাইসেন্স পাওয়া যে কেউ কল টার্মিনেশনের সুযোগ পাবে। তবে সরকার প্রাথমিকভাবে একটি নম্বরের নিয়ন্ত্রণ রাখবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্য মন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আবুল কালাম আজাদ বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী টেলিকমিউনিকেশন খাতকে 'কুক্ষিগত' না রেখে সবার জন্য অবাধ করে দিতে চান। এ জন্যে আগের নীতিমালায় সংশোধনী এনে একই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একাধিক ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার বিধান রাখা হয়েছে।"
সূত্র বিডি নিউজ২৪.কম
আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not Allow
অনেক অনেক ধন্যবাদ , বাংলাদেশ সরকার কে