Facebook লগ ইন এপ্রোবাল (আমার ক্ষেত্রে যে ভাবে কাজ হয়েছে)

২০০৯ সাল থেকেই ফেইসবুক ইউজ করা শুরু করি। তার ই ধারাবাহিকতায় ২০১১ সালে (খুব সম্ভব) ফেইসবুক লগ ইন এপ্রোবাল নামে একটি সার্ভিস শুরু করে। ভালোই সুবিধা।

কিন্তু সমস্যা দেখা দিলো গত ২৩ তারিখ থেকে। সিকিউরিটি আর ও সিকিউরড করতে গিয়ে ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করার পরেই বাধলো বিপত্তি। আমার মোবাইলে তো আর security code আসেনা। ১০-১২ বার ট্রাই করলাম। ই-হুম, যেই লাউ সেই কদু। দিলাম কাস্টমার (বলদ) কেয়ারে ফোন। এক জন কল রিসিব করার পর বিস্তারিত বুজিয়ে বললাম। ভালোই রেসপন্স করলো। বললো যে দেখছে বিষয় টা। একদিন গেলো কোনো খোজ নাই। পরে আবার ফোন দিলাম কাস্টমার কেয়ারে। এক বলদ আমাকে GP -এর নিয়ম শেখায় আর যথারীতি উত্তর এটা আমাদের দেখার বিষয় না। আধ ঘন্টা পরে আরেক টা কল দিলাম। উত্তরে উনি দশ বার স্যার ডেকে-আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? আমি যা বলার তাই বললাম। প্রত্যুত্তর পেলাম, আপনাকে feedback এর জন্য February এর ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ভাবেই ৩ দিন চলে গেলো  । কিছু থেকে কিছুই হয়না। তাই নিজেই নিজের ডাক্তার হুয়ে গেলাম।

1 লিখে 3266573 -te send করলাম। একটি  massage আসলো . tarpor calu holo shei login approval

Later, I will write details . Now, I'll go to medical for en emergency case. Sorry for my inconvenience.

Level 0

আমি Mohammed Gulzar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tahole porei korten tune !!!

@ফয়সাল মুন্সী: gopal varer joke to mone hochse poren nai kokhono, porle a rokom comment korten na. Ami tune ti tader jonn e koresi jara aei problem face korche. So gaye pore faltu comment korar proyojon silo na. Tune er title dekhei to apnar bojar kotha kii niye tune hoyese (jehetu apni nijeke onk pondit vaben).

    @Mohammed Gulzar Mind ur language …. ami ki bolci r apne ki boltecen…….last line a lekhcen j “””Later, I will write details .Now, I’ll
    go to medical for en emergency
    case. Sorry for my inconvenience”” koi er por r kno.detail den nai Beshi pondit mone koiren na nijek…

      @ফয়সাল মুন্সী: Shouldn’t you mind your language as well as mentality? আমি টিউনে কী বলতে চাইছি আর আপনি কমেন্টে কী লিখেছেন? আপনি লিখেছেন টিউনটি পরে করলেই পারতেন। হ্যা, আমি পারতাম। তবে আমার নৈতিক দায়িত্ববোধ (moral responsibility) আছে, কাউকে সাহায্য করার মানসিকতা আছে। যখন দেখলাম এই প্রবলেম নিয়ে ২-৩ জন টিউন করেছেন, আর ও অনেকে কমেন্ট করেছেন। তখন সেই তাড়না থেকে টিউন করেছি, নিজেকে পন্ডিত হিসেবে জাহির করতে নয়। আমি কোন টিউনের মাঝে সামান্যতম অস্পষ্টতা রাখি না বা রাখতেও চাইনা (এমনকি আমার বর্তমান টিউনটি ও অসম্পুর্ণ নয়, তবে শেষের দিক টা খুব ই সংক্ষিপ্ত এবং কারন টা ও আমি উল্লেখ করেছি । যদি থেকে থাকে তা আমার অজ্ঞতা, অক্কমতা) । তার ই ধারাবাহিকতায় আমার টিউনের শেষে লেখা ছিলো ঐ কথা। আমার যতদূর মনে হচ্ছে, আপনি এই টিউন টি সম্পুর্ণ পড়েন নাই অথবা এই প্রবলেম ফেস করেন নাই। – করলে এই কমেন্ট করতে পারতেন না। আমি আপনাকে গোপাল ভাড়ের গল্পের একটু হিন্টস দিচ্ছি, গোপাল ভাড় যে রাজ সভায় থাকতেন সেই রাজার একটি ছেলে হলো। সবাই খুশিতে বিভিন্ন রকমের (আনন্দ দায়ক) কমেন্ট করছে। গোপাল ভাড় কে জিজ্ঞাসিবা মাত্র তার মন্তব্য ছিলো……… । আশা করি গল্পটা মনে পড়েছে। তারপর ও যদি না বুঝেন বন্ধুদের কাছ থেকে জেনে নেবেন আশা করি। আমি আশায় থাকি কারণ আমি আশাবাদি মানুষ। আপনাকে আরেক টি কথা না বলে পারছিনা। পৃথিবীতে ৩ ধরণের অন্ধ আছে। |
      ১. জন্মান্ধ (ব্যাখ্যার প্রয়োজন দেখছি না)
      ২. না জেনে অন্ধ (যে না বুঝে অথবা না জেনে কিছু করে)
      ৩. জেনে অন্ধ ( যে বুঝেও না বুঝার ভান করে)
      আপনি কোন গ্রুপে পড়েন বুঝে নিবেন আশা করি।

        @ Mohammed Gulzar ami comment ta thatta tamasa kore kori nai apnar vlor jonnoi bolcilam…..R eto example dissen kno…Oil ur own machine…….

          @ফয়সাল মুন্সী: আমি গোপাল ভাড়ের জোকটা ও ঠাট্টার জন্য বলি নাই। গল্প টার ইংগিত ছিল প্রয়োজনীয়তার দিকে। এ টুকূ যদি বুঝতে না পারেন – at first you should fill oil in your own leaked machine. আর আমার ভালোর জন্য মানে? টিউন টা পড়লে অন্যদের কাজে লাগবে আমার নয়। আর যদি আমার ভালোর জন্য করে থাকেন then constructive criticism শিখেন destructive নয়। but your comment indicate the later one. ধন্যবাদ

    Level 0

    @Mohammed Gulzar: beshi kotha bolle amoni hoy
    “Later, I will write details . Now, I’ll go to medical for en emergency case. Sorry for my inconvenience.”
    ai kothata ai tunetay bola ki dorkar?????
    ajaira thakle maybe amoni kore manus >:(

আমার ও same problem please kow jodi janen tho bolen.

1 likhe 3266573 send kore dekhte paren.

Mohammed Gulzar ভাই টেকটিউনে প্রফাইল পিকচার দেয়ার সিস্টেম টা কিভাবে একটু বলবেন প্লিজ। দেখতেই পারছেন আমার নাম আছে কিন্তু ছবি নেই। আমার ছবি সেট করতে পারছি না।আপনার ছবিটা কিভাবে সেট করছেন? প্লিজ হেল্প মি………

Level 0

ভাই, বাচাইলেন ….. আমার টা ও কাজ হয়েছে……………………………………….অসংখ্যা ধন্যবাদ আপনাকে……..।

Level 0

@Mohammed Gulzar techtunes ar akjon sonmanito tuner ar sathe amon bebohar korata uchit hoy ni apnar
tune valo hoyeche……………..

i have faced the same issue and solved it as u mentioned… and it works…