ডাউনলোড করুন স্কাইটাচ নেটপ্লেয়ার ২.০(রেডিও রেকোর্ডার)

এটি আমার প্রথম পোস্ট হলেও আমি প্রতিদিন টেকটিউনস ভিজিট করি। আজ আমার বানানো একটি ছোট সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করছি।ইন্টারনেট টিভি দেখতে সাধারণত টিভি চ্যানেলের অফিসিয়াল বা নির্দিষ্ট কোন ওয়েব সাইট থেকে দেখতে হয় আর রেডিও ক্ষেত্রেও একই পদ্ধতি। ফলে উক্ত অনুষ্ঠান কম্পিউটারে সেভ করা যায় না। তবে একটি রেডিও/টিভি প্লোয়ার দ্বারাই যদি ইন্টারনেট টিভি দেখা এবং রেডিও শোনা যায় এবং রেডিও এর অনুষ্ঠান রেকর্ড করা যায় তাহলে কেমন হয়! এমনই রেডিও/টিভি প্লেয়ার হচ্ছে ‘স্কাই-টাচ নেট প্লেয়ার’। এতে রেডিও টুডে এবং রেডিও ফুর্তিসহ অনলাইনে প্রচারিত হওয়ার দেশ বিদেশের ৬০টিরও বেশী রেডিও চ্যানেল শুনতে এবং রেকর্ড করতে পারবেন। এই সফটওয়্যারটি সয়ংক্রিয় আপডেটিং সিস্টেম থাকার ফলে স্কাই-টাচ নেট প্লেয়ার এর সার্ভারে নতুন চ্যানেল যুক্ত করলে প্লেয়ারেও তা সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। প্লেয়ারে আলাদাভাবে চ্যানেল যুক্ত করা বা নতুন সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা নেই। মাত্র ২.৩ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://www.skytouch-software.com থেকে ডাউনলোড করতে পারবেন। নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে আরও মজার সব ফিচার। যমন আপনি চাইলে আপনার পছন্দের গান আমার সার্ভারে আপলোড করতে পারবেন যা প্লোয়ারে এড হয়ে যাবে এবং প্লেয়ার ব্যবহারকারী সবাই তা শুনতে পরবে, আপনি চাইলে ভিডিও ফাইলও এভাবে শেয়ার করতে পরবেন। তবে ফাইল সাইজ ৫ MB র ভিতর হতে হবে। আপরান ফাইল এটাচ করে পাঠাতে হবে এই ঠিকানায় [email protected]। এ ভার্সনে রেডিও এবং টিভি চ্যনেল গুলোকে আরও সুন্দর ভাবে সাজানে হয়েছে ফলে খুব কহজেই আপনি আপনার কাঙ্খিত চ্যনেল খুজে পাবেন।

Download

Level 0

আমি আকাশছোঁয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আলাদা একটা টান অনুভব করতাম। বিভিন্ন যন্ত্রপাতি বিশেষকরে ইলেক্ট্রনিক্সের প্রতি ছিলো আলাদা একটা ভালোবাসা। ইলেক্ট্রনিক্সের কোন খেলনা পেলে তা না খুলে দেখা পর্যন্ত মনে শান্তি পেতাম না। কেমন করে কাজ করে এগুলো এই প্রশ্ন ঘুরপাক খেতো মাথায়। বাসার টর্চলাইট থেকে শুরু করে বড়ভাইয়ের ক্যালকুলেটর কোন কিছুই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শুধু আপনাকে কমেন্ট দেয়ার জন্য লগইন করলাম। অসাধারন কাজ করেছেন, নিঃসন্দেহে চমৎকার। ধন্যবাদ আপনাকে।

ji vai thik bolesen thanks….
http://free-ngage-downloads.blogspot.com

ভাই আপনার তৈরিকৃত সফটওয়্যার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।আশা করি আরো সফটওয়্যার আমাদেরকে উপহার দিবেন।
http://24earnmoney.blogspot.com

এককথায় অসাধারন।অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 2

“অসাধারন”

jotil…….

খুব ভালো সফটওয়্যার।আশা করি আরো সামনে এগিয়ে যাবেন।

Level 0

ভাইয়া খুবই ভালো একটা সফটওয়্যার.আপনাকে ধন্যবাদ ।

সত্যিই অসাধারন।

Level 0

ভাইয়া
আমি আপনাকে কিছু বলে ছোট করতে পারবো না । শুধু এইটুকু বলতে পারি ,আপনি আমাদের দেশের সম্পদ।
চালিয়ে যান।

Level 0

ভাই ভালো পোষ্ট করেছেন।আপনাকে ধন্যবাদ ।ইন্টারনেট এ বাংলা ও হিন্দি চ্যানেল দেখার ভালো কোনো সফটওয়্যর এর নাম জানলে শেয়ার কইরেন।

Mojar Kintu

Shudu linkta update den plz