একসাথে চেক করুন ইয়াহু, জিমেইল, হটমেইল, আউটলুক, লাইভ সহ সব ইমেইল অ্যাকাউন্ট। আউটলুক ব্যাবহারের দিন এবার শেষ।

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে ইমেইলট্রে নামে একটি সফটওয়্যার শেয়ার করব। প্রথমেই বলে রাখি আপনারা যারা মাইক্রোসফট কর্পোরশনের আউটলুক সার্ভিসটি ডেক্সটপ বা ল্যাপটপে ইউস করেন তারা এই বিষয়টি সম্পর্কে খুব ভাল ভাবে অবগত আছেন। তারপরেও যারা বিষয়টি সম্পর্কে অবগত নন তাদেরকে বলছি, এই সফটওয়্যারটির (ইমেইলট্রে ) মাধ্যমে আপনি এক সাথে আপনার একাধিক ইমেইল অ্যাকাউন্ট ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক, লাইভ এর মেইল সহ প্রায় সব ইমেইল অ্যাকাউন্ট চেক করতে পারবেন। প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।

দেখে নেয়া যাক আপনি কেন (আউটলুক বাদ দিয়ে) এই সফটওয়্যারটি ব্যাবহার করবেনঃ

  •  এক ক্লিকেই একাধিক ইমেইল অ্যাকাউন্ট এর (ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক, লাইভ সহ প্রায় সব) ইমেইল চেক করতে পারবেন আর সেনডিং , এটাচমেনট  ইত্যাদি অন্যান্য মেইলিং সুবিধা তো থাকছেই। আর মেইলগুলো যেহেতু আপনার ডেক্সটপে নামানো হয় তাই অফলাইনে ও নামানো মেইলগুলো দেখতে পারবেন।
  •  সব চাইতে বড় সুবিধা আমার কাছে মনে হয়েছে এর ইজি সেটাপ সুবিধা। শুধু মাত্র সেটাপ এর সময় একবার আপনার ইমেইল অ্যাকাউন্টগুলর আইডি আর পাসওয়ার্ড দিন ব্যাস আপনার কাজ শেষ এর পরে আপনার মেইল গুলো একে একে এমনিতেই নামবে। অপরদিকে মাইক্রোসফট কর্পোরশনের আউটলুক সার্ভিসটি সেটাপ করা সাধারণ ইউসারদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার বিশেষত হটমেইল অ্যাকাউন্ট অ্যাড করা। আর নতুন আউটলুক  (ইমেইল) অ্যাকাউন্ট এর কথাতো বাদই দিলাম।
  •  এর ইন্টারফেস আউট লুক এর চাইতে অনেক সুন্দর।
  •  আপনার অ্যাকাউন্ট এর মেইল গুলো অটোমেটিকালি তিনটি কেটাগোরিতে সাজানো থাকবে। টপ প্রাইওরিটি, লো প্রাইওরিটি, নো প্রাইওরিটি। এবং অবশ্যই আপনি যে কোন মেইল এর প্রাইওরিটি ম্যানুয়ালি চেনজ করতে পারবেন।
  •  আপনার ডেস্কটপ এ একটি আইকন সবসময় শো করবে। কোন মেইল আসলে আপনি সেটা আইকন এ দেখতে পারবেন। যা আউটলুক এ আপনি পাবেন না।
  •  আরেকটি খুব ভাল ফিচার হচ্ছে যখনই আপনার টপ প্রাইওরিটির কোন মেইল আসবে সেটি আপনাকে ভয়েস আলারট এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বলা বাহুল্য, এটিও আউটলুক এ অনুপস্থিত।
  • সফটওয়্যারটির সাইজ  খুব ছোট (১৩ মেগাবাইট) তাই যারা আউটলুক সার্ভিসটি ব্যাবহার  করেন তারাও অন্ততপক্ষে একবার সফটওয়্যারটি ট্রাই করবেন। আর যারা নতুন তারাতো চোখ বন্ধ করে ব্যাবহার করা শুরু করবেন আশা করি।
  • ইমেইল সেনডারের ছবিও দেখতে পারবেন (আপ করা থাকলে)।
  • আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও এই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন। গুগল প্লে তে স্পেসিফিকেসন দেখতে ক্লিক করুন এখানে
  • Windows Xp/ Windows Vista/ Windows 7 Supported.

পিসির জন্য ডাউনলোড করতে ক্লিক করুন এখানে (অ্যান্ড্রয়েড ভার্সন ও আছে নীচে)

আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে জানাবেন।

আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub Khusi

    তাই নাকি ? যাই হোক ধন্যবাদ আপনাকে @আমিনুর

Level New

এইটা দিয়ে কি একাধিক জিমেইল,ইয়াহু মেইল এ লগিন করা যাবে আর সরবচ্চ কয়টা ইমেইল একাউন্ট যোগ করা যাবে ?

    এটা দিয়ে আমি জিমেইল,ইয়াহু, হট মেইল, আউট লুকের ইমেইল চেক করি।আর সর্বচ্চ কতগুলো একাউন্ট যোগ করা যাবে আমার সঠিক জানা নেই।তবে অনেক গুলো হবে জানা কথা।@ ওয়াহিদ খান।

    আকাধিক একাউন্ট একসাথে লগইন করার জন্য আপনি Free Firefox Addons MultiFox ব্যাবহার করতে পারেন। এটি দিয়ে আপনি আপনার পিসিতে যত খুসি তত আকাউন্ট লগইন করতে পারবেন।

চরম।।…।।…।।…।।…।।…।।…।।…।।…।।

Level 0

Download করে দেখি কেমন কাজ করে।
ভাল হলে আপনাকে ধন্যবাদ। ভাল না হলে কিছু বলব না।

    ভাল না লাগলেও আপনার মতামত জানাবেন আশাকরি।কারন এতে অন্যদের উপকার হতে পারে @Haque

      Level 0

      ভাই আমি ইমেইল এড করতে পারছিনা।কানেকশন ইরর,সকেট ইরর দেখায়। কি করা যায় বলেনতো।

        বেশকিছু দিন যাবত ইউস করতেছি বাট এইরকম কিছু তো দেখি নাই।বুঝলাম না।কানেকশন ইরর যেহেতু দেখায় আপনি আগে নেট কানেকশন এনাবেল করেন তারপরে ইমেইল অ্যাড করার চেষ্টা করেন।

          Level 0

          কানেকসন ঠিক আছে তবুও।

Level 0

ভাই সব ই-মেইল একাউন্ট একবার করে লগ ইন করে পাসোয়ার্ড দিতে হবে!!!!!!!!!!!!!!!!!!!!!! সিকিউরিটি কি যে, আমার পাসোয়ার্ড এই সার্ভিস প্রোভাইডার জেনে গেলো।

    ভাই আপনি কি পিসিতে অউটলুক ইউস করেন? যদি আউটলুকে একবারে আইডি, পাসওয়ার্ড দিতে সমস্যা না থাকে তাহলে ইমেইলট্রেতে দিতে কি সমস্যা ?

এমন এক্তি সফটওয়্যার খুজছিলাম অনেক আগে থেকে, তাই ডাউনলোড দিলাম। তবে, প্রশ্ন হল, পাসোয়ার্ড হ্যাক করে নাতো? যেমন, ইড্ডী সফটওয়্যার পাসোয়ার্ড চুরি করে স্পাম মেইল পাঠায়। এতা খুবই বিরক্তিকর! :-/

    ভাই আমি অউটলুকে যেই spam মেইলগুলো পেতাম এখনও ওইগুলোই পাই 🙁 আর এইগুলা পাওয়ার কারন হচ্ছে ব্লগের প্রয়োজনে এত এত সাইট এ রেজিসট্রি করেছি। অর্থাৎ খাল কেটে কুমির আনার কাজ যদি আপনিও এমন কিছু করে থাকেন তাহলে কিচ্ছু করার নাই তবে এই সফটওয়্যার এর কারনে অতিরিক্ত spam মেইল আমি এখনও পাইনি।

      @Ahmed Mohammad Rasel: আমি তেমন কন ব্লগের সাবস্ক্রিপশন রিসিভ করি না। আপনি এক কাজ করতে পারেন, যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে ব্লগ গুলো থেকে আর.এস.এস ফিড আনসাবস্ক্রিইব করে নেন। তাহলেই আর বারতি মেইল পাবেন না।! 🙂

        হু ম ম…আনসাবস্ক্রাইব করে স্পাম বন্ধ করা যায়। তবে বিরক্তির কারনে আলদা আলাদা করে আনসাবস্ক্রাইব করা হয়ে উঠে না 🙂

Level 0

This is a Fantastic software…you don’t need to open it like outlook. when windows will start it will start automatically and will notify you when new email araives in your account. Most fantastic section is that..you can control your all mail account from this emailtray. whatever you do in the email tray, the same thing will happen with your server email accout …..Thanks Rasel for that post….

You are most welcome dear Rezwan.

Level 0

মেইলের স্টোরেজটা কোথায় থাকে, পিসি তে নাকি অনলাইন এ।

    মেইলের স্টোরেজটা থাকে পিসিতে.

Level 2

Bhia signature add hoi na.. regiset key koi pabo…

Level 2

crack version thakle link ta bolen pls

    ভাই আমিতো সরাসরি ইমেইলট্রের ওয়েবসাইট থেকে ফ্রী ভার্সনটা শেয়ার করেছি।আমার কাছে ক্র্যাক ফাইল বা ভার্সন নাই। আর signature add করার জন্য প্রিমিয়াম ভার্সনএ আপডেট করা লাগবে।

    Become a Premium user!

    If you upgrade you will be able to:

    Create and modify individual signatures for any of your email accounts
    Have your signatures stored on our servers and synced between your copies of EmailTray installed on various devices
    Password protect your mail database, contacts and other personal data

ভাল একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্নবাদ… 🙂

    স্বাগতম বাপ্পী ভাই।টিটিতে নতুন কিছু শেয়ার করতে পেরে আমিও আনন্দিত 🙂

অনেক ধন্যবাদ ভাই

google- 2 step verification support kore na… 🙁

    2 step verification enable kore rakhle to instant verification code mobile e ashar por then oi cade
    diye account e access korte hoy.tahole kivabe support korbe bole asha rakhen ???

ইমেইল হ্যাক হওয়ার সম্ভবনা আছে কি ?