১০০ টাকায় ১ জিবি ও ৫০০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট চান ? আমাদের কি করা উচিত।

আজকে সকালে টেকটিউনসে মাহাবুব ভাই এর  একটা  জটিল পোস্ট দেখলাম, খুব ভাল লাগল দেখে  তাই পোস্টটি লিখলাম ।

অনেক দিন ধরে ফেসবুকে , বিভিন্ন ব্লগে ইন্টারনেট এর মুল্য বা ব্যান্ডউইথ এর দাম পরিবরতন এর জন্য ।

কিন্তু ভাল কোন পদক্ষেপ নেওয়া হয় নাই , আমাদের সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ ই নিল না

। কিন্তু এ ভাবে আর কত দিন বিটিসিএল বলেছিল  ইণ্টারনেট এর দাম নাকি কমানো হবে , কিন্তু কই কোন নাম গন্ধ ই নাই ।

একটা ব্যাপার সবাই চিন্তা করুন জখন মোবাইলের কল রেট ছিল ৮ টাকা মিনিট তখন কার সময়ে ইন্টারনেট এর মুল্য আর এখন কল রেট ১০ পয়সা পার সেকেন্ড মানে ৬০ পয়সা  মিনিট এখন কার ইন্টারনেট এর মুল্য একটু খেয়াল করে দেখুন তফাতটা বুঝতে পারবেন ।

তখন কার ব্যান্ডউইথ এর মুল্য ছিল কত আর এখন মাত্র ৮০০০ হাজার টাকা , তার পর ও আমরা এর কোন ফল পাচ্ছি না  কিন্তু কেন ? এর মুলে রয়েছে সরকারের অব্যাস্থাপনা , কারন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এই  জন্য সরকারে খেয়াল থাকে বিভিন্ন দিকে , জদিও আমাদের সরকার আমাদের বলেছিল ২০২১ সালের ভিতর বাংলাদেশ ডিজিটাল করবে , কিন্তু যদি ইন্টারনেট এর এই আকাশচুম্বি দাম থাকে তাহলে ২০২১ সাল তো ভাল ২০৫০ সালেও দেশ ডিজিটাল হবে না । কারন আমাদের এই দেশ এ শতকরা ৮০% ইন্টারনেট ব্যাবহার করে স্টুডেন্টরা , তাদের পক্ষে মাস শেসে বিশাল অংকের টাকা দিয়ে ইন্টারনেট চালাতে হিমসিম খেতে হয় । কারন আমাদের দেশে ১জিবি ইন্টারনেট এর দাম ৩০০ টাকা ( গ্রামিনফোন ) ২৭৫ টাকা ( সিটিসেল , বাংলালিংক , রবি , এয়ারটেল ) , আর ১ জিবিতে ১ মাস চালানো যে কত দুস্কর ।

এর সাথে আবার জোগ হয় ১৫% ভ্যাট বোঝেন ঠ্যালা কত । মানে ১০০ টাকার নেট কিনলে ১৫ টাকা দিতে হবে সরকার কে , আমাদের সরকার বলছিল ইন্টারনেট থেকে নাকি ভ্যাট উঠাইয়া নিবে কিন্তু কবে ? আর ইন্টারনেট এর স্পিড এর কথা আর না বললাম , সবাই জানেন যে এক এক কম্পানি এক এক ডায়লগ নিয়া আসে বলে আমার কচ্চপ না আমরা ঘোড়া কিন্তু সবাই জানে যে আসল কাহিনি কি ।

২০১২ সালের হিসাব মতে বাংলাদেশ এ ব্যান্ডউইথ ছিল ২০০ গিগা বাইট পার সেকেন্ড কিন্তু এর মধ্য আমরা সাধারন জনগন মাত্র ২৬ গিগাবাইট পার সেকেন্ড ব্যবহার করিছি তাহলে বাকি টুকু কই গেল , তবে আমাদের এই দেশ এ কত ব্যান্ডউইথ আসে কত খরচ হয় বা পাবলিক এর মাজে বিতরন করা হয় তাহ হিসাব কেউ সঠিক ইনফরমেসন দিচ্ছে না বিস্তারিত জানতে মাহাবুব ভাই এর এই পোস্টটি পরুন

তাহলে এই সময়ে আমাদের কি কিছুই করার নাই ?

আছে অবশ্যই আছে , ১৯৫২, ১৯৭১ সালে আমারা যেভাবে সবাই এক হয়ে পাক সেনাদের পরাজিত করেছিলাম ঠিক সেই ভাবে আজ আমারা সবাই এক হয়ে রক্তচোশা মোবাইল অপারেটর , ওয়াইম্যাক্স কোম্পানির কাছ থেকে আমাদের দাবি দাওয়া পুরন করতেই হবে । বাংলাদেশ এ প্রায় এক কোটি ইন্টারনেট ব্যাবহার কারি আছে এর মধ্য প্রায় ৮০% ই স্টুডেন্ট । আমারা যদি এই ৮০% স্টুডেন্ট এর ভিতরে ৫০-৬০% স্টুডেন্ট নিয়ে এগিয়ে আন্দোলন করা জায় তবে আশার আলো দেখা জাইতে পারে ।

ইন্টারনেট এর মুল্য কমানোর জন্য যে পদক্ষেপ নেওয়া যেতে পারে 

১ - প্রথম দরকার আমাদের একজন ভাল নেতা বা লিডার যে আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে , টেকটিউনসে অনেক ভাল লিডার আছে দেখেন কেউ আসে কিনা ।

২ - এর পর প্রতি বিভাগে এক জন লিডার নিরবাচন করতে হবে , তার নেতৃতে প্রতি বিভাগে প্রথম মানব বন্ধন হবে ।

৩ - এর পর প্রতি জেলার এক জন করে লিডার নিরবাচন করতে হবে তার নেতৃতে প্রতি জেলার প্রথম মানব বন্ধন হবে, জানি আমাদের এই সরকার এর মানব বন্ধন করলে কোন মাথা ব্যাথা নাই , কারন আপনার ভালই জানেনে তার পর ও জাস্ট শো ।

৪ - কিন্তু আমাদের সকল বিভাগ, জেলার, থানার সকল স্টুডেন্ট রা যদি এক হয়ে আন্দোলন করতে পারি তাহলে সরকারের মাথা নিশ্চই  নরবে । কারন দশে লাঠি একের বোঝা ।

কিন্তু আমাদের আন্দোলন টা যেন মোবাইল ব্যাবসাইদের মত না হয় , মাঝ নদীতে যেন নৌকা ডুবে না যায় , মাঠে যদি নামতে ভাল মত নামতে হবে সব প্রস্তুতি নিয়ে ।

আর আমাদের আন্দোলন হবে ফেসবুকের মাধ্যমে ।

এ ছারা কারও কোন অন্য আইডিয়া থাকলে জানান

কে কোন জেলায় আছেন  কমান্ড করেন এবং কে কোন জেলায় দায়িত্য নিবেন জানান খুব শিগ্রি আসছে বিশাল আন্দোলন

ফেস বুকে জোগ দিন খুব তারাতারি আসছে জেলা ও বিভাগিয় আন্দোলন লিংক

আপনারা সবাই পাশে থাকলে জয় আমাদেরই ।

জাই হোক না কেন আমাদের সবার মনের প্রানের এক দফা দাবি ১০০ টাকার ১ জিবি   ৫০০ টাকায় আনলিমিটেড আর স্পিড হবে মিনিমাম ২৫৬ কেবিপিএস ।

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় গুলোতে campaign করা দরকার

গ্রামিনফোন, সিটিসেল , বাংলালিংক , রবি , এয়ারটেল এদের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে ওইখানে এই দাবিগুলো লিখলে সবচেয়ে ভাল হবে। কিন্তু ভাই তারা ভারতীয় আর পাকিস্তানি ওয়েবসাইট হ্যাক করা নিয়ে ব্যস্ত আছে। এই রক্তচোষা মোবাইল অপারেটর দের ওয়েবসাইট হ্যাক করার সময় কই তাদের হাতে……।।

    Level 0

    @মাহমুদুল হাসান:
    ভাই ওয়েব সাইট হ্যাক করলেই সব কিছু হয় না আর ওদের ওয়েব গুলা অনেক পোটেকশন দেয়া আছে

    @মাহমুদুল হাসান: ভাইয়া আপনার কথা সাথে আমার মত ১০০% আমি হ্যাকিং শিখতেছি …… সব শালা দের কে বুঝব । আমাদের হাঁকার ভাইদের কাছে এই দাবি টা রইল । প্লিজ আমাদের কে বাচান । মিয়া ১ মাস প্রাইভেট না পরে এই ইন্টারনেট চালাই । খুব কষ্ট লাগে ।

      @নিউ আইটি ওয়ার্ল্ড: ভাই আমারতো সারারাত জেগে ফ্রিল্যান্সিং করে এই টাকাগুলো দিতে হয়। তাই আমারও খুব কস্ট লাগেরে ভাই

      Level 0

      @নিউ আইটি ওয়ার্ল্ড: ভাঈ আমিও আপনার মত খুব কস্ট করে নেট চালাই আসেন সবাই মিলে আন্দোলন করি

        @kaif hasan: সারা মাসে পড়ালেখার ফাকে আয় করি ব্লগিং করে আয় হয় ৪০০০ টাকার মতন। তার প্রায় অর্ধেকই চলে যায় ইন্টারনেটের খরচে তাও লিমিটেড। যখন দেখি পাশের দেশের জনগন অর্ধেক খরচে ডাবল স্পীডে অফুরন্ত ইন্টারনেট ব্যবহার করে তখন খুবই কষ্ট হয়।

    @মাহমুদুল হাসান: মাহমুদুল হাসান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত।

কাজটা কবে শুরু হবে । না আলোচনাই চলবে সারা বছর ?আমাদের উপরে কি ভয় আর অলসতা ভর করল ।এই কাজটা আরও আগেই শুরু করা উচিত ছিল।যা হক শেষ পর্যন্ত শুরু হয়েছে এটা শুভ লক্ষন । ওয়েবসাইট হ্যাক করা এটা বেআইনি ।আমরা শান্তি পূর্ণ উপায়েই আমাদের দাবি পুরন করতে পারি এবং আধুনিক কালের ভ্যাম্পাইরদের শায়েস্তা করতে পারি।জেনে রাখুন আমরা তরুন্রা বিরাট শক্তি ।যদি কোন ভাবে একটু রাস্তায় বের হওয়া যায় দাবি আদায় না হয়ে যাবে কোথায় ?
তবে এর কারনে রাস্তা ঘাটে ভাংচুর আমি সমর্থন করি না ।
যদি এই দাবি নিয়ে কেউ রাস্তা ঘাটে ভাংচুর করে দেশের সম্পদ নষ্ট করার পায়তারা করে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

    Level 0

    @banglarchele:
    জি ভাই শান্তি পুরন ভাবেই আমাদের সব কিছুই করতে হবে

ভাইরে কত বছর আগে থেইকা চিক্কার পারতাছি, কিন্তু কাম হয় নাই । এখন যদি হগলে মিল্লা একটু চিল্লাই ……

Level 0

আপনার সাথে আছি। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আর লেখককে অনেক ধন্যবাদ।

প্রথমে মানব বন্ধন, ১টা নির্দিষ্ট দিনে দেশের প্রত্যেক জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, সারাদেশে একটা নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকা ইত্যাদি করা যেতে পারে।

      @Tanvir Mustafa Joy: অনলাইন পত্রিকাগুলো বেশ ভাল প্রভাব ফেলতে পারে। তারা যদি প্রতি দিন এক ঘন্টা করে হোম পেজে ইন্টারনেট খরচ ও স্পীড নিয়ে একটি আর্টিকেল রাখে তবে বেশ ভাল সাড়া আসতে পারে।

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ , আমরা সবাই আছি ………। দরকার হলে নিজের ( সরকারি সাইট গুলো হ্যাক করে এই দাবির কথা লেখে দেব ) আমি হ্যাকিং শিখতেছিমাএ । পারলে শালার আর নাই বলি ।। সবাই কে মিলে কাজ করতে হবে ।

এখনি সময় রক্তচোষাদের বিরুদ্ধে আন্দোলনে নামার। তাই আমাদের সবার উচিত এক হয়ে তাদের বিরুদ্ধে রুখে দারানো এবং তাদের বিষ দাঁত ভেংয়ে দেওয়া । আর না হলে আপনার আমার সোনার বাংলাদেশ কখনো ডিজিটাল বাংলাদেশ হবে না।
হে বাঙ্গালি, আপনারা কি ভুলে গেছেন ১৯৭১ এর কথা?

    Level 0

    @Tanvir Mustafa Joy: কে কোন জেলার আন্দোলন এর দায়িত্য নিবেন কমান্ড করেন

কেউ ভুলি নাই ।আবার নতুন যুদ্ধ হোক আর তা হোক ইন্টারনেট এর থেকে পোকাদের বাছাই করতে?

Level 0

আমাদের দাবি গুলো প্রত্যক্ষ ভাবে আন্দোলনের মাধ্যমে জানাতে হবে

Level 0

সময় এসেছে প্রতিবাদ করার . সরকার কে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে

দাবিটার একটু সংশোধনী দরকার । ৫০ টাকায় ১ জিবি ইন্টারনেট আর ২৫০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট চাই ।

ভাই আমি ১০০% একপায়ে দাড়াইয়া আছি। খালি একটা বাশির আোয়াজ । দে দৈার

amar comment ta modify kore apnar -post a post korar jonno onurod korci

Shunte kharap lagte pare..tobuo bolci..

*DEVStEAM== apnader uddog mohot…(vebecilam) kintu aki obosta apnader!!!!
ami ai mail dia akhane account open korci..r unara amar je koita mail account ai mail ar sathe add ace sobkoitate tader oi bissri advertisement korce..==ami protibad korci atar

kivabe devsteam valo kaj korte pare:
* so devsteam ar kase arokom email ace onek.(their main purpose to collect email, i think).to tara amader ai pochoronai help korte parbe

moderatorder request korci j ..devsteam-k request kore ata choraiya dite..(ontoto akta volo kaje sohoiyota koruk)

DevsTeam ::: sorry for this :: i appreciate your work but you take the wrong way to marketing you.

vul holeo maf chacci na..totally disappoint…to DEVSTEAM for it’s marketing system.

cheers

    Level 0

    @damnamsogood:

    Apnar sathe ak dom ak mot !
    Devsteam er ar ak pagol ace ” Badruddoza Mahmud Tuhin”
    Saradin khali Event er invite pathai. Ak din nished korlam tau Khali Invite pathai”
    Ato jodi marketing korte icca hoi tahole paid facebook add use korlei to pare !
    Parbe sudhu jonogon ke jhamela korte !

আর কোন উপাই দেখছিনা, আন্দোলন ছাড়া কোন কাজ হবে না ।

সাথে রইলাম।

Level 2

সরকারি বেসরকারি সাইট গুলু হেক করে সেখানে ইন্টারনেট এর দাম কমানোর জন্য বলা হক এবং হুমকি দেয়া উচিত যদি ইন্টারনেট এর দাম কমানু না হয় তাহলে এই হেকিং অব্বাহত থাকবে তাহলেই তাদেরকে শায়েস্তা করা যাবে।

    Level 0

    @mahmudkoli:
    হ্যাকার আছেন কে কে আসেন কাজ শুরু করি

ডিডস অ্যাটাক করে ওদের সাইট গুল ডাউন
করতে হবে। আমি মনেকরি আমাদের দেশের বড় বড় হ্যাকারা যদি আমাদের নিয়ে এক সাথে ডিডস অ্যাটাক করে তবে সাইট ডাউন করতে বেশি সময় লেগবে না। ডিডস অ্যাটাক সম্পর্কে জানতে এই লিংক এ জেতে পারেন।https://www.techtunes.io/hacking/tune-id/178099

Level 0

আমার তো রকত গরম হইয়া যাইতেছে ৷ সালাগো একটা শিক্ষা দেয়া দরকার…………………..

    Level 0

    @Dj Adil: ভাই রক্ত গরম করতে হবে না আপনি লীড দিতে পারবেন

আমি আছি রংপুরের জন্য সাথে আরও ১০০০ জনের বেশী

    Level 0

    @ডাঃ রায়হানুল এহসান: ভাই আপনি একটা দিন ঠিক করে সবাইকে আসার জন্য আহবান করেন আর রংপুরের লিডার দয়া করে আপনি হন আর ১০০০ হাজার + হলে তো আন্দলোনে কোন সমস্যাই নাই রংপুর বিভাগে আপনি আর বাকি আছে ৬ বিভাগ

    @ডাঃ রায়হানুল এহসান: ভাই আমি মিজন আমি রংপুরে থাকি আমি আপনাদের সাথে আছি (০১৭৫২১৮৫৯৪৬)আমার মোবাইল নং ।

Level 0

Banglalion e Post paid Name ak ta System ace !
Ami joto dur jani Post Paid holo pore pay korar system !
Jodi ai tai hoi tahole ai beyadop company gulo keno age taka nia ai package guloke postpaid boltece !
eder je ki korte icca hoi bole bojhate parbo na !

Level 0

আমাদের আন্দলন হবে অনলাইনে আর রাজ পথে কে কে আছেন

আমার প্রথম কমেন্টে আপনাদের সাথে সহমত হলাম…আন্দোলন চালিয়ে যাওয়া এবং এটা বাস্তবায়নের যতার্থ অনুরোধ জানাচ্ছি…সাথে আমিও আছি…বলেন কবে কখন কোথায় আসতে হবে…ফোন নাম্বের দিলাম…০১৭২০৬০২৮৯৩। ডাক দিলে এই বান্দা হাজীর।

আন্দোলন ছাড়া কোন কাজ হবে না … বাস্তবায়ন চাই আমি আছি আছি আছি আছি…..

সবার সাথে এক মত। সকলে আলোচনা করে ঠিক করেন আমাদের কি করতে হবে ???????????
দাম দিলাম কিন্তু ভাল মাল পেলাম না-(মানে স্পিড)ও পেলাম না…… আফসোস

সরকার ভিশন 2021 পূরনে স্বপ্ন দেখছে কিন্তু স্পিড না হলে কি সেটা পুরন হবে? বলদের কাম কি ছাগল দিয়ে হয়।

(((( লালমনিরহাট ))))) আমার জেলা এখনও বিটিসিএল এর ব্রেডব্যান্ড সার্ভিস থেকে বঞ্চিত। শালারা দের বছর থেকে ঘুরাচ্ছে আর বলছে আসবে আসবে। কিন্তু মজার ব্যপার হচ্ছে বিটিসিএল- প্রকৌলশী নিজেও জানেন না ব্রেডব্যান্ড সার্ভিস কি? কি ভাবে এর সংযোগ নিতে হবে ও দিতে হবে। অথচ প্রকৌশলী….. কোন বোকার রাজ্যে যে বসবাস করি?

Level 0

ঢাকা কলেজ অ্যান্ড বাংলা কলেজ থেকে হাজার খানেক পুলা বের করতে পারব ইনশাল্লাহ। শুধু আউয়াজ দেন।

আমরা সবাই আছি । শুধু আওয়াজ দিবেন

Ami aci Patuakhali sador road er kace. Ami manob bondon korte prostut. Patuakhalir kew thakle knock koren.

Level 0

post ta deke voy pailam

ভাই আমিও আছি আপনাগো লগে।

Level 0

Vai ami Khulna theke Apnader Sathe achi. Khuna K K thaken PLZ hat tulen. Haramider Bash debar jonno HACKING Sikhtisi,Dua Korben.

Level 2

ভালো লাগলো উদ্দোগ টা দেখে।কিন্তু বাস্তবাইত হবে না কি পদ্দা সেতু??

আমিওওওওওওওওওওওওওওওও আছি ভাই।
মোবাইল নাম্বার দিলাম ০১৮১৬৮৯৬৭৭১
কল দিবেন চলে আসবো
ওয়েব সাইট দিলাম http://www.mkhtanvirweb.tk
ইনফরমেশন দিবেন চলে আসবো…

আগে একটা Facebook এ Page খোলা হোক, যত দ্রুত সম্ভব কাজ শুরু করা উচিৎ।
লিডার দরকার কিছু দিনের ভিতর।
Page টা খুলে আওয়াজ দিয়েন।চলে আসব ইনশাআল্লাহ্‌……………

muio ak mot prokas korce.( halago gusti kilai )

Level 0

prostut achi vai rajshahi theke.

Level 0

Bai ame Narsingdi Theke Preparation Nicce

    Level 0

    @rafiqul28: ধন্যবাদ সবাই কে জানয়ে দিন খুব তারাতারি ডাক আছসে

    Level 0

    @rafiqul28: নিন খুব তারাতারি আমারা ডাকে আসছে

Level 0

We ARE WITH YOU.♥♥♥

Level 0

পোস্ট আপডেট করা হইছে আমাদের সাথে থাকুন ফেসবুক লিংক দিয়ে দিছি , সবার সাথে শেয়ার করুন আর আন্দোলন কে জাতিয় পরজায়ে নিয়ে জান ,সবার সহজোগিতা দরকার

Level 0

মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে বিষয়টি সদয় বিবেচনা পূর্বক দেশের স্বার্থে আপনি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিবেন। কারন আপনার সরকারের আমলে আইসিটি সেক্টরে প্রভূত উন্নতি সাধিত হয়েছে ।
@kaif hasan ধন্যবাদ ।

Level 0

এটাকে কলেজ , ইউনিভার্সিটি থেকে শুরু করা যেতে পারে। সবাই সবার কলেজ , ইউনিভার্সিটি তে একটা ক্যাম্প করুন।

Level 0

vai ami asi apnader satay barisal bivag ami dektay parbo amar monay hay prothomay amaderkay ektrito hoya prothomay dhakay baro koray ekta manob bandhon kara uchit
jemon amra ekanay anekai asi jader anek friend asi so jadi amra jadi 200 jan daitho nai taholay minimum 2000 up lok nia manob bandhon kara jabay vai ami please vai ekta din tik karen

    Level 0

    @raselnet: ভাই আপনি বরিশাল বিভাগে একটা ভাল দিন দেখে ডাক দিন আর ফেসবুকে এই পেজ় তা লাইক দিন সবার কাছে নিঊজ টা ছরিয়ে দিন

Level 0

vai amar monay hay prothomay dhakay amader ekta manob bandhon then amra anno bivagay jetay pari agay dhaka seita better habay vai

আমি আছি নোয়াখালীর, সাথে আছে আমার ছাত্র-ছাত্রীরা………থাকব না আর বসে থেকে … আন্দোলন চালিয়া যান আমরা আছি সবার সাথে… নোয়াখালীর গ্রুপ নিয়া বাহির হইব যদি আওয়াজ দেন…… ইনশাআল্লাহ আমরা জয়ী হবই…..

    Level 0

    @হোছাইন আহম্মদ:
    রেডি হন ভাই খুব তারাতারি এই নিউজ সবার কাছে দিতে পারলে আন্দোলন খুব তারাতারি হবে

Level 0

Bhiya…..
Ami Class 9 e Pori…..Ami Prothi Monthly 5000+TK oDesk Theke Income Kore 1450/- Net er Bill Tobuo Speed Khosshop Er Moto….
Ar valo Lagtese Nah….
Ami Sylhet Theke Ready Asi…..
…… ইনশাআল্লাহ আমরা জয়ী হবই……

Level 0

ফেসবুকে এই বিষয়ে একটি গ্রুপ খুললাম । নিজেদের সেখানে অ্যাড করুন । ওপেন গ্রুপ । অন্যদেরকেও অ্যাড করান। এখুনই সময় একসাথে কাজ করার । এরকম একটা বিষয় নিয়ে আগে ভেবেছি । আজকে এই পোষ্ট দেখে আগুন জ্বলে উঠল ।
গ্রুপের ঠিকানা নীচে দিলাম http://www.facebook.com/groups/reducenetbillbd/

Level 0

টেকটিউনে বরাবর বিচরণ করি, তবে নিরবে। আজ আর নিরব থাকতে পারলাম না বন্ধুগন। কুড়িগ্রামে আছি চিৎকার করার জন্য। নির্দেশনা পেলে চিৎকার শুরু করবো। অনুরোধ রইল এই লড়াইয়ে সামিল করার জন্য (০১৭১৬ ৯৪৩৬৫৪)।

    Level 0

    @ahannan: জি ভাই সবাই কে এই নিউজ টা আমারা জত তারাতারি দিতে পারবো তত তারাতারি আমাদের আন্দোলন হবে

Level 0

“‍‍‍‍‍দাবিটার একটু সংশোধনী দরকার । ৫০ টাকায় ১ জিবি ইন্টারনেট আর ২৫০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট চাই ।”
সহমত।
৫০ টাকায় ১ জিবি ইন্টারনেট আর ২৫০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট চাই ।

Level 2

সবাইকে ধন্যবাদ, সুন্দর মতামত প্রকাশ করার জন্য। তবে একটি কথা আমাদের সবার এ মতামত শুধুই মতামত হয়ে না রয় তার সঠিক বাস্তবায়ন করার জন্য সবার কাছে অনুরোধ করছি। তাহলে ইনশাআল্লা আমরা পারব।

Level 0

Vai Facebook a andolon kore ki lav. facebook a andolon korle BTRC kokhono amader andolon ter pabe na. R amader student 1 pa agale 10 pa pisia jay. age amader nijeder k change korte hobe. 1971 er mukti jodhar moto mone shahosh ante hobe. then andolon korte Field a namte hobe. Kaporosher moto Facebook a gejaile kono mobile oparetor k chodte parben na…………….

“জাগো বাহে কোনঠে সগায়………………,” উত্তর বঙ্গের জেলা কুড়িগ্রাম থেকে আমিও আপনাদের সাথে এক হয়ে সহমত প্রকাশ করছি, এই সমস্ত রক্তচোষা নেটওয়ার্ক অপারেটর এর বিরুদ্ধে সোচছার হওয়া একান্ত প্রয়াজন, ভাই আমিও আছি আপনাদের সাথে, বাবু কুড়িগ্রাম। ০১৭১৭০১৪০২২।

৪০০ টাকার প্যাকেজ। দেওয়ার সময় কথা ছিল ২৫৬ কেবিপিএস (যেটা আজ পর্যন্ত সপ্নেও পাই নাই) আর নেটওয়ার্ক না থাকা! এভাবে আর কতদিন চলবে? আমিও মোটামুটি কষ্ট করেই ইন্টারনেট চালাই! প্রতিমাসে যখন বাবার কাছে টাকা চাইতে যাই তখন নিজেরই খারাপ লাগে…
এভাবে আর কতদিন? ইন্টারনেট স্পীড নাই, কানেকশন নাই, আকাশ্চুম্বি দাম। আর কত সহ্য করবো? আর কত প্রতারিত হব?? আর সময় নাই বসে থাকার, আবার আন্দোলনে যেতে হবে।

ভাই ২৫৬ কেবি স্পিড মানে দাউন স্পিড ২৫-৩০ কেবি, জা এখনই আছে।ওইটা ঠিক করে ৫১২ লেখেন।কারন ৫১২ তে স্পিড ৬৪ কেবি।

Level 0

বরিশাল থেকে আন্দলনের জন্য প্রস্তুত আছি। যখন লাগবে ডাক দিবেন, ঝাপিয়ে পাড়বো ইনশাল্লাহ।

Chandpur thake Amio achi apnader sobar sathe …Chandpur thake r keo ki achen amar sathe ..

Level 0

সরকারকে এবার আসল ডিজি-টাল দেখাতে হবে।

vai amar motamot hole akon sorkar ar last somoy ai sujog ta hat chara kora ta darun bokami……….Government akhon j kono kisu positively nebe….ar sudhu Manob-bondhon korle hobe na tar sathe kisu effective kisu kote hoby.time is short

Level 0

vai title ta chage koren!!!!!!

ভাই আমি আছি । বিরুধী দল আদলন করে রাজ পথে , আমাদের আদলন হবে অনলাইনে! হেকার ভাইদে বলছি আপনারা আমাদের সহযোগীতায় এগিয়ে আসেন । সরকারের গুরুত্বপুর্ণ সাইট হেক করে দেন । আমাদের দাবি না মানা পর্যন্ত হেকিং কার্যক্রম চলতেই ………………………………………………থাকবে।।

প্রথম চিন্তা করেছিলাম কমেন্ট করব, কিছু Idea নিয়ে চিন্তা করছি। আজকের মধ্যেই আমার কিছু আইডিয়া(কিংবা একটি) আপনাদের সাথে শেয়ার করব যাতে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শালার অপারেটরদের শায়েস্তা করা যায়।

যাই হোক আজকের মধ্যে আমি আপনাদের সাথে কিছু আইডিয়া পোস্ট হিসেবে শেয়ার করব।
আশা করি আমরা এতে সফল হতে পারব।