ই-কমার্সের ধারণাটি আমাদের জন্য নতুন কিছু নয়। বরং নানা ধরনের কেনাকাটায় বাজারে বা শপিং মলে যাওয়ার ঝামেলার অবসান ঘটিয়ে দিয়ে বর্তমান নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশে পরিনত হয়েছে অনলাইন শপিং। ইতিমধ্যে যাত্রা শুরু করেছে হাজার খানেক দেশী অনলাইন শপ। এদের মধ্যে অন্যতম এক ই-কমার্স সাইটের নাম “Webshohor” । দেশের অন্যতম মোবাইল অপারেটর সিটিসেলের উদ্যোগে শুরু হয় “Webshohor” এর পথচলা।
ভোক্তা ও উৎপাদকের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে ই-বানিজ্য সেবাকে তৃনমূল শ্রেণিতে ছড়িয়ে দিতে বেশ কয়েক বছর ধরে কাজ করছে “Webshohor” । মাষ্টার কার্ড, ভিসা কার্ড এবং ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ডের মাধ্যমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ কেনাবেচা করছে “Webshohor” থেকে। খুব সহজেই অল্প কিছু তথ্য দিয়ে করে ফেলা যায় “Webshohor” এর রেজিস্ট্রেশন।
কেনাবেচা ছাড়াও “Webshohor” এর আছে ফ্রী অনলাইন গেইমিং, অনলাইন রেডিও, গান-নাটক ডাউনলোড, ই-বুক ডাউনলোড, মেডিকেল ডাইরেক্টরি, ওয়েব এসএমএস সহ নানা সুযোগ সুবিধা।
আমি শিকদার হাসিবুর রহমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
টেকটিউনস নীতিমালা ১.২২ অনুযায়ী – আপনার পণ্যের ও সেবার সহজ ও সুষ্ঠু প্রচারের জন্য টেকটিউনস এডভার্টাইজিং [email protected] এর সহয়তা নিন।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।