অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ। আপনি যাবেন কোন পথে? [পর্ব-০১] :: শুরু

অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ

আসসালামু আলাইকুম। প্রচন্ড শীতে জনজীবন বিপর্যস্ত ... তবুও আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা । যে তাপমাত্রা আমরা ফ্রিজে দেখতাম, তা এখন দেশের মাটিতে । এসব প্রতিকুল পরিবেশেও আল্লাহ যেন আমাদের ভালো রাখেন । ইতিপূর্বে কম্পিউটার এবং ইন্টারনেট এর বিভিন্ন বিষয়ে টিপস নিয়ে আলোচনা করেছি।আজ অনলাইন আর্নিং বিষয়ে কিছু বিষয় শেয়ার করব।

অনলাইন আর্নিং সম্পর্কে সবারই জানার ইচ্ছা প্রচুর, কিন্তু কিভাবে আর্নিং করব, কোথা থেকে শুরু করব, এ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই । তবু অনলাইন আর্নিং বিষয়ে জানার আগ্রহ সবসময়ই কম বেশি সবারই থাকে, শুধু উপযুক্ত নির্দেশনার অভাবে কাজের আগ্রহ হারাচ্ছে নতুন করে আগত ফ্রি লেন্সাররা । তাদের জন্য আমার এ টিউনটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র । আমি যে কয়টি সাইট সম্পর্কে এখানে আলোচনা করব তার সম্পর্কে আরো বিস্তারিত টিপস পাবেন এ সাইট এ। এখানে অনলাইন আর্নিং এর বিভিন্ন নির্দেশনা রয়েছে, যা অনেকের কাজে আসতে পারে । আসুন এবার মূল কোথায় আসি ।

অনেকের মুখে শুনি অনলাইন এর মাধ্যমে নাকি টাকা ইনকাম করা যায়, কিন্তু কিভাবে করে? তার পদ্ধতি কি? অনলাইন এ অনেক কাজ আছে, কিন্তু আমি কি কাজ করব? কোনো কাজ ই তো ভালোভাবে পারিনা । কোন কাজে সফলতা আসবে, তা বুঝব কি করে? ব্যর্থতার ভয়ে সামনে এগুতে পারছিনা । দিধাদন্দ সংকোচ সব বাদ দিয়ে ধরে নিলাম আপনি কোনো কাজ জানেন না । সেক্ষেত্রে কি করবেন? আপনি যেসব কাজ করতে কোনো স্কীল এর প্রয়োজন হয়না, আপনি সেসব কাজ করতে পারেন ।

ই-মেইল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, ফোরাম পোস্টিং, ডাটা এন্ট্রি এর মত কাজগুলো । কোথায় পাবেন কাজগুলো? কাজগুলো পাওয়ার জন্য আপনাকে কয়েকটি ওয়েব সাইট এ রেজিস্ট্রেশন করতে হবে । আপনি রেজিস্ট্রেশন করতে পারেন odesk এ সাইনআপ এর মাধ্যমে । রেজিস্ট্রেশন করতে পারেন freelancer এ সাইনআপ এর মাধ্যমে । এছাড়া ছোট ছোট কাজ করতে microworkers এ সাইনআপ করতে পারেন । সাইনআপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলেন, কিন্তু কাজ পাবেন কিভাবে? ধৈর্য ধরে বিষয়টি অনুধাবন করুন, আগেই টাকা তোলার চিন্তা করবেননা, টাকা ইনকাম করার পথটি আগে ক্লিয়ার করুন ।

আপনি odesk এ রেজিস্ট্রেশন করলেন । এখন আপনাকে odesk এ একটি রেডিনেস টেস্ট দিতে হবে, যেটা দেয়ার মাধ্যমে আপনি কাজ পাওয়ার প্রাথমিক অনুমতি পাবেন । আপনার যদি কোনো প্রোগ্রাম ভালো জানা থাকে তবে সে বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারেন তারপর পরীক্ষায় পাশ করলে আপনি ওই বিষয়ে কাজের জন্য এপ্লাই করে কাজ পেতে পারেন । মনে করেন আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো পারেন, সেক্ষেত্রে আপনাকে এ বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে । নয়তো গ্রাফিক্স ডিজাইন এর কাজগুলো আপনি পাবেননা ।

আপনাকে এ পরীক্ষায় পাশ করার জন্য সাইট টি সাহায্য করবে । এভাবে আপনি বিভিন্ন টেস্ট দিতে পারেন । যত বেশি টেস্ট দিবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে, আপনার প্রোফাইল এর স্টেটাস ও বাড়তে থাকবে । কাজ পাওয়ার জন্য নিয়মিত অনলাইন এ থাকুন, বিড করতে থাকুন প্রতিনিয়ত । একসময় আপনি কাজ পাবেন ই, এটা নিশ্চিত । কাজ না পেয়ে আপনি হাল ছেড়ে দিলে ভুল করবেন । চেষ্টা করতে থাকুন, আপনাকে সহায়তা করতে অনেক বিজ্ঞ ভাইয়েরা আছেন এখানে ।

আপনি Freelancer এ রেজিস্ট্রেশন করলেন । Freelancer এ কাজ করতে গেলে odesk এর মত প্রাথমিক টেস্ট যেটি দিতে হয় সেটা দিতে হয়না, তাই আপনি এ সাইট এ রেজিষ্ট্রশন করেই কাজের জন্য এপ্লাই করতে পারেন । তবে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়াতে আপনি আপনার প্রোফাইল কে সম্পূর্ণ করা কিংবা স্কীল টেস্ট দেয়ার মাধ্যমে আপনার দক্ষতা বাড়াতে পারেন । যা আপনার কাজ পাওয়ার ব্যাপারে যথেষ্ট সহায়ক হবে ।

আপনি Microworkers এ রেজিস্ট্রেশন করলেন । Microworkers এ কাজ করতে কোন রকম টেস্টই দিতে হয়না । এখানে ছোট ছোট ব্যাপক কাজ রয়েছে । ছোট বালুকার কনা বিন্দু বিন্দু জল, গড়ে তলে মহাদেশ সাগর অতল । এ প্রবাদটি সামনে রেখে এ সাইট এ নিশ্চিন্তে কাজ করতে পারেন । ব্যালেন্স জমা হতে হতে যখন বড় একটি এমাউন্ট হবে তখন আপনি তোলার চিন্তা করবেন ।

আপনি উপরের ৩টির কোনটিতেই সাইনআপ করলেননা, তো কি করবেন? ভেঙ্গে পড়বেননা আপনার জন্য আরো পথ আছে । ক্লিক করে টাকা ইনকাম এর জন্য আমি আপনাকে পরামর্শ দিবনা, কেননা এ পথে টাকা আয়ের জন্য আপনি যতটা শ্রম দিবেন, তা যদি উপরের ৩টি সাইট এ দিতে পারেন, তবে আপনি একজন প্রফেশনাল ফ্রিলেন্সার হয়ে যাবেন এটা নিশ্চিত । সৃজনশীল কোনো কাজে সময় দিতে পারলে আপনার শ্রম এবং দক্ষতা ২টি-ই কাজে আসবে । এবার আসুন আরেকটা পথ এর কথা বলি ।

ব্লগিং এর কথা আমরা অনেকেই শুনেছি । কিন্তু খুব একটা গুরুত্ব দেইনা, কিন্তু বিষয়টি সিরিয়াসলি নিতে পারলে আপনি এখান থেকেও প্রতি মাসে একটা বিশাল ইনকাম করতে পারবেন । অনেকে মাঝ পথে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন, আপনি যতটুকু চেষ্টা করবেন তার ফলাফল অবশ্যই পাবেন । তাই নিরাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান, সাফল্য ধরা দিবেই । আপনার যদি একটা জিমেইল একাউন্ট থাকে, তবে এখনি শুরু করুন । নতুন করে ডোমেইন হোস্টিং নিয়ে গতানুগতিগ ব্লগিং করা সবার পক্ষে সম্ভব না । তাই আমরা ব্লগার এর মাধ্যমে ব্লগস্পট এর ডায়নামিক সাইট নিয়ে একটু আলোচনা করব । এজন্য আপনার অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে । আর না থাকলে জিমেইল এ গিয়ে একটি একাউন্ট তৈরী করুন । তারপর ব্লগার এ যান ...

জিমেইল একাউন্ট এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ... তারপর কন্টিনিউ করে new blog এ ক্লিক করুন ...

এখানে একটি উইনডো আসবে, আপনার পছন্দমত একটি নাম দিন (টাইটেল) এবং সাইট এর ডোমেইন নেম দিন, একটি টেম্পলেট সিলেক্ট করে create blog এ ক্লিক করুন ...

ব্লগ তৈরী করার পর New Post এ ক্লিক করে নিয়মিত পোস্ট করা শুরু করুন । আপনার সাইটটি গুগল সার্চ ইঞ্জিনে এড করুন... । ব্লগ-এ কি ওয়ার্ড সেট করুন, প্রতিদিন নতুন নতুন কনটেন্ট দিন । দেখবেন আপনার সাইট ভিজিট হওয়া শুরু হয়েছে । আপনি ব্লগে মেনু দিন, প্রতিটি মেনুতে ৪/৫টি আর্টিকেল রাখুন। এসব ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে আমার পরামর্শ নিতে পারেন । আমার চেয়েও বিজ্ঞ ভাইয়েরা আছেন, তাদেরও পরামর্শ নিতে পারেন ।

আপনার সাইট টির কন্টেন্ট কোথায় কোথায় রাখবেন সেজন্য Layout অপশন এ যান । এখানে থেকে নিজের পছন্দ মত সাইট এর ডান বাম এর সকল Gedget পরিবর্তন করতে পারবেন ।

আপনার সাইট এ মেনু দিতে চাইলে Pages অপশন থেকে মেনু এড করতে পারবেন ।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন আপনার সাইট এর ভিজিটর বাড়ানোর জন্য, তবে প্রথমেই ইউনিক আর্টিকেল এর উপর নজর দিন । মনে রাখবেন অনেক সাইট আছে যারা শুধু কন্টেন্ট এর জন্যই জনপ্রিয়, যাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতেই হয়নি । দেশ বিদেশের বিভিন্ন ফোরামে আপনার সাইট এর রিভিউ দিন । দিন দিন আপনার সাইট জনপ্রিয় হতে থাকবে । এ পর্যায়ে আপনি এডসেন্স এর জন্য এপ্লাই করুন । ব্লগ এর ভিতরে আর্নিং অপশন এ গেলে get started এ ক্লিক করে এডসেন্সের জন্য এপ্লাই করতে পারবেন ।

আপনার সাইট এর ভালো একটা অবস্থা দেখে এডসেন্সে টিম আপনাকে এডসেন্স দিয়েও দিতে পারে । এডসেন্সে পেয়ে গেলে ব্যাস, আপনার কাজ শেষ । এডসেন্স এ এপ্লাই করতে বললাম একটু দেরিতে, কেননা আপনার সাইট কে একটা পর্যায়ে না এনে এডসেন্স এর জন্য এপ্লাই করে পাবেননা । আর একবার এডসেন্স না পেলে, ডিস্এপ্রোভ হলে পরবর্তিতে আর পাওয়া যায়না, অনেক কষ্টসাধ্য ব্যাপার। যাইহোক, এডসেন্স একাউন্ট পাওয়ার পর আপনার এডসেন্স একাউন্টে লগইন করে এড কোড নিয়ে সাইট এ বসান। ব্লগের ভিতর থেকেও add a gadget এ গিয়ে এডসেন্স এড করে আপনি আপনার সাইট এ এড দিতে পারেন । এড গুলো এভাবে আপনার সাইট এ সেট করতে পারেন ।

এড সেট করার পর আগের মত ভিজিটর বাড়াতে কাজ গুলো আবার করুন, আস্তে আস্তে দেখবেন আপনার আর্নিংও হচ্ছে। প্রথম পর্যায়ে আর্নিং কম আসলেও সেটি আস্তে আস্তে বাড়তে থাকবে । বিভিন্ন ফোরামে আবার আপনার সাইট এর রিভিউ দিন । কী ওয়ার্ড রিসার্চ করে বেস্ট কিওয়ার্ড আপনার সাইট-এ বসিয়ে সাইট এর ভিজিটর বাড়াতে পারেন । কি ওয়ার্ড এর সাথে রিলেটেড কন্টেন্ট পোস্ট করুন । এডসেন্স পাওয়ার আগে যে কাজ গুলো করেছেন ভিজিটর পাওয়ার জন্য, এডসেন্স পাওয়ার পরও তাই করুন । এভাবে নিয়মিত কাজ করার মাধ্যমে আপনি পর্যায়ক্রমে ভিজিটর পেতে থাকবেন এবং আপনার ইনকামও বাড়তে থাকবে । এসব ক্ষেত্রে সমস্যা হলে আমার হেল্প নিতে পারেন । আপনার জন্য শুভ কামনা । চেষ্টা করুন, আপনি হয়ত ব্লগ এ ই সফলতা পাবেন ।

আরেকটি কথা, আপনি যদি ব্লগ-এও সুবিধা করতে না পারেন তবে মন খারাপ করবেননা । আপনার জন্য আরো টিপস আছে, তবে সেটি আজ আর নয় আরেকদিন আলোচনা করব । সবাইকে ধন্যবাদ ।

আমার ফেসবুক । আমার ব্লগ । আমার ফেসবুক পেজ ।

সবার জন্য শুভ কামনা।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর চেয়ে বিস্তারিত আর কি হতে পারে? খুব সুন্দর এবং তথ্যবহুল আলোচনা।

দারুন হয়েছে। তবে মাইক্রো ওয়ার্কাসের কাজ গুলোর টিউটরিয়াল দিলে অনেকেই উপক্রিত হত। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

অনেক সুন্দর একটি পোস্ট হয়েছে…………. আর সবচেয়ে বড় কথা পোস্টটি গোছানো হয়েছে………..
চালিয়ে যান……….. পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম………

    @Ghost Hunter: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো …

Level 0

পরীক্ষায় পাশ করার জন্য কোন সাইটের সাহায্য না নিয়ে নিজে নিজেই চেষ্টা করা উচিত। কারণ বায়ার যখন ইন্টারভিউ নেয় তখন অনেক ধরণের প্রশ্ন করে। আর সেটি হয় জব সংক্রান্ত। তাই নিজের যোগ্যতায় পরীক্ষা গুলো পাশ করলে পরবর্তী সময়ে কোন সমস্যা হয় না। আর ওডেস্ক এর পাশাপাশি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইট এ কাজের জন্য চেষ্টা করা উচিত।

    @swordfish: আপনার সাথে আমিও একমত । ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

টিউনটির জন্য ধন্যবাদ

Level 0

vai tune khob valo hoyase. vai ami blogger korte deside koresi. kindly amake ekto help korben?amar email address: [email protected]. next tune er jonno wait a rohilam.

    @wahabvoipp: আপনাকে ধন্যবাদ… শুরু করুন… চালিয়ে যান… আপনার জন্য শুভ কামনা রইলো

ভাই খুবই সুন্দর একটা টিউন করসেন ……ভালো লাগলো ….thnx

সুন্দর এবং উপকারি একটি টিউন ।অনেক ধন্যবাদ । godaddy.com থেকে domain কিনতে গেলে কোন বাংকে কি রকমের অ্যাকাউন্ট থাকা লাগবে যদি জানা থাকে একটু জানাবেন ।

    @Tahajib Alam: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য… আর ডোমেইন এর বিষয়ে ব্যাংক একাউন্ট সম্পর্কে আমার আইডিয়া নেই… দুঃখিত

Level 0

নতুনদের জন্য খুবই উপকারি পোস্ট,- ধন্যবাদ!!

    @halimrox: মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

Level 0

আমি ব্লগারে একটি সাইট তৈরি করেছি কিন্তু সেটা এক পাতার, আমি চাই অন্য সাইটের মতো আমার কনটেন্ট অন্য একাধিক বা বহু পাতায় থাকবে, এবং বিভিন্ন বাটনের যেমন হোম, কণ্ট্রাক্ট, সার্ভিস, ফ্রিবি এধরনের হাইপার রেফারেন্স বাটনের কিভাবে সংযক্তি করা যায়?
pls add me in [email protected] or call : 01925456626

    @wmoni: আপনাকে ধন্যবাদ, আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়েছি, আপনি নিউ পেজ এ গিয়ে এসব এড করতে পারেন ।

আপনার পোস্ট টা পরে ভালো লাগলো । আমি নিজে এখান নে কাজ করেছি কিন্তু পেমেন্ট পেতে অনেক সমস্যা হয়। কিন্তু এখানে কাজ করতে পারেন। http://www.earninfinity.com

    @Ataur Rhaman Shojun: আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার দেয়া নতুন সাইট এ কাজ করতে চেষ্টা করব ।

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু তারপর কিছুটা অস্পষ্টতা রয়ে গেলো, আপনি কি আমাকে একটা মেইল দিতে পারেন বা জিটকে আমাকে এড কিংবা স্কাইপ আইডি দিতে পারেন। gtalk: [email protected]

Level 0

SEO শুরু করার জন্য আমাকে আগে কি কি জানতে হবে দয়া করে জানাবেন কি? আমার মেইল “[email protected]

Awesome post!

Level 0

মন্তব্য নয জানতে চেয়েছি.

boss, wordpress এর ব্লগ দিয়ে আর্নিং হবে না???
যদি হয়, তবে বিশেষ কোনো আলাদা নিয়ম আছে?

@nazim01919: মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ