কয়েক দিন আগে আমি আপনাদের সাথে কয়েক জন প্রো-ব্লগারদের পরিচয় করিয়ে দিয়েছিলাম।আজ আমি আপনাদের সাথে কয়েক জন টপ এডসেন্স আর্নারের পরিচয় করিয়ে দেব।
1. Markus Frind
2. Kevin Rose
3. Jeremy Shoemaker
4.Joel Comm
5.Shawn Hogan
Markus Frind
কানাডার নাগরিক মার্কাস ফ্রিন্ড ২০০১ সাল থেকেই ইন্টারনেটে ইনকাম করার ধান্দায় ছিলেন।
বর্তমানে তিনি http://www.plentyoffish.com/ নামক একটি সাইট চালান।তার মাসিক এডসেন্স ইনকাম গড়ে $৩০০,০০০।
Kevin Rose
আমেরিকার সান ফ্রান্সিস্কোর নাগরিক কেভিন রোজ ২০০৩ সালে প্রথম ইঙ্কামের পথ খুজে পান।তিনি বর্তমানে : http://www.digg.com/ নামক একটি সাইট চালান।তিনি বর্তমানে প্রতি মাসে এডসেন্স থেকে গড়ে $২৫০,০০০ আয় করেন।
Jeremy Shoemaker
জ়েরেমি সুমাখার নেব্রাসজা অঙ্গরাজ্যের লিঙ্কলনের বাসিন্দা।তিনি প্রায়ই বিভিন্ন ম্যাগাজিনের খবর হয়ে থাকেন।তিনি ২০০০ সাল থেকেই ইনকামের পথ খুজে পান।
বর্তমানে তিনিhttp://www.shoemoney.com/ নামক একটি সাইট চালান।তিনি অবশ্য ১৯৮৯ সাল থেকেই কম্পিউটারের সাথে যুক্ত ছিলেন।তিনি এক সাক্ষাতকারে বলেন তিনি তার মায়ের কারণেই এত দূর আসতে পেরেছেন।এডসেন্স থেকে তার মাসিক আয় গড়ে $১৪০,০০০।
Joel Comm
জোয়েল কোম মুলত একজন ই-বুক রাইটার।এইটা তার পার্টটাইম জব।তার ই-বুক গুলো ইন্টারনেটে হট কেকের মত বিক্রি হয়।তিনি আমেরিকার নর্দান কলরাডোর অধিবাসী।
তিনি বর্তমানেhttp://www.joelcomm.com/ নামক একটি সাইট চালাচ্ছেন।তিনি এডসেন্স থেকে প্রতি মাসে গড়ে $ ১০০,০০০।
Shawn Hogan
শন হগানকে বিস্ম্য় বলা যায় । মাত্র ১৯ বছর বয়সে ২০০৪ সালে তিনি এই ব্যাবসায় নামেন।
তিনি বর্তমানে http://www.digitalpoint.com/ সাইটটি চালাচ্ছেন।তিনি সান ডিয়েগোর বাসিন্দা।তার মাসিক এডসেন্স ইনকাম গড়ে $৮৫,০০০।
আমদের দেশে ও এমন দুই চারজন আছেন।তবে তাদের ইনকাম গড়ে $200-300 ।
পরবর্তীতে আমি যদি তাদের সম্পর্কে জানতে পারি তাহলে শেয়ার করব। (আল্লাহ তা’য়ালা যদি তৌফিক দেয় তাহলে )
আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Digg এবং shoemoney তে এডসেন্স ব্যবহার করা হয় না।