ফ্রি এস.এম.এস. করুন আরো তিনটি সাইট থেকে + ফ্রি কল করার নতুন একটা সাইট ۩ ♥ ۩♪♫ ♥ ۩ ♥ আমার শততম টিউন উৎস্বর্গ করছি মেহেদী ভাইকে ۩ ♥ ۩♪♫ ♥ ۩ ♥

কিছুদিন আগে ফ্রি এস.এম.এস. করার কিছু সাইট নিয়ে টিউন হয়েছিল তার মধ্যে কয়েকটি সাইট আবার নতুন ভাবে আপডেট হয়েছে নতুন ঠিকানায় যা অনেকেই জানেনা এছাড়াও আরো কয়েকটি এপ্লিকেশন আছে Free SMS এবং Free Call তার দু একটি নিয়েই আমি আমার এই টিউনটি করবো।

ফর এভার

ফরএভার ডট ইউএস এটি আগে বেটা ভার্সনে ছিল তখন হাসিব এটা নিয়ে টিউন করেছিল। এখন এটি নতুন ভাবে নিজস্ব ডোমেইনে তাদের কার্যক্রম শুরু করেছে। বর্তমান ঠিকানা http://www.for-ever.us

এর ফিচার গুলোঃ

  • একটি সম্পূর্ন এসএমএস পাঠানো যাবে।
  • আনলিমিটেড Free SMS পাঠাতে পারবেন ।
  • কোন রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই ।
  • এসএমএস টি Send হয়েছে কিনা তা বোঝা যাবে।
  • রিসিপিয়েন্ট এর কাছে ওয়েবের কোন তথ্য যাবে না।

টকি

এখানে আনলিমিটেড ফ্রি এমএমএস বা ফ্রি কল করার সুযোগ নেই তবে ট্রায়াল হিসেবে বেশকয়েকটি Free Call এবং Free SMS করা যাবে। এজন্য প্রথমেই এই লিংকে গিয়ে সাইন আপ করতে হবে।

Free SMS 1
আপনার নাম মেইল আর মোবাইল ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আপনার মোবাইলে একটি পিন আসবে এবার আপনার মোবাইল নাম্বার আর সেই পিন দিয়ে লগইন করুন। এরপর কল বা এসএমএস যেটা করতে চান তার লিংকে গিয়ে করুন এভাবে একটি একাউন্ট থেকে কয়েকটি কল ও এসএমএস করা যাবে।

Free SMS 2

মিমতোষ

এটি মূলত একটি ফেসবুক এপ্লিকেশন এর মাধ্যমে পরিচালিত হয়। এখানে সীমাবদ্ধতা হল নির্দিষ্ট পরিমান এস.এম.এস করা যাবে। তবে বন্ধুদের রেফারেল করতে পারলে আরো বেশী করা যাবে। আর নতুন একাউন্ট খুলতে পারলে তো কথাই নাই 😉 । এই এপ্লিকেশনটির ইউআরএল হল http://www.Meemtosh.com।

এই এপ্লিকেশনের ফিচার গুলোঃ

  • এসএমএস এর রেকর্ড জমা থাকে।
  • ১৪০ শব্দ পর্যন্ত এসএমএস লেখা যাবে।
  • রেফারেল দিয়ে ক্রেডিট সংগ্রহ করা যাবে।

টিউনটির সুত্রঃ http://www.eee-lab.com এবং কৃতজ্ঞতা স্বীকার টিউনার সাম্য।

আমার শততম টিউন এবং কিছু কথা

আমার শততম টিউন আমি করতে পেরেছি মূলত টেকটিউনের সকল ভিজিটর আর টিউনারদের উৎসাহ অনুপ্রেরনা এবং তাদের সকলের সুচিন্তিত মূল্যবান মন্তব্যের জন্য। তারা আমার পাশে থেকে সবসময় উৎসাহ যুগিয়েছে আর অনুপ্রেরনা দিয়েছে এবং আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে বলেই আমি আজ এতটা পথ পারি দিতে পেরেছি তাই আমার শততম টিউনের এই লগনে সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি মইন ভাই, মামুন, হাসিব এবং তারেক এর প্রতি যারা আমার টিউনিং ক্যারিয়ারের খুব খারাপ সময়গুলোতে আমার পাশে থেকে আমাকে সমর্থন দিয়ে সাহস যুগিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মডারেটর টিনটিন ভাইকে যিনি সবসময় আমার টিউনের ছোটখাট ভুলগুলোকে শুধরে দিয়ে টিউনকে করেছেন আরো সৌন্দর্য মন্ডিত। শুধু তাই নয় তিনি টেকটিউনে আমার যে কোন কার্যক্রমে আমাকে সহায়তা করেছেন পরম বন্ধুর মত। তার সহায়তা ছিলো বলেই আমরা আনঅফিসিয়ালী একটি টেকটিউন সম্মেলন করতে পেরেছিলাম যার দরুন আমরা আজ রুপান্তরিত হয়েছি একটা পরিবারে। আমি জানিনা পৃথবীর আর কোন ব্লগ আছে কিনা যেখানে সব ব্লগাররা এভাবে এক হয়ে আছে একটি পরিবারের মত। টেকটিউনে আমার যে কোন সমস্যায় তিনি তার প্রচন্ড ব্যাস্ত সময়েও ব্যাক্তিগত ফোন থেকে কল করে খোঁজ নিয়েছেন আমার সমধান করেছেন আন্তরিকভাবে। যে কোন সংকটে তার দ্রুত পদক্ষেপ টেকটিউনে এনেছে এক অন্যরকম আবহ যার সুঘ্রান ছড়িয়েছে সকল টেকটিউনারের হৃদয়ে। আর কোন ব্লগের মডারেটর নিজের দায়িত্বের সীমা পেরিয়েও এতটা বন্ধুসুলভ হয় কিনা তা আমার জানা নেই হয়তো তিনিই একমাত্র নিদর্শন। আরো একজন মানুষের কথা না বললেই নয় তিনি এই সাইটের সিসিও শ্রদ্ধেয় শাহজালাল ভাই। তিনি দিনের পর দিন নিস্বার্থ ভাবে নিজের টাকা খরচ করে যাচ্ছেন, শত ব্যাস্ত সময়েও দিয়ে যাচ্ছেন শ্রম শুধু আমাদের প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি চমৎকার প্লাটফরম তৈরীর জন্য। যা তিনি না করলে টেকটিউন এত দ্রুত আলোর মুখ দেখতো কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই তার প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা।

আর সবশেষে যার কথা বলব তিনি আমাদের সবার প্রিয় মেহেদী ভাই। তার জন্য আমি কোন বিশেষন ব্যাবহার করবো না শুধু এতটুকুই বলব তিনি যদি এই চমৎকার সাইটটি তৈরী না করতেন আমরা কখনো পেতাম না আমাদের সকলের ভালবাসার টেকটিউনস, সকল প্রযুক্তি প্রেমীরা আসতে পারত না তাদের নিজস্ব একটি মঞ্চে, প্রযুক্তির এই মহা সমুদ্রে নিজের অস্তিত্বের সন্ধানে পেতাম না কোন ঠাই কিংবা সবাই হয়ে থাকতাম বিচ্ছিন্ন কতগুলো দ্বীপের মত। তাই আমার প্রথম থেকে শততম টিউনটির জন্য যিনি ইন্টারনেটের বিশাল জগতে তৈরী করে দিয়েছেন একটি স্বাধীন আবাস ভূমি তাকেই উৎস্বর্গ করছি আমার শততম টিউনটি।

সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে ধৈর্য সহকারে আমার টিউনটি পড়ার জন্য আর আশা করছি সামনের দিনগুলোতেও ঠিক এভাবেই আপনাদেরকে আমার পাশে পাবো।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল তো

    হূমম ধন্যবাদ

    আসলেই দারুন।
    ১০০ করার জন্য ধন্যবাদ।

    আরে নাফিজা জাহান আপনিও আমার পিকচার দিলেন আপনার প্রোফাইলে। এটা কী শুরু হল। আমি কী কোনো ফেমাস কেউ যে আমার পিকচার দিতে হবে প্রোফাইল পিকচারে।

অনেক অনেক ধন্যবাদ শাকিল আরেফিন এর টিউন এর সেঞ্চুরী পূরন করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইল। খুব ভালো লাগলো টিউন এবং টিউনটির সুত্র ব্যবহার।

আরে শাকিল ভাই যে, আবার ১০০ করলেন? যাক এইটা এর টা খুব ভালো টিউন হইসে।

Level 0

ভাল লাগলো। তবে শাকিল ভাই যে ভাবে অলটাইম ব্রেক ডেন্স দিচ্ছে তাতে আশা করা যায় যে, কোন দিনও ভাইয়ের কাছে হাই-পেসার পাত্তা পাবেনা।

    Level 2

    শাকিল আরেফিন ভাই টিউনে সেঞ্চুরী করে আনন্দে নাচতেছেন..? বাহঃ কি চমৎকার দেখা গেল ।।

    হা হা হা,,,,,,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ

হ্যাপি সেঞ্চুরি……… 😀

শুভ ১০০ তম টিউন শাকিল ভাই

অবশেষে সেঞ্চুরী হলো। সেঞ্চুরী মোবারক

১০০ তম টিউনের আনন্দে নাচতাছেন, মনে হয়। শুভেচ্ছা।।

স্বাগতম আরেফিন ভাই ,এই রকম একটা সময়ে আপনাকে গোলাপের তোরা দিয়ে বরন করা উচিত।আমার পক্ষ্য থেকে গাজীপুরে আমন্ত্রন রইল।সেঞ্চুরী মোবারক

    ধন্যবাদ………….তবে হে হে হে আমি কিন্তু গাজীপুরে প্রায়ই যাই কোনদিন দেখবেন হাজির হয়ে গেছি

    আমি আপনাকে invite করলাম তো ,আপনার যখন খুশি আসবেন।আমার এলাকায় ফুলের অভাব নাই আমার গ্রামের নামই ফুলবাড়িয়া।

    শুধু ফুল দিয়াই বিদায় 😮 ……………………হে হে হে আমি আবার একটু ভোজন রসিক কিনা বাকীটা বু্ইঝা লন 😉

    না ভাই তুরাগের সাথে যেহেতু বাড়ি কোন সমস্যা নাই, দুই ভাই মিলাই নামুম্বনি।আর চকে থাইক্যা একটা ছাগল ধরমু চলবো,আর চিন্তার কারন নাই পাকটা আমিই করমু হোটেল ম্যানেজমান্ট শেষ করছি যেহেতু, ভায়ের জন্য একটু কষ্ট হবে,হোক, আপনার চলবো ………?

    হে হে হে তা আর কইতে না চইলা যাইবো কই? তয় চকে কি এত ছাগল ইচ্ছা মতন পাওয়া যায় মনপুরা ছবির মত

শাকিল ভাই ১০০তম টিউন উপহার দেবার জন্য ধন্যবাদ, শাকিল ভাই আপনি যে {আমার শততম টিউন এবং কিছু কথা} লিখেছেন আমার খুব ভাল লাগছে।
টেকটিউনিসে আসলে মনে হ্য় ৭১ এর মত আমরা আবার জাগিয়ে উঠেছি টেকটিউনিসের সাহায্যে। একক একটি পরিবার যদি তাকে ওনলাইনে তাহলে টেকটিউনসি আছে এটি চির দিন থাকবে ইনসাললাহ,,,।

সেন্ঝুরী মোবারক শাকিল ভাই ।

স্বাগতম শাকিল আরেফিন ভাই ।
আশাকরি শততে ক্ষান্ত না থেকে সহস্রতে পা দিবেন।
সেই শুভ কামনা আমাদের সকলের।

Level 0

শাকিল ভাই আপনি এগিয়ে চলেন
আমরা আছি আপনার সাথে।
God bless you

shakil bhai,i am new user on this site.i like it.many many thanks for your senchury.can u halp me how to make cheap call from uk to bangladesh(pc to phone)?

    ধন্যবাদ………….এই টিউনের একটা সাইট কিছুটা কাজে আসতে পারে তবে নিয়মিত করতে চাইলে যারা সাশ্রয়ী তাদের কাছ থেকে ক্রেডিট নিতে পারেন

Level 0

এক হাজার ধন্যবাদ।

শাকিল ভাই আপনাকে অভিনন্দন ১০০ তম টিউনে পৌছানোর জন্য। ভাই আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের জন্য যা করেছেন বা আরো যা করবেন তার জন্য ধন্যাদ দিয়ে আপনাদের আর ছোট করতে চাই না। ভাই দোয়া করি আপনি এগিয়ে যান সাফল্যের দোরগোড়ায়।।।।।।।

Level 0

Congrats!!!

Level 0

My favorite way to make free call:

Dial 18003733411 from skype or yahoo messenger
Listen what she says and follow the instruction.

শুভ সেঞ্চুরী মোবারক!

টিউন ভাল্লাগ্সে 🙂

only century korle cholbe ki kore sachin tendulker ke pichone felte hobe.
hapy hapyy hapyyy hapyyyy hapyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy…………………………. centuty Mubarak .

Level 2

1000000000000000000000000000000000000000000% Thxxxxxxx সেন্ঝুরী মোবারক শাকিল ভাই 😛

শাকিল ভাই, শুভ সেঞ্চুরি। আপনার বাংলালিংক বন্দ্ব কেন। নতুন নাম্বারটা মেইল করেন। ইমেল [email protected].

1 Petabyte শুভেচ্ছা।

    ভাই কোনকিছু দিয়েই আপনার প্রতি ঋন শোধ হবে না। আপনার কমেন্টে আমার টিউন স্বার্থক।

Level 0

নববর্সো মোবারক শাকিল ভাই ।

Level 0

যাক বাবা নতুন বছর বাংলাদেশ দলের কোন খেলোয়াড়দের তো সেঞ্চুরী দেখলাম না অন্তত টিউন করে সেঞ্চুরী দেখলাম। অভিনন্দন//////////

শাকিল ভাই আপনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন আপনার ১০০ তম টিউনটির জন্য। আশা করি আগামী দিনেও আপনি টেকটিউনের সাথেই থাকবেন এবং নতুন বিষয় আমাদের সাথে শেয়ার করবেন।

vaia 300 ta tune chai.

Level 0

আরে শাকিল ভাই, অনেক ধন্যবাদ। তবে এই এসএমএস এর অফার কয়দিন থাকবে?
আমাদের মেহেরপুর ডট কম সাইটটা কি দেখেছেন? http://www.amadermeherpur.com

    ধন্যবাদ mousumreza ভাই…..আশা করি বেশ কিছু দিন থাকবে……….হূমম

অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি।[email protected]

শুভ জন্মদিন থুক্কু Happy Century……

Level 0

http://www.alamgers.blogspot.com আমার সাইট
ভাই m.talki.me
থেকে কল করা যায়না আপনি ইচ্ছা করলে মিগ থেকে ফ্রি কল করতে পারবেন আর এই পোষ্টটির জন্য এখানে দেখুন http://www.alamgers.blogspot.com

Level 0

শাকিল ভাই আমি আপনার সাথে কিছু কথা বলতাম আমার সাথে যোগাযোগ করলে খুশি হব (০১৮১৪৮২৭৩৬০)
মেইল [email protected]

সেঞ্চুরী তো হলো।। এবার ডাবল সেঞ্চুরীর অপেক্ষায় রইলাম। আপনাকে অভিনন্দন।

**** Happy Century ****

Level 0

*********Happy Century*********
***************
***********
******
***
*

জ়্টীল একটা টিউন উপহার দিলেন।সেই সাথে ১০০তম টিঊনের অনেক অনেক শূভেচ্ছা
রইল আপনাকে…………………THANKS.

আপনার জন্য শুভ কামনা রইল।

Yahoo

Level 0

সেঞ্চুরি মোবারক।
কিছুদিন আগে মনে হয়েছিল নার্ভাস ৯৯ এ গিয়ে আটকে যাবেন। কিপ টিউনিং।

Level 0

আপনার প্রোফাইলের ছবি দেখে বোঝা যাচ্ছে Century করা কত্ত মঝা ,আভিনন্দন…..ভাল থাকুন

Level 0

শত তম স্বাগতম………………..

সংরক্ষিত: হ্যাকিং করুন যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইট ও
ভাই পাচওয়ার্ড দিচ্ছি কিন্তু প্রবেশ করতে পারলাম না।
যদি একটু বলতেন কোন পাচওয়াড। আসলে নতুন তো

Carry On

apnar deoa forever site e mobile number kibhave likhbo. janale khushi hobo.

    মাউস নাম্বার লেখার ঘরে বসিয়ে কী বোর্ড দিয়ে লিখবেন

Level 0

http://www.for-ever.com site ta joss….
Congratulation for your century…

hi,shakil bhai,how r u?can you give ur mobile num.i want to talk about adsense checque.

i m new! thnx shakil! i m ur fan!