কিছুদিন আগে ফ্রি এস.এম.এস. করার কিছু সাইট নিয়ে টিউন হয়েছিল তার মধ্যে কয়েকটি সাইট আবার নতুন ভাবে আপডেট হয়েছে নতুন ঠিকানায় যা অনেকেই জানেনা এছাড়াও আরো কয়েকটি এপ্লিকেশন আছে Free SMS এবং Free Call তার দু একটি নিয়েই আমি আমার এই টিউনটি করবো।
ফরএভার ডট ইউএস এটি আগে বেটা ভার্সনে ছিল তখন হাসিব এটা নিয়ে টিউন করেছিল। এখন এটি নতুন ভাবে নিজস্ব ডোমেইনে তাদের কার্যক্রম শুরু করেছে। বর্তমান ঠিকানা http://www.for-ever.us।
এখানে আনলিমিটেড ফ্রি এমএমএস বা ফ্রি কল করার সুযোগ নেই তবে ট্রায়াল হিসেবে বেশকয়েকটি Free Call এবং Free SMS করা যাবে। এজন্য প্রথমেই এই লিংকে গিয়ে সাইন আপ করতে হবে।
আপনার নাম মেইল আর মোবাইল ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করুন। আপনার মোবাইলে একটি পিন আসবে এবার আপনার মোবাইল নাম্বার আর সেই পিন দিয়ে লগইন করুন। এরপর কল বা এসএমএস যেটা করতে চান তার লিংকে গিয়ে করুন এভাবে একটি একাউন্ট থেকে কয়েকটি কল ও এসএমএস করা যাবে।
এটি মূলত একটি ফেসবুক এপ্লিকেশন এর মাধ্যমে পরিচালিত হয়। এখানে সীমাবদ্ধতা হল নির্দিষ্ট পরিমান এস.এম.এস করা যাবে। তবে বন্ধুদের রেফারেল করতে পারলে আরো বেশী করা যাবে। আর নতুন একাউন্ট খুলতে পারলে তো কথাই নাই 😉 । এই এপ্লিকেশনটির ইউআরএল হল http://www.Meemtosh.com।
টিউনটির সুত্রঃ http://www.eee-lab.com এবং কৃতজ্ঞতা স্বীকার টিউনার সাম্য।
আমার শততম টিউন আমি করতে পেরেছি মূলত টেকটিউনের সকল ভিজিটর আর টিউনারদের উৎসাহ অনুপ্রেরনা এবং তাদের সকলের সুচিন্তিত মূল্যবান মন্তব্যের জন্য। তারা আমার পাশে থেকে সবসময় উৎসাহ যুগিয়েছে আর অনুপ্রেরনা দিয়েছে এবং আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে বলেই আমি আজ এতটা পথ পারি দিতে পেরেছি তাই আমার শততম টিউনের এই লগনে সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি মইন ভাই, মামুন, হাসিব এবং তারেক এর প্রতি যারা আমার টিউনিং ক্যারিয়ারের খুব খারাপ সময়গুলোতে আমার পাশে থেকে আমাকে সমর্থন দিয়ে সাহস যুগিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মডারেটর টিনটিন ভাইকে যিনি সবসময় আমার টিউনের ছোটখাট ভুলগুলোকে শুধরে দিয়ে টিউনকে করেছেন আরো সৌন্দর্য মন্ডিত। শুধু তাই নয় তিনি টেকটিউনে আমার যে কোন কার্যক্রমে আমাকে সহায়তা করেছেন পরম বন্ধুর মত। তার সহায়তা ছিলো বলেই আমরা আনঅফিসিয়ালী একটি টেকটিউন সম্মেলন করতে পেরেছিলাম যার দরুন আমরা আজ রুপান্তরিত হয়েছি একটা পরিবারে। আমি জানিনা পৃথবীর আর কোন ব্লগ আছে কিনা যেখানে সব ব্লগাররা এভাবে এক হয়ে আছে একটি পরিবারের মত। টেকটিউনে আমার যে কোন সমস্যায় তিনি তার প্রচন্ড ব্যাস্ত সময়েও ব্যাক্তিগত ফোন থেকে কল করে খোঁজ নিয়েছেন আমার সমধান করেছেন আন্তরিকভাবে। যে কোন সংকটে তার দ্রুত পদক্ষেপ টেকটিউনে এনেছে এক অন্যরকম আবহ যার সুঘ্রান ছড়িয়েছে সকল টেকটিউনারের হৃদয়ে। আর কোন ব্লগের মডারেটর নিজের দায়িত্বের সীমা পেরিয়েও এতটা বন্ধুসুলভ হয় কিনা তা আমার জানা নেই হয়তো তিনিই একমাত্র নিদর্শন। আরো একজন মানুষের কথা না বললেই নয় তিনি এই সাইটের সিসিও শ্রদ্ধেয় শাহজালাল ভাই। তিনি দিনের পর দিন নিস্বার্থ ভাবে নিজের টাকা খরচ করে যাচ্ছেন, শত ব্যাস্ত সময়েও দিয়ে যাচ্ছেন শ্রম শুধু আমাদের প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি চমৎকার প্লাটফরম তৈরীর জন্য। যা তিনি না করলে টেকটিউন এত দ্রুত আলোর মুখ দেখতো কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই তার প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা।
আর সবশেষে যার কথা বলব তিনি আমাদের সবার প্রিয় মেহেদী ভাই। তার জন্য আমি কোন বিশেষন ব্যাবহার করবো না শুধু এতটুকুই বলব তিনি যদি এই চমৎকার সাইটটি তৈরী না করতেন আমরা কখনো পেতাম না আমাদের সকলের ভালবাসার টেকটিউনস, সকল প্রযুক্তি প্রেমীরা আসতে পারত না তাদের নিজস্ব একটি মঞ্চে, প্রযুক্তির এই মহা সমুদ্রে নিজের অস্তিত্বের সন্ধানে পেতাম না কোন ঠাই কিংবা সবাই হয়ে থাকতাম বিচ্ছিন্ন কতগুলো দ্বীপের মত। তাই আমার প্রথম থেকে শততম টিউনটির জন্য যিনি ইন্টারনেটের বিশাল জগতে তৈরী করে দিয়েছেন একটি স্বাধীন আবাস ভূমি তাকেই উৎস্বর্গ করছি আমার শততম টিউনটি।
সবাইকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে ধৈর্য সহকারে আমার টিউনটি পড়ার জন্য আর আশা করছি সামনের দিনগুলোতেও ঠিক এভাবেই আপনাদেরকে আমার পাশে পাবো।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল তো