তখন ভাবলাম Godaddy তে যা দাম এখানেও তা দাম। চিন্তায় পরে গেলাম। বেশ সময় কেটে গেল। কিন্তু কুল-কিনারা পেলাম। অবশেষে আমার গুগলকে ডাকলাম। সে বলল- Godaddy.com এর মহাঅফার। মাত্র $1.17 ডলারে একটি ডোমেইন কিনুন। শুধমাত্র জানুয়ারী ২০১৩ সালের জন্য। কিন্তু কীভাবে? সামনে এগিয়ে দেখলাম শুধুমাত্র এ্যফিলিয়েট লিংক, রেফারেল লিংক অথবা কুপন কোডের মাধ্যমে যদি কেউ ক্রয় করে তবে শুধু ডোমেইনই না অন্য সব কিছুর মূল্য অনেক কম রাখে। প্রায় আকাশ- পাতাল ব্যবধান। যাই হোক যদি আপনি কোন ডোমেইন কিনতে চান তাহলে উপরোক্ত তিন পদ্ধতির কোন একটি অবলম্বন করুন।
কীভাবে কিনবেন? প্রথমে সাইটে যান। ডোমেইন সিলেক্ট করুন। continue checkout এ ক্লিক করুন। তারপরে যদি কোন বড় পেজ আসে তাতে continue দিন আবার continue দিন। অত:পর ডান পার্শ্বে continue checkout দেখতে পাবেন। এখন উপরে লক্ষ্য করে দেখুন- রঙ্গিন অক্ষরে লেখা একটি লিংক আছে (Enter promo, source code or referral¬ code) সেখানে ক্লিক করুন। এবার আপনার কাছে থাকা যে কোন লিংক বা কোড দিন। আর মজা দেখুন। $9.99 ডলার $1.17 গেছে। কী সুন্দর সে দৃশ্য। কী মজার এই জাদু।
উল্লেখ্য, আমার কাছে রেফারেল এবং এ্যাফিলিয়েট লিংক আছে কিন্তু আমার এই পোষ্ট শুধু আপনাদের উপকারের জন্য কোন প্রাপ্তির আশায় নয়। তাই গ্রপের নিয়ম মেনে আমি আমারটা এখানে শেয়ার করা থেকে বিরত থাকলাম।
আমি এম আর ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রোমো কোড দিয়া তো ৩.১৩ ডলার হইলো ১.১৭ তো হইলোনা। একটু হেল্প করবেন প্লিজ।