একটা প্রজেক্ট জমা দেয়ার ডেড লাইন ঠিক এখন। কাজ প্রায় শেষ - সকালে উঠে দেখি goolge docs এ আর ঢুকতে পারি না। এখন পর্জন্ত পারিনি। ডিজিটাল বাংলাদেশ করবে...নিয়ে? আর কত কাল? কেনো এরা নিজের বাংলাদেশ গড়তে পারে না - আর যারা চেষ্টা করে - তাদের গলা চিপে ধরে??
আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি - দয়া করে আমাদের মুক্তি দিন। আমরা প্রানপন চেস্টা করছি - আমাদের দয়া করে থামিয়ে দেবেন না - তাতে দেশের ই ক্ষতি। আমরা আউট সোর্সিং করে দেশে রেমিটেন্স আনছি। এতে বাধা গ্রস্থ হলে দেশের ই ক্ষতি।
ইউটিউব বন্ধ হয়ে আজ অনেক দিন। এটা গুগল এর প্রডাক্ট। ইউটিউব এর পাশাপাশি অন্নান্ন গুগল এর প্রডাক্ট আমাদের ব্যাবহার করতে হয় কাজের জন্য। যেমন গুগল ডক্স।
আপনাদের বোঝা উচিত - একটা সমস্যা এভাবে দিনের পর দিন ফেলে রাখলে অন্নান্ন সমস্যার সমাধান আপনারা কখন করবেন? ডিজিটাল বাংলাদেশ কখনোই গড়ে উঠবে না।
আমাদের বাচতে দিন - গড়তে দিন বাংলাদেশ।
আমি Hassan Tanvir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি oDesk এ কাজ করি। Next Future নামে outsourcing এর নিজের একটা ছোট ফার্ম আছে চট্টগ্রাম এর খুলশি তে। আমি একজন Net person+ Tech person.
সরকার এর কি মনে আছে? Youtube নামে একটা সাইট ছিল এইটা ওনারা বন্ধ করে দিছে, মনে থাকলে ও এইটা কেন বন্ধ করেছে তা ভুলে গেছে। এইটা মনে করে দেয়ার জন্য একটা হরতাল করতে হবে। তারপর আশা করতে পারি।