ডিজিটাল বাংলাদেশের নামে আমাদের গলা চিপে ধরা…

একটা প্রজেক্ট জমা দেয়ার ডেড লাইন ঠিক এখন। কাজ প্রায় শেষ - সকালে উঠে দেখি goolge docs এ আর ঢুকতে পারি না। এখন পর্জন্ত পারিনি। ডিজিটাল বাংলাদেশ করবে...নিয়ে? আর কত কাল? কেনো এরা নিজের বাংলাদেশ গড়তে পারে না - আর যারা চেষ্টা করে - তাদের গলা চিপে ধরে??

আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি - দয়া করে আমাদের মুক্তি দিন। আমরা প্রানপন চেস্টা করছি - আমাদের দয়া করে থামিয়ে দেবেন না - তাতে দেশের ই ক্ষতি। আমরা আউট সোর্সিং করে দেশে রেমিটেন্স আনছি। এতে বাধা গ্রস্থ হলে দেশের ই ক্ষতি।

ইউটিউব বন্ধ হয়ে আজ অনেক দিন। এটা গুগল এর প্রডাক্ট। ইউটিউব এর পাশাপাশি অন্নান্ন গুগল এর প্রডাক্ট আমাদের ব্যাবহার করতে হয় কাজের জন্য। যেমন গুগল ডক্স।

আপনাদের বোঝা উচিত - একটা সমস্যা এভাবে দিনের পর দিন ফেলে রাখলে অন্নান্ন সমস্যার সমাধান আপনারা কখন করবেন? ডিজিটাল বাংলাদেশ কখনোই গড়ে উঠবে না।

আমাদের বাচতে দিন - গড়তে দিন বাংলাদেশ।

Level 0

আমি Hassan Tanvir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি oDesk এ কাজ করি। Next Future নামে outsourcing এর নিজের একটা ছোট ফার্ম আছে চট্টগ্রাম এর খুলশি তে। আমি একজন Net person+ Tech person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরকার এর কি মনে আছে? Youtube নামে একটা সাইট ছিল এইটা ওনারা বন্ধ করে দিছে, মনে থাকলে ও এইটা কেন বন্ধ করেছে তা ভুলে গেছে। এইটা মনে করে দেয়ার জন্য একটা হরতাল করতে হবে। তারপর আশা করতে পারি।

Ultra Surf ব্যবহার করুন। আশা করি সমস্যার সমাধান হবে।

url: ultrasurf.us/

ধন্যবাদ রিয়াজ ভাই। ফাইভার – এটাও ট্রাই করেছি – একটা না একটা সমস্যা হয় ই। কিন্তু কথা হলো কি দোষে আমাদের বিকল্প খুঝতে হবে?

    @হাসান তানভীর: হ্যা তাই, টাকা দিয়ে নেট ব্যবহার করি। ভোগান্তিতে কেন থাকতে হবে। এটাতো আর সমাজতান্ত্রীক চীন নয়, এটা গনতান্ত্রিক ডিজিটাল বাংলাদেশ(কাজকর্মে চীনের চেয়েও অধম)।।

ফাইভার বিডই বস @ ভাই আমরা অনেকেই বিভিন্ন ভাবে এই গুলো ব্যবহার করি, কিন্তু আর কত দিন!!!
একটা সমাধানতো দিতে হবে।

মু্ক্তি চাই এদের কাছ থেকে। “ডিজিটাল বাংলাদেশ” কথাটা যে ঐ দলে এনেছে তার গালে….

Level 0

ভাই চিন্তা কইরেননা.. আমাগো সাহেরা আফারে বিয়া করেন তারপর যেটা যেটা Apps খুলতে চান সাহেরা আফার পাছায় একটা করে গুতা মারবেন দেখবেন খুইলে দিছে….গুতা টা কিন্তু মেশিন দিয়ে মারতে হইবো.. কারণ ডিজিটাল সিসটেম এ না করলে আবার হবে না…

l0lx Zahid vai 😀 thik e koisen

আমার বাবা আমাকে একখানা শিক্ষা ছোট কালো দিয়াছে। তা এখন ও মনে আছে।
আমি খুব বেশি টিভি দেখতাম। তাই বাবা টিভি তার কেটে দায়।
সেই রাখ আমি ভাত খাওয়া ছেরে দিলাম। কেন আমাকে সিন্দিবাদ দেখতে দিল না।
কিন্তু বাবা আমার কানে কানে বলে তুই টিভি অন কর দেখবি টিভি চলতেছে। তবে একুটু ঝির ঝির তোর পোগরাম তুই দেখতি
পারবে।

আার আজ ও শিক্ষা মনে আছে।

তাই আমার তো ইউটিভি দেখতে সমস্য নেই। তবে একুটু মাখা গামালে সব দেখা যায় ।

Level 0

কে বলে এরা ডিজিটাল বাংলাদেশ চায়, বাংলাদেশ ডিজিটাল হলে ওরা কি এত সহজে দূর্নীতি করতে পারবে,…. ? আমার কাছে মনে হয় এরা ডিজিটাল বাংলাদেশেল প্রধান প্রবিবন্ধক..!!!!

আমার মনে হয় সরকার ভুলে গেছে youtube এর কথা ।

Vai, Youtube ta k jeno jeno silo? Uni ki Digital Bangladesh er keo?

corom bolchen vai .. youtube word ta amader dictionary theke haraia jaitache ,, sorkar vule e geche youtube je bondho kora hoechilo ,,,