আমি শুধু আমার কথা লিখলাম আপনারা কি লিখবেন?

যদিও কেউ নিজের লজ্জার কথা জন সম্মুখ্খে বলতে চা্য় না, তার পরও না বলে পারছি না। পত্র পত্রিকা, রেডিও টিভি থেকে জেনেছি বর্তমান সরকার এই দেশকে ডিজিটাল দেশ হিসাবে গড়ে তুলবে। আবার সেই লক্ষ্যে কাজও করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে আমরা এখন Qubee, Bangla Lion আর Ollo নামক তখা কথিত ওয়াইম্যাক্স সুবিধা। সম্প্রতি পেয়েছি টেলিটকের ৩জি প্রযু্ক্তি। আরো আছে- ইউনিয়ন পরিষদগুলোতে সরকার খুলেছে তথ্য সেবা কেন্দ্র যেখানে আমি দেখেছি – ল্যাপটপ, ডেস্কটপ, ফটোকপি, প্রজেক্টর আর ইন্টারনেট সেবা সহ আরো বহুবিধ সুবিধা। সত্যি ধন্য আমরা, ধন্য আমাদের ডিজিটাল বাংলাদেশের কারিগর।

গতকাল সন্ধ্যার পর ইটালীর মিলানো তে থাকা আমার এক বন্ধু, তার ল্যাপটপের সমস্যার সমাধানের সহযোগিতার বিষয় নিয়ে আমাকে ফোন করে। আমি Team Viewer নামক সফটওয়্যার দিয়ে তার ল্যাপটি বাংলাদেশ থেকে চালাই। তথন একটা ২০মেগাবাইট এর মতো একটা ফাইল ডাউনলোড দিয়ে তো আমি অবাক। আমি দেখলাম ডাউনলোড এর গতি প্রতি সেকেন্ডে ১.৬৭মেগাবাইট। মাত্র কয়েক সেকেন্ড লাগলো ফাইলটা ডাউনলোড হতে। দেখে আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারি নাই। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে এই স্পিডের ইন্টারনেট এর জন্য কতো বিল দিতে হয়। তখন সে যে উত্তর দিল তাতে আমি আকাশ থেকে পরলাম। সে বলল- এটা তার কম্পিউটারের ওয়াইফাই দিয়ে একাই কানেক্ট হয়। এটা তার নাকি সর্বনিম্ন স্পিড। আর সর্ব নিম্ন এই কারনে যে, এটা একদম ফ্রি। যদি বিল দিয়ে ব্যবহার করতো তাহলে আরো বেশী স্পিড পেত।

এখন আসি আমাদের দেশের উচ্চ গতির ইন্টারনেট এর কথা। বর্তমানে উচ্চতম গতি হলো ওয়াইম্যাক্স ইন্টারনেট এর। তা দিয়ে ডাউনলোড দেবার আশা করলে ব্রাউজ করার আশা ছেড়ে দিতে হবে। তারপর আরো যে কত সুবিধা-অসুবিধা আছে তা হয়তো এতদিনে আপনারা সবাই জেনে গেছেন। কিন্তু একটা ব্যাপার হয়তো কেউ লক্ষ করে দেখেন নাই। সরকার এই বিষয়ে যে সমস্ত টুক-টাক আশার আলো দেখায় তা কিন্তু দেশের সবার জন্য নয়। শুধুমাত্র ঢাকার বাসিন্দাদের জন্য, ঢাকার বাইরে যারা এই সুবিধা আপাদত ভোগ করছে তারা কিন্তু জেলা সদরও নয় বিভাগীয় সদর বলতে পারেন। তাহলে কি দাড়ালো , যারা বঞ্চিত তারা বঞ্চিতই রয়ে যাচ্ছে। আর যারা সুবিধা ভোগী তাদের কাছে আরো সুবিধা নিয়ে নতুন প্রযুক্তিবিদরা এগিয়ে যাচ্ছে। তার অর্থ হলো – গ্রাম বাচলে দেশ বাচবে এই কথার চাইতে সত্য হলো রাজধানী বাচলে দেশ বাচবে।

আমি ভাই নির্দিষ্ট কোন দলের লোক নয়, আর আমি শুধু এই সরকারের বিরুদ্ধে বলছি তা নয় কোন সরকারই আমাদের গ্রামের সাধারন জনগণের উন্নতি কামনা করেছে বলে আমার মনে হয় নাই। শুধু নির্বাচনে জিততে এই গ্রামের সাধারন জনগণের ভোটটা সব নেতাদের কাছে দামি বলেই এখনো হয়তো এই জনগোষ্টী বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিতে পারছি। আর যদি ভোটের দরকার না হতো তাহলে যে কি হতো তা শুধু সৃষ্টি কর্তাই জানেন।

আমাদের সরকার চায় এই দেশ থেকে বেকার সমস্যা দুর করতে আর সেই লক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তলছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। কিন্তু ফ্রি ল্যান্সিং করে একজন শিক্ষিত মানুষ তার বেকারত্ব দুর করতে পারে। আর একজন দক্ষ ফ্রিল্যান্সার দেশের প্রচলিত চাকরীর বেতনের দ্বিগুন আয় করতে পারে। তাহলে এই বিষয়টাতে কোন সরকার কেন জোর দিচ্ছে না। ব্যক্তিগত উদ্যোগে কেউ আগাতে চাইলে তাকে পড়তে হয় না না রকম সমস্যায়। আর সব চাইতে বড় যে সমস্যা তা হলো – ইন্টারনেট এর গতি। ঘৃণা করার মতো গতি আমাদের।

আমার মনে আরো অনেক ক্ষোভ আর লজ্জার কথা ছিল কিন্তু আর ভাল লাগতেছে না। তাই নিচের লাইনগুলো শুন্য করে রাখলাম। আশা করি আপনারা আমার চাইতে বেশি বুদ্ধিযুক্ত মানুষ। তাই এই শুন্যস্থান টা আপনারা ইচ্ছেমতো পুরণ করে নিবেন।

Level 0

আমি dhruba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাই আমাদের দেশের অবস্থা । আর কবে যে আমরা এ সমস্যার সমাধান পাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেনা ।

টিউনের প্রথম পাঠটা সুন্দরই হয়েছে। আর দ্বিতীয় পাঠের বিষয়ে বলব-এ কথা শুধু আপনার একার নয় আমাদের সবার। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ওয়িম্যাক্স , ওয়িফাই চালাক শহরের বাবুরা আর আমরা সবাই কেলা চাবাই…! ওরা মেট্রোপলিটন-এ থাকে আর আমরা রুরাল-এ থাকি এটাই সবচেয়ে বড় বৈষম্য!

(দুঃখিত!) ওয়াইম্যাক্স , ওয়াইফাই চালাক শহরের বাবুরা আর আমরা সবাই কেলা চাবাই…! ওরা মেট্রোপলিটন-এ থাকে আর আমরা রুরাল-এ থাকি এটাই সবচেয়ে বড় বৈষম্য!

Level 0

যেখানে আমাদের দেশের সকল আইন ব্যবস্থা ধনী শ্রেনী মানুষের জন্য সেখানে কি করে আমরা গরীব, সাধারন মানুষ সরকারের যে কোন ভাল সুযোগ সুবিধা পাব। যেখানে মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে সেখানে কি আশা করা যায়।

উন্নত বিশ্বে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নেয় না।
আর ইন্টারনেট এর কথা কইয়া লাভ নাই। আটা ব্যবসায়ী কে মন্ত্রি বানাইলে তার দ্বারা কোনো উন্নতি হয় না। আর যা ই হয় দোস বিরোধী দলের। কি কমু ভাই, মনে চায় দেশ ছাইরা চইলা যাই 🙁

সরকারের কথা বইলা লাভ নাই । সরকার হইল সবচেয়ে বড় ক্ষেত , আর এদের মন্ত্রী রা হইল দিন কানা। এরা ক্ষমতায় আসে পকেট ভরতে । এতো ভরে তবু তাগও মন ভরে না । কেন যে ভাবে না , এরাও একদিন কবরে যাইব । কবরে কি আর এই গরম চলবো ?

ভাই আমি জেলা শহরে থাকি। আমি যে QUBEE ব্যাবহার করব তাও নেটোয়ার্ক নেই। আমরা আসলে এ বিষয়ে নির্যাতিত। আমরা কিভাবে এগিয়ে যাব বলেন? আমাদের কে কেও সাহায্য করার নেই। আমরা কি একেবারেই আবহেলিত?

    Level 2

    @Golam Muhammad Sabbir: আমরা চাপাবাজি করে এগিয়ে যাব, সবাই মুখে বলব আমাগো দেশটা ডিজিটাল হইতাছে।

Level 2

ভাই আমার না বলা কথা গুলো আপনার মুখ থেকে শুনে খুবই ভাল লাগলো। ধন্যবাদ ভাই

Level 0

যতদিন না পর্যন্ত আমাদের দেশে ভালো নেতৃত্ব আসছে ততো দিন পর্যন্ত আমাদের হা হুতশ করেই যেতে হবে।সব কিছু শহরকেন্দ্রিক হয়ে পুরো শহরটাকে ডাষ্টবিন বানিয়ে ফেলছে। কোন কিছুতেই কোন মেনেজমেন্ট নাই, ছিলো ও না।

রাজধানী বাচলে সরকার বাচবে।

‘”বর্তমানে উচ্চতম গতি হলো ওয়াইম্যাক্স ইন্টারনেট এর। তা দিয়ে ডাউনলোড দেবার আশা করলে ব্রাউজ করার আশা ছেড়ে দিতে হবে ” কোথায় পেলেন এই খবর?আমি নিজে ৫১২কেবির সাফারি কিং চালাতাম বাংলাদেশে থাকতে।দিনে ৮-১০ ঘন্টা ফেসবুকে থাকতাম,এছাড়াও সার্ফিং করতাম আরো ৩-৪ ঘন্টা,এরপরেও ১২০+ জিবি ডাউনলোড থাকতো।স্পীড নিয়ে বিন্দুমাত্র অভিজোগ ছিলো না ওদের বিপক্ষে।৫১২ তে ঠিক ৫১২ই পেতাম।বাকি কথাগুলো ঠিক আছে।সহমত

সব কিছুর ই সময়ের প্রয়োজন ,আমরা তো কোন সরকারকে সিরিয়াল ৫ বছরের বেশি রাখিনা ?নতুন সরকার এসে পুরনো সরকারের কার্জক্রম বুজতে ৩ বছর সময় নেয় তারপর নিজস্ব উদ্যোগ ?

    Level 2

    @আহাম্মেদ কামাল: আসলেই ৫ বছরের খুব……..ই ই ই কম একটি সরকারের জন্য। পৃথীবিতে গনতান্তিক সরকারকে ৫ বছরের বেশি সময় দেওয়া হয় না, তরপরওত বিভিন্ন দেশে উন্নতি হচ্ছে ।

Level 0

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার লেখা হয়তো কারো ভাল লেগেছে আবার হয়তোবা কারো ভাল লাগে নি। সব কিছুর জন্যই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা আমাদের সকলকে স্বীকার করতেই হবে তা হলো- আমরা এই দেশের জনগন কোন না কোন ভাবে নির্যাতিত নিপিড়িত। এই নিপিড়ন থেকে আমাদের কে কোন সরকারই উদ্ধার করতে পারবে না যতদিন না আমরা নিজেরা নিজেদের কে পরিবর্তন করতে পারব। আর আমার এই লেখা যদি আপনাদের অন্তত একজনের মনে এই ধারনা জন্ম দিতে সক্ষম হয় যে, আমরা নির্যাতিত আর এর থেকে পরিত্রাণ দরকার। তাহলেই শুক্রিয়া। কারন যে কোন চাহিদাই তার লক্ষে পৌছানোর প্রথম ধাপ।

Level 0

kon sorkar koto unnoti korse ……..r kivabe unnoti ba Digital korte hoi ……. a bisoy niye live talk show sorkar + jonogon korle bodhoi onek valo hoto ……….. tahole sorkar k onek gen deua jeto………….. 😀 ……… amr onk bar e isse hoi sorkar er sathe sora sori kotha bolte ……jokhon se deser unnotir kotha bole. 🙁

Level 2

আপনার ভাই কপাল আছে। মডুর নজরে পড়লে এই টিউন ব্যন। টিউন অসাধারন হইছে।

Level 0

khub e valo laglo apnr tune ta pore.

ভাল হইছে। সহমত!

ভাই qubee ollo আমাদের এখানে নাই কিন্তু banglalion আছে না থাকার মত কারন আমাদের এখানে banglalion কানেকশন নিতে ১০ মিটার usb তার লাগে ।মরার এই জ্বালা ভাল লাগে না তাই gp use করি আর gp হইল আরেক জ্বালা বাঁশ মারকা স্পীড । টেলিটক 3g আসলো ভাবছিলাম টেলিটক নিমু কিন্তু আমাদের এখানে টেলিটক এর নেটওয়ার্ক নাই তাই আর নিতে পারি নাই ।

Level New

আবুল এক জায়গায় ইন্টার্ভিউ দিতে গিয়েছে তাকে জিজ্ঞেস করা হলঃ “যদি আপনাকে ২ মিনিটের জন্য প্রধানমন্ত্রী করা হয়…তাহলে কি করবে?

আবুলঃ “ম্যাগি নুডলস রান্না করবো”

ইন্টারভিউয়ারঃ “কেন!!!?”

আবুলঃ “২ মিনিটে তো শুধু ম্যাগি নুডলসই বানান যায়”

ইন্টারভিউয়ারঃ “ আচ্ছা আচ্ছা। আর যদি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী করা হয়…. তখন??”

আবুলঃ “আমি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হব না”

ইন্টারভিউয়ারঃ “কেন!!!?”

আবুলঃ “এত ম্যাগি নুডলস কে খাবে!!?!” :p
(collected)
5 bosor koto shomoy bujhlen?:D

Level 0

sohomot

এসব গাঁজাখোর(সরি পয়সাখোর) সরকার দ্বারা সমাজের কিচ্ছুটি হবে না।বাংলাদেশে আজ এক মাহাথির মোহাম্মদ এর প্রশাষন খুবই দরকার…………:/

মুখ খারাপ করার জন্য আন্তরিক দুঃখিত।