ইন্টারেনট এক্সপ্লোরার এড্রেসবারে টাইপকৃত সকল এড্রেস সংকলন করে রাখে।পরে ঐ এড্রেসের প্রথম অক্ষরটি টাইপ শুরু করলেই পুরো এড্রেসটি নিচে দেখায়।যেমন ধরুন http://www.bestpctips.com যদি কখনও টাইপ করে থাকেন তাহলে পরে যেকোন সময় b টাইপ শুরু করলেই নিচে পুরো এড্রেসটি দেখাবে অথবা b দিয়ে শুরু আগে ভিজিট করা সব সাইটের এড্রেসগুলো দেখাবে।
সমস্যাটা এখানেই ,যদি আপনি ছাড়া কম্পিউটারটি অন্য কেউ ব্যবহার করে তাহলে তা আপনার নিরাপত্তা জনিত ঝুকি বাড়ায় অথবা এমন এড্রেস যা আপনি চাননা যে অন্য কেউ দেখুক।এ সমস্যা দুর করতে -
Start>run এবার টাইপ করুন regedit এন্টার দিন।বাম প্যানেল থেকে
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\TypedURLs]
এখানে key গুলো বের করে ভ্যালু ডিলিট করুন অথবা key সহ ডিলিট করে দিন।এবার ইন্টারেনট এক্সপ্লোরার রির্স্টাট করুন।
দেখুন টাইপ করার সময় আর পূর্বের এড্রেসগুলি দেখাচ্ছে না।
এরকম পোস্ট আগে হয়ে থাকলে লিংকসহ উল্লেখ করুন,ডিলিট করে দেব।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
Ata avabe na kore Tools>Internet Option> Clear History = Internet Explorer ar Khetre
R Mozilar Khetre Tools>clear privet Data/ctrl+shift+del
Thanks