ব্রাউজার মার্কেটে অ্যাপলকে পেছনে ফেললো গুগল

ব্রাউজার মার্কেটে অ্যাপলকে পেছনে ফেললো গুগল

অবমুক্ত হওয়ার এক বছর তিন মাস পর গুগলের ব্রাউজার গুগল ক্রোম জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে গেছে অ্যাপলের সাফারি ব্রাউজারকে। গত ডিসেম্বরে পাওয়া GoogleCrome0105তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৪.৬৩ শতাংশ ব্যবহারকারী গুগল ক্রোম ব্যবহার করছেন। অন্যদিকে অ্যাপলের ব্রাউজার সাফারির রয়েছে ৪.৪৬ শতাংশ ব্যবহারকারী। সূত্র : দি টেলিগ্রাফ অনলাইন।

সংবাদমাধ্যমটি থেকে আরো জানা গেছে, ব্রাউজার মার্কেটের মূল দুই প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্স, ক্রোম বা সাফারির তুলনায় অনেক দূর এগিয়ে আছে। পরিসংখ্যানে দেখা গেছে, সব সংস্করণ মিলিয়ে ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহারকারী ৬২.৬৯ শতাংশ এবং মজিলা ফায়ারফক্সের বিভিন্ন সংস্করণ ২৪.৬১ শতাংশ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয়তে অবস্থান করছে। দি টেলিগ্রাফ জানিয়েছে, এসব তথ্য সরবরাহ করেছে অনলাইন সেবা প্রতিষ্ঠান ‘নেট অ্যাপ্লিকেশনস’।

প্রকাশিত সংবাদে দি টেলিগ্রাফ বলেছে, সাফারিকে পেছনে ফেলে গুগল ক্রোমের তৃতীয় স্থান দখল করাটা গুগলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইউরোপের বিভিন্ন দেশে ব্রাউজারটির ব্যাপক প্রচারণাই গুগল ক্রোমের ব্যবহারকারী সংখ্যা দ্রুত বাড়ার পেছনে অন্যতম কারণ বলে তারা জানায়। ক্রোমের প্রচারণার উদ্দেশ্যে বৃটেনের বিভিন্ন রাস্তায় বড় বড় বিলবোর্ড ঝোলানো ছাড়াও নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটে, টেলিভিশনে ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপণ দিয়েছে গুগল। এছাড়াও বিজ্ঞাপণ রয়েছে বিশ্বের এক নম্বর ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের প্রায় প্রতিটি পৃষ্ঠায়। আর এসবের কারণেই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ‘গুগল ব্রাউজার’, ‘গুগল ক্রোম’ এবং ‘ক্রোম’ লিখে সার্চ করার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়।

গুগল দাবি করেছে যে, ক্রোমের মূল বৈশিষ্ট্য হলো এর দ্রুততা এবং স্থায়িত্ব। এছাড়াও গুগল ক্রোম জনপ্রিয়তা পেয়েছে এর ব্রাউজিং এরিয়া তুলনামূলকভাবে বেশি হওয়ায়। গুগল ক্রোম চেষ্টা করে ব্যবহারকারীর মনিটরের যতোটা সম্ভব ওয়েবসাইট প্রদর্শনের কাজে ব্যবহার করতে। এ জন্য ক্রোমে টাইটেল বার ও লোকেশন বার ছাড়া কোনো মেনুবার বা অন্য কোনো টুলবার নেই। এছাড়াও স্ট্যাটাস বারও প্রয়োজন শেষে অদৃশ্য হয়ে যায়। ফলে, ব্যবহারকারী প্রশস্ত জায়গায় ব্রাউজিং করার আনন্দ উপভোগ করতে পারেন।

গুগলের তৈরি করা এই ব্রাউজারের সর্বশেষ সংস্করণে যোগ করা হয়েছে প্রতিদ্বন্দ্বী মজিলা ফায়ারফক্সের বেশ কিছু বৈশিষ্ট্য। তবে প্রথম স্থানে থাকা ইন্টারনেট এক্সপ্লোরার দূরে থাক, মজিলা ফায়ারফক্সকে ডিঙ্গাতেই গুগল ক্রোমকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সজীব/এইচবি/জানুয়ারি ০৫/১০

এবার শুধু এগিয়ে যাওয়া.... big_smile big_smile big_smile

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল রকস অলওয়েজ

আমি “ফায়ার ফক্স” আর “গুগোল ক্রোম” দুই টা ই ব্যাবহার করি। ফায়ার ফক্স দিয়ে ফেইসবুক সমস্যা করে। কিন্তু “গুগোল ক্রোম” কোন সমস্যা ই করে না। আসলে গুগোলের সব সার্ভিস গুলো ই সেরা 🙂

গুগলের সব কিছুই খারাপ লাগে শুধু এই ক্রোম ব্রাউজারটা ছাড়া। ক্রোম বের হবার এক বছরের মধ্যেই ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরার চেয়ে উন্নত হয়ে গিয়েছে।