ইয়াহু ১.৯৯ ডলারের ডমেইন কিনতে হলে সাবধান, আগে জেনে নিন অপ্রিয় সত্যটি

অনেকেই জানেন, ইয়াহু মাত্র ১.৯৯ ডলারে ডমেইন দিচ্ছে, প্রায় কয়েক বছর হয়ে গেল এই অফার চলছে তো চলছেই। প্যাকেজ অনুযায়ী, নতুন গ্রাহকরা পাবেন প্রথম বছরের জন্য ১.৯৯ ডলারে একটি ডমেইন, এছাড়া প্যাকেজে একাধিক বৎসরের জন্য ডমেইনের মূল্য এইরকম - ২ বৎসরের জন্য ১১.৯৪ ডলার (প্রথম বছরে ১.৯৯ + দ্বিতীয় বছরে ৯.৯৫); ৩ বছরের জন্য ২১.৮৯ ডলার (প্রথম বছরে ১.৯৯ + পরের দুই বছরে ৯.৯৫ প্রতি বছরে); ৫ বছরের জন্য ৪১.৭৯ ডলার (প্রথম বছরে ১.৯৯ + পরের চার বছরে ৯.৯৫ প্রতি বছরে)। কিন্তু এর পরে কি হবে???

আপনি ১ বছরের জন্য ডমেইন নেন, কিম্বা ৩ অথবা ৫ বছরের জন্য - মেয়াদ শেষ হলেই তখন প্রতি বছরে ৩৪.৯৫ ডলার করে দিতে হবে!!! সারা পৃথিবীতে এতো চড়া দামে অন্য কোনো ডমেইন বিক্রেতা .com/net/org/info ডমেইন বিক্রি করেনা। শুধুমাত্র প্রথম বছরে ১.৯৯ ডলার দামের অফারে কেউ ডমেইন নিলেই এই গলাকাটা দামের অফারেও পড়বেন তারা।

এই ফাঁদে পা দেওয়ার আগে ভালো করে ভেবে নেবেন! প্রথম বছরে মাত্র ১.৯৯ ডলার, এই লোভ করলে মেয়াদ শেষে বাড়তি ২৫ ডলার করে খেসারত দিতে হবে প্রতি বছরে। তখন পালিয়ে বাঁচার জন্য ডমেইন ট্রান্সফার করতে  হবে বাধ্য হয়ে।

YahOOO! It's yoUUU 😛

yahoo domains

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মেয়াদ শেষ হবার আগে অন্য জায়গায় ট্রান্সফার করে নিলে হয় . এ ক্ষেত্রে এড অন ডমেইন বা পার্ক ডমেইন এর ক্ষেত্রে ইয়াহু থেকে ডমেইন কেনা লাভজনক.

Level New

thanks….. জেনে রাখলাম…..

Level 0

ধন্যবাদ আপনাকে। ইয়াহু থেকে ১.৯৯ ডলারে কিনে, পরের বছর ট্রান্সফার করাই ভাল।

পরের বছর আমার কাছে আইসেন অন্য যে কোন কোম্পানীর ডোমেইনের চেয়ে কম দামে রিনিউ করে দিতে পারব ইয়াহূ ডোমেইন।

বলে রাখা ভাল আপনি যেটা বলেছেন এটা তাদের ক্ষেত্রে যারা দু একটা ডোমেইন কিনে অনেক ডোমেইন কিনলে পরের বছরও কম খরচে পায় তারা।

    আর এটা একটা বিশেষ সুযোগ ছিলো কিন্তু এখন আর ১.৯৯ ডলারে ইয়াহূ ডোমেইন পাওয়া যায় না প্রথম বছরেই ৯.৯৫ ডলার এখানে দেখুন http://smallbusiness.yahoo.com/domains/pricing

    এই অফার এখনও আছে, এখনও পাওয়া যায় -> লিঙ্ক http://smallbusiness.yahoo.com/domains/?p=BESTDEAL আমি যে স্ক্রিনশট দিয়েছি সেটা অনেক আগের নয়, একেবারেই সাম্প্রতিকতম স্ক্রিনশট ছিল ওটা।

আমি গত বছর Yahoo থেকে একটা Domain ( http://electronicworkshop.net )কিনেছিলাম $১.৯৯ দিয়ে। এ বছর এটা Name.com এ Transfer করেছি $৭.৯৯ দিয়ে।
যদি Domain টা Name.com এ কিনতাম তাহলে ২ বছরে খারচ হত : $৮.৯৯ + $৮.৯৯ = $17.98
কিনতু Yahoo তে কিনে Name.com এ transfer করায় খরচ হল : $১.৯৯ + $৭.৯৯ = $9.98
Save: $17.98 – $9.98 = $8.00

আমার মতে খারাপ না। সময় মত transfer করে নিলেই হল।

ভালই তো