আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভাল আছেন এবং শীতের মধ্যে খুব ঠাণ্ডায় দিন কাটাচ্ছেন।
আমাদের দেশে ইন্টারনেট স্পিড খুব কম। তাই অনেকেই DNS পরিবর্তন করেন যাতে কিছুটা স্পিড বেড়ে যায়।
কেউ গুগল এর DNS ব্যবহার করে থাকেন।
আজ আমি আপনাদের জন্য এমন একটি পোর্টেবল সফটওয়্যার শেয়ার করছি যা দিয়ে আপনি খুব সহজে ফাস্ট DNS দেখতে পারবেন।
এবং অ্যাপ্লাই করেতে পারবেন অর্থাৎ ব্যবহার করতে পারবেন।
সফটওয়্যারটির নাম DNS Jumper.
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
সাইজ মাত্র ৫৩৭ কিলোবাইট।
উপরে সফটওয়্যারটির স্ক্রীনশট দেখতে পারছেন।
এটি যেভাবে কাজ করে ।
সফটওয়্যারটি ওপেন করার পর উপরের চিত্রে দেখুন Fastest Dns এ ক্লিক করুন।
কিছু সময় পর ফাস্টার Dns আসবে তারপর Apply করুন। তারপর আবার কিছু সময় পর ওকে হয়ে যাবে।
এছাড়া Choose a free DNS Service এ ক্লিক করে পছন্দ করে DNS Server দিতে পারেন।
এবার Fastest Dns পেজটি কেটে দিন। তারপর দেখুন এরকম হবে এবং এই Dns ব্যবহার হবে।
এছাড়া এটা মডেম এর properties গিয়ে ব্যবহার করতে পারবেন।
আশা করি ভাল লাগলে কমেন্ট করবেন এবং ভুল হলে মাফ করবেন কারণ আমি খুব ছোট।
আর একটি কথা কেউ খারাপ মন্তব্য করবেন না।
আমি মাজহারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধু DNS চেঞ্জ করলে যে স্পিড বাড়ে এমন কিন্তু নয়! তাছাড়া সার্ভার গুলোর বেশিরভাগই কিন্তু US এ অবস্থিত! বাংলাদেশে DNS ইউস করলে মাঝে মাঝে স্পিড কমেও যায়! কিন্তু একটা TRICK আছে যা দিয়ে DNS চেঞ্জ করে সবসময় স্পিড বেশী পাওয়া যায়! ভাবছি সেটা নিয়ে টিউন করব।
টিউনারকে ধন্যবাদ!