বাংলালায়নের কানেকশন চালাই (লিমিটেড) । উইন্ডোজ ৮ এ নেট কানেক্ট হবার পর থেকে কোন কিছু মানে নেট ব্যবহার না করলেও দেখাচ্ছে যে আমার ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে । অনেকে বলতে পারেন ম্যালওয়্যার । আসলে তা নয় কারন আজ সকালে ৭ ছেড়ে ৮ এ আসছি । ৭ এ এই সমস্যা ছিল না । তাছাড়া ইসেটের লাইসেন্স ভার্সন চালাই ।
কিভাবে উইন্ডোজ ৮ এর এই অটো ব্যান্ডউইথ বন্ধ করব ।
অভিজ্ঞরা হেল্পান ।
আমি ইভা লুসি সেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লাইভ টাইল গুলো রাইট ক্লিক করে অফ করে দিন। ব্যান্ডউইথ কম খাবে।