একটা ছোট অ্যাড অন এর কথা বলি যদি মজিলাতে যোগ করে নেন তাহলে মেইল চেক করতে বার বার সাইন ইন করতে হবেনা।তাছাড়া বার বার সাইন ইন করতে যাদের স্লো কানেকশন তাদের অনেক সময় লাগে এবং বাড়তি ব্যান্ডওয়াইথ খরচ হয় বিশেষ করে লিমিটেড ইউজারদের জন্য।তাই এই অ্যাড অনটি ইনস্টল করে নিন আর ক্লিকেই চেক করুন মেইল।এজন্য যা করতে হবে-
*মজিলার টুলস মেনু থেকে অ্যাড অনস এ ক্লিক করে আগত উইন্ডোর Get Add Ons আইকনে ক্লিক করে সার্চ বক্সে Ymail Notifier লিখে এন্টার দিন এবার এই অ্যাড অনটি সিলেক্ট করুন।
*এখন Add to Firefox ও Install.ব্যাস ইনস্টল হলে ফায়ারফক্স রির্স্টাট করুন তাহলে সব নিচে ডান দিকে একটি খামের মত আইকন দেখাবে।
*এখানে ক্লিক করে শুধু একবার সাইন ইন করে নিন পরবর্তীতে যেকোন সময় ইমেইল চেক করতে এখানে ক্লিক করে check now অপশনে মাউস কারসর দিয়ে হিট করলেই তৎক্ষনাৎ জানিয়ে দেবে
নতুন মেইল আসছে কিনা।
আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।
রেজওয়ান ভাই, শুধু ইয়াহু মেইল চেক করবেন কেন? 🙂 এর চেয়ে ভালো এডঅন হলো webmail notifier যা দিয়ে yahoo, gmail, Hotmail, ALO, Daum, Naver, Nate, Paran, WMN-forum প্রভৃতি চেক করতে পারবেন মুহুর্তের মধ্যে আর এই সম্পর্কে নিচের টিউনটি দেখুন-
https://www.techtunes.io/internet/tune-id/14821/
(ধন্যবাদ)