আসসালামু আলাইকুম
সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি।
আমরা দেখবো কিভাবে ফেইচবুকে ভিডিও ডাউনলোড করতে পারি।
► প্রথমে আপনার মজিলা ফায়ারফক্সের Tools এ চলে যান ওখান থেকে Add-ons এ অথবা Ctrl+Shift+A চেপে (নিচের ছবির মত)।
► ছবির মত Add-ons Manager পেইজের এর চার্জ বক্সে “Downloadhelper” লিখে চার্জ দিন (ছবির 2 নং চিহ্নিত স্থানে)।
► ছবির মত 3 নং চিহ্নিত স্থানে Video DownloadHelper 4.9.12 এটি দেখতে পাবেন, 4 নং চিহ্নিত স্থানে Install এ ক্লিক করুন ।
► Install এর পর 5 নং চিহ্নিত ছবির মত দেখবেন। তীর চিহ্ন দেয়া স্থানে Restart now লিখাটিতে ক্লিক করুন।
► অতঃপর ছবির 6 নং চিহ্নিত স্থানে আপনার ব্রাউজারে এই আইকনটি দেখবেন।
► এবার আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন তা 7 নং চিহ্নিত স্থানে প্লে বাটনে ক্লিক করুন। 8 নং চিহ্নিত স্থানে দেখবেন আইকনটি যেন প্রাণ ফিরে পেয়ে নরাচরা করছে।
► ছবির মত 9 নং চিহ্নিত স্থানে ক্লিক করুন এবং ডাউনলোড করুন। এখানে ইচ্ছা মত কনভার্ট করেও ডাউনলোড করতে পারেন।
এমন আরো কিছু জানতে পারবেন ফেইচবুকের এই শিক্ষামুলক ☛ পেইজটিতে ।
আপনার মতামত আশা করছি ✎ ।
আমি এম কে এইচ তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শিখতে ভালোবাসি, আর ভালোবাসি শেখাতে। চেষ্টা করি নতুন কিছু সৃষ্টি করতে।
ক্রোমের জন্য দেন তো ।