ফেসবুক টাইমলাইন এখন বলতে গেলে সবাই ব্যবহার করছেন।এর নতুন ফিচারে কেউ বিমোহিত আবার কেউ বিরক্ত।আমার কাছে ভালই লাগে যাই হোক আসল কথায় আসি ।আপনি টাইমলাইন রিমুভ করতে চান ……চলুন দেখি
টাইমলাইন রিমুভ করুন
টাইমলাইন রিমুভ করার অন্যান্য উপায়
ফায়ারফক্স ব্যাবহার কারী দের জন্য
>এখান থেকে add one টি নামিয়ে নিন
https://addons.mozilla.org/en-US/firefox/addon/user-agent-switcher/
>ফায়ারফক্স খুলুন, Press the Alt Key > Open Tools > Default User Agent > Internet Explorer and choose Internet Explorer 7.
>এখন আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করুন এবং পেয রিফ্রেশ (Ctrl+F5) করুন তাহলে টাইমলাইন রিমুভ হয়ে যাবে
গুগল ক্রম এর জন্য
এটি একটু জটিল তাই সরাসরি ইংরেজিতে লিখছি
Step 1:Right click on Chrome.exe Icon and go to Properties.
Step 2: Make sure you are in the ‘Shortcut’ Tab.
Step 3: Paste the following code in the Target window after the : “C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe”
CODE – For Windows Vista & Windows 7 Users.
–user-agent=”Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 6.0)”
CODE – For Windows XP Users.
–user-agent=”Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 5.1)”
Note: মাঝে যায়গা খালি রাখবেন
“C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe”<SPACE>–user-agent=”Mozilla/4.0 (compatible; MSIE 7.0; Windows NT 6.0)”
এরপর আগের মত ctrl+f5 মানে প্রোফাইল রিফ্রেশ করুন।তাহলে হয়ে যাবে।
এক্সপ্লোরার বাবহারকারিদের জন্য
এটি মূলত এক্সপ্লোরার ৭ এ কাজ করবে
>আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করুন
>Press Alt Key. Click on Tools > Compatibility View Settings.
>If facebook.com is already filled in, Click on Add else fill in facebook.com and Click on Add followed by Close.
তাহলে আজ এই পর্যন্ত।এমন আর ও অনেক কিছু পাবেন http://www.facebook.com/CY133R পেজ টি তে
আর ফেসবুক এ আমাকে পেতে চাইলে আমি আছি https://www.facebook.com/techfreak.unknown এই ঠিকানায়
***************************************আল্লাহ হাফেয*****************************
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি অপেরা ব্যবহার করি আমার জন্যতো কিছুই করলেননা। আর টাইম মুলত কি কাজ করে, এটি ব্যবহারের সুবিধা অসুবিধা গুলো উল্লেখ করলে আমার মত নতুনদের বুঝতে সুবিধা হত।