নিজস্ব ডোমেইন নেমে Webhosting!1500MB Disk Space with 100GB BandWidth সম্পূর্ন ফ্রী

আমরা যারা নতুন সাইট বানানো/সাইট ডিজাইনিং শিখছি তারা প্রায়ই একটা বড় সমস্যায় পড়ি। সেটা হল হোস্টিং। আপনি অনেক হোস্টিং সাইট দেখতে পাবেন যারা আনলিমিটেড ওয়েব হোস্টিং দিচ্ছে কিন্তু ফ্রীতে নয় ৩/৪/৫ ডলার প্রতি মাসে??? আপনি যদি Professional Site Maker না হন তবে অবশ্যই আপনি এত টাকা দিতে চাবেন না। তাই না?

আপনি হয়ত বিভিন্ন ফ্রী হোস্টিং সাইটে ইতিমধ্যেই হোস্ট করছেন কিন্তু তাদের BandWidth কি দেখেছেন?? ১০০ মেগা/২০০ মেগা বেশি গেলে ১ গিগা??? এটা কোনো Bandwidth Limitation হল? আমি নিজে ব্রাউজ করেই তো ১০০ মেগা ব্যবহার করতে পারি। হাহা। --যাই হোক আমি অনেকদিন যাবৎ একটা ভাল ফ্রী হোস্টিং সাইট এর খোজে ছিলাম(আমরা বাঙালীরা আবার টাকা দিতে কষ্ট পাই কিনা!) শেষমেষ গতকাল এই সাইটটা পেলাম যেটা কিনা ১৫০০ মেগাবাইট ডিক্স স্পিসের সাথে সাথে ১০০ গিগাবাইট ব্যান্ডউইডথ ও দিচ্ছি।

ফ্রীতে সাইন আপের জন্য ক্লিক করুন: http://www.000webhosting.com

--আমি শিউর হয়ে বলতে পারি আপনি বেশি গেলে ৫০০ মেগা ফ্রী স্পেস পেয়েছেন এবং ১ গিগা ব্যান্ডউইথ পেয়েছেন কিন্তু এত বেশি কখনই পাননি। আমার মনে হয় না এই সাইট এ যে পরিমান সুবিধা দিচ্ছে তার বাইরে আর প্রয়োজন থাকে। তখনই আপনার এর থেকে বেশি প্রয়োজন পড়বে যখন কিনা আপনার সাইট প্রচুর পপুলার হবে। আর যখন পপুলার হবে তখন নিশ্চয় আপনি ভাল অর্থ ইনকাম করতে পারবেন। সেহেতু ঐ সময় ভাল একটা হোস্টিং সাইটে আনলিমিটেড অফার কিছু টাকা দিয়ে একটিভেট করতে নিশ্চয় বেগ পেতে হবে না। সবশেষে বলছি আপনি যদি এর থেকেও ভাল কোনো সাইটের ঠিকানা জানেন তবে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু!!

Level 0

আমি টেকটিউনস টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 2

    ভাই কি ভাবে তৈরি করব ??
    বিস্তারি কথা বলার জন্য মোবাইল নম্বর দেন ।

Level 0

Thanks too much for hot information

আমি একবার চেস্টা করেছিলাম আগে। এরা আমার একাইন্ট এপ্রুভ করে নাই তাই পারি নাই। আপনি কি হোস্ট করতে পারছেন? তাহলে বিস্তারিত জানান। যতদুর জানি এই হোস্টিংটা ভাল তবে বাংলাদেশ থেকে একাউন্ট করা কঠিন।

    Vai ami to kunu prokar Somossha charai 1 mash jabot use korci.

    Aitar Upload Speed Darun, kunu prob hoy na and FTP Client o Hang kore na. AMAR to mone hocche na j, Bangladesh theke kunu prob hoy account khulte.

Happy New year

ভাই, আমি ১০ দিন আগে সাইন আপ করেছি। কিন্তু এখনো ও Verification in progress দেখাচ্ছে। ২৯ তারিখ এই সাইট এর খোজ পেলে ১ মাস কিভাবে আপনি ব্যবহার করেছেন, বুজতে পারলাম না।
ধন্যবাদ আপনাকে।

এই ভেরিফিকেশন সমস্যার সমাধান নিয়ে একটা নতুন পোস্ট দিলাম দেখতে পারেন–
ooowebhost এর ভেরিফিকেশন সমস্যার সমাধান