আপনার কিRapidshare,megaupload থেকে ফাইল সার্চ করতে কস্ট হয়!

আমরা সচরাচর যারা অনলাইন এ ফাইল ডাউনলোড এবং আপলোড করি তাদের কাছে rapidshare.com,megashare.com,megaupload.com  সাইট গুলো খুবই পরিচিত। এ গুলো হচ্ছে ফাইল হোস্টিং সাইট। যেখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন আবার ফাইল ডাউনলোড ও করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি যে ফাইল ডাউনলোড করতে চান তার লিংক না জানলে ডাউনলোড করতে পারবেন না। ধরেন, আপনি একটি গান ডাউনলোড করতে চান rapidshare.com থেকে তাহলে আপনাকে ঐ ফাইলটির লিংক জানতে হবে।

rapidshare.com হচ্ছে এমন একটি ফাইল হোস্টিং সার্ভিস যেখানে পাওয়া যায় না এমন কোন ফাইল নাই।গান , মুভি, সফটওয়ার, বই ইত্যাদি সবকিছু। মনে হয় এটাই বর্তমান প্রিথিবীর সবচাইতে বড় ফাইল হোস্টিং সার্ভিস। megashare.com,megaupload.com  ও এর পরের স্থান দখল করে আছে।

এখন কথা হচ্ছে সবই তো পাওয়া যাবে কিন্ত ফাইল এর লিংক পাবো কোথা থেকে?

ছোট বেলায় একটা প্রবাদ পড়েছিলাম “প্রয়োযন ই আবিস্কার এর প্রসুতি”।এই প্রবাদের সুত্র ধরেই “লিংক পাবো কোথা থেকে?” এই প্রশ্নের উত্তর দিতেই তৈ্রি হয় rapidlibrary.com    এবং   4megaupload.com।

Rapid library.com:

rapidlibrary.com এ কোন keyword  লিখে সার্চ দিলে তা   rapidshare.com  হোস্টিং করা ফাইল থেকে ঐ keyword  এর সাথে মিল আছে এমন সব ফাইল এর লিংক লিস্ট আপনার সামনে হাজির করবে।

RapidLibrary.com

4megaupload.com

এর কাজ ও একই।অর্থাৎ  4megaupload.com এ কোন keyword  লিখে সার্চ দিলে তা   megaupload.com  হোস্টিং করা ফাইল থেকে ঐ keyword  এর সাথে মিল আছে এমন সব ফাইল এর লিংক লিস্ট আপনার সামনে হাজির করবে।

4megaupload

যারা এই বেপারটা জানতেন আমার মনে হয় তাদের  প্রয়োজনিয় ফাইল পেতে কোন কস্ট হতো না।এখন যারা জানলেন আমার মনে হয় তাদের ও আর প্রয়োজনিয় ফাইল পেতে কোন কস্ট হবে না।

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks

কাজের টিউন …. অনেক ধন্যবাদ।

Level 2

key link delan sob sex r sex.

    Level 2

    হা হা হা ………তাই নাকি !!!

    তাইতো! ছিঃ ….

    স্ক্রিনশট পাল্টানো হউক।

    Level New

    দরকার নাই পাল্টানোর, এখানে তো সবাই ১৮ + 😛

6 নাম্বার লাইনের “প্রিথিবীর”
8 নাম্বার লাইনের “প্রয়োযন”

বানান দুটি ভুল………..