Top Level Domain(TLD) সম্পর্কে জেনে নিন। আশাকরি জানলে উপকৃত হবেন।

বিজয়ের মাসে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে টেকটিউনস –এ আমি আমার প্রথম টিউন করলাম। সবাই কেমন আছেন আশাকরি সবাই ভাল আছেন। আমার প্রথম লেখায় যদি কোন ভুল হয় তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে বলব তা হল Top Level Domain (TLD)। আর কথা না বাড়িয়ে আমরা বিষয়ে চলে যাই।

.com: এইটি একটি ব্যবসায়িক এক্সটেনশন এবং বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত এক্সটেনশন। বেশিরভাগ ব্যবসায়ি .com ডোমেন নাম পছন্দ করে কারণ এটি ইন্টারনেটে একটি ব্যবসায়িক উপস্থিতি থাকার জন্য অত্যন্ত স্বীকৃত প্রতীক।

.net: এইটি একটি নেটওয়ার্ক এক্সটেনশন এবং ইন্টারনেট পরিসেবা প্রদানকারী, ওয়েব হোস্টিং কোম্পানি বা অন্য যে ব্যবসা ইন্টারনেটের পরিকাঠামোর মধ্যে সরাসরি জড়িত তারা সাধারণত এই এক্সটেনশন ব্যবহৃত করে থাকে।

.org: এটি সাধারণত কোন সংস্থা-এর এক্সটেনশন হিসাবে ব্যবহার করা হয় এবং প্রাথমিকভাবে অলাভ জনক গ্রুপ বা বাণিজ্যিক সমিতির দ্বারা ব্যবহৃত হয়।

.info: এই এক্সটেনশন ইনফরমেশন (তথ্য) বা রিসোর্স ভিত্তিক ওয়েবসাইট জন্য ব্যবহার করা হয়।

.edu: এটি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের কন্টেন্ট প্রদানকারী ওয়েবসাইটের ডোমেইন এক্সটেনশন হিসাবে ব্যবহার করা হয়।

.gov: এই ডোমেইন এক্সটেনশন কোন দেশের সরকারী সংস্থার বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ব্যবহার করা হয়।

.biz: এই এক্সটেনশন ছোট ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয়।

.mobi: এটি Mobile এর সংক্ষিপ্ত রূপ। মোবাইল ডিভাইস সহজে দেখার জন্য নির্মিত ওয়েবসাইটের জন্য এই এক্সটেনশন সংরক্ষিত হয়।

.tv: মাল্টিমিডিয়া ওয়েবসাইট, বিনোদন বা মিডিয়া শিল্পের মধ্যে সাধারণত এই এক্সটেনশন ব্যবহার করা হয়।

.name: এই ডোমেইন এক্সটেনশন ব্যক্তিগত ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা। এটা বেশি ব্যবহার করা হয় সহজে ইমেইল ঠিকানা মনে রাখার জন্য এবং ব্যক্তিগত ওয়েব সাইটের ছবি বা যে কোনো ব্যক্তি সম্পর্কে ব্যক্তিগত তথ্য প্রদর্শন করার জন্য।

.asia: এই ডোমেইন এক্সটেনশন এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য ব্যবহার করে থাকে।

.cat: এই এক্সটেনশন কাতালান ভাষা বা কাতালান সংস্কৃতির ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।

.jobs:  এই ডোমেইন এক্সটেনশনে কাজের / চাকরির বিজ্ঞাপনের সাথে জড়িত প্রতিষ্ঠিত কোম্পানীর ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়।

.museum: এই ডোমেইন এক্সটেনশন সাধারণত বৈধ যাদুঘরের এক্সটেনশন হিসাবে ব্যবহার করা হয়।

.int: দুই বা ততোধিক দেশের মধ্যে একটি চুক্তির দ্বারা অনুমোদিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত কোন প্রতিষ্ঠান, অফিস এবং প্রোগ্রামের ওয়েবসাইটের জন্য ব্যবহার করে থাকে।

.travel: একটি বৈধ ভ্রমণ সংক্রান্ত এক্সটেনশনের জন্য ব্যবহার করা হয়।

মতামত জানালে খুশি হবো। কারণ আপনাদের মতামত আমার ভবিষ্যতের অনুপ্রেরণা।

সবাই ভাল থাকবেন। খুব ভাল।

Level 0

আমি ?chandan.k। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে চাই ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

না জানা অনেকগুলো বিষয় জানা হল। ধন্যবাদ। চালিয়ে যান।

Level 0

@kazirhut অনেক ধন্যবাদ আপনাকে। আমার প্রথম টিউনে প্রথম মন্তব্য করার জন্য। আপনাদের দোয়া থাকলে ভবিষ্যতে আরও লিখবো।

আমার একটা .us ডোমেইন আছে কিন্তু । আমি কিন্তু বাংলাদেশেই থাকি । আর আচ্ছা আমি কি .edu.bd এই এক্সটেনশন এর ডোমেইন নিতে পারব ? (কোন শিক্ষাপ্রতিষঠান নাই শুধু মাত্র ওয়েবসাইটের জন্য ) @কেউ জানলে জানাবেন প্লীজ ।

    বোরহানিছ বাপ্পি ভাই .edu.bd এই এক্সটেনশন এর ডোমেইন নিতে BTCL এ আবেদন করতে হয়। তারা কিন্তু Hosting দেয় না। শিক্ষাপ্রতিষঠান ছাড়া শুধুমাত্র ওয়েবসাইটের জন্য এটি ব্যবহার করলে ব্যবহার কারীরা বিভ্রান্ত হতে পারে। তাই না ব্যবহার করাই ভালো।

ভালো টিউন। জানলাম অনেক কিছু। কিন্তু অনেকগুলো তো খুবই কম ব্যবহার করা হয়। কোনটি কত % ব্যবহার করা হয় তা লিখলে ভালো হতো।

Level 0

অনেক ধন্যবাদ @এ কে এম বোরহানিছ বাপ্পি ভাই মন্তব্য করার জন্য।

Level 0

@মাসুদুর ভাই আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার টিউনটি পড়া এবং মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ…………:)। আপনাদের দোয়া চাই ভবিষ্যতের জন্য।